ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত! গরমের শাপ কাটিয়ে ভিজবে কলকাতাও?

Weather Update in Kolkata: শুধু সোমবারই নয়। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এগারোটি জেলাতে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া পূর্ব ও পশ্চিম,বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত...

শেষপর্যন্ত কি অপেক্ষার শেষ হতে চলেছে? দীর্ঘদিন ধরে তাপপ্রবাহের দাপটে প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা ছিল বঙ্গবাসীর। একটা চল্লিশের উপরে ঘোরাফেরা করেছে তাপমাত্রা। অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস। সোমবারই নাকি শেষ হতে চলেছে তাপপ্রবাহের এই ভয়ঙ্কর দীর্ঘ স্পেল। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে সোমবার থেকে। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও।

দীর্ঘদিন ধরেই গরমে কাবু গোটা বাংলা। বৃষ্টির জন্য হাহুতাশ করার পরেও একদিনের জন্য সামান্যতম ঠান্ডা হাওয়াও ভাগ্যে জোটেনি বঙ্গবাসীর। তবে সেই অভিশাপ বুঝি এবার কাটল। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে বলে খবর। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশে জমতে শুরু করেছে মেঘ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী আটচল্লিশ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।

আরও পড়ুন: তাপপ্রবাহ, রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা! কেন এত বাড়ছে গরম?

সোমবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, কলকা‌তা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবার। তবে হাওয়ার বেগ কিছুটা কম থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, সোমবার ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে সেখানেও। উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তার সঙ্গে বয়ে যেতে পারে ৩০/৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া।

শুধু সোমবারই নয়। মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এগারোটি জেলাতে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া পূর্ব ও পশ্চিম,বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছেপূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সেসব জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। ঝড় ও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।

আরও পড়ুন: জ্বলছে সারা বাংলা! কবে বৃষ্টি, সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দফতর

ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই সমুদ্রে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের জেরে কি শেষপর্যন্ত গরমের অভিশাপমুক্ত হবে বঙ্গবাসী। কালবৈশাখীর মেঘে ভাসতে চলেছে কি কলকাতাও। উত্তর মিলবে কিছুক্ষণেই।

More Articles