নামতে হবে না, গাড়িতে বসেই নিরাপদে ঠাকুর দেখা! প্রযুক্তির হাত ধরে যেভাবে বদলাচ্ছে দুর্গাপুজো

Durga Puja Technology: এখন প্রায় সব গাড়িতেই রয়েছে অ্যানড্রয়েড অটো অথবা অ্যাপল কার প্লে-র মতো ফিচার। যা ব্যবহার করে খুব সহজেই গাড়ির মধ্যে সুরক্ষিত পরিবেশে বসেই ঠাকুর দেখে নেওয়া যাবে।

দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত প্রতি মিনিটে আমরা কোনও না কোনও প্রযুক্তি ব্যবহার করে চলেছি।  করোনাভাইরাস অতিমারির পর থেকে দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার আরও বেড়েছে, দুর্গাপুজোও তার ব্যতিক্রম নয়। বিগত কয়েক বছর ধরেই পুজোতে প্রযুক্তির ব্যবহার বাড়তে শুরু করলেও অতিমারির কারণে তা অন্য মাত্রা পেয়েছে।

জানুয়ারির শুরুতেই হাতে নতুন ক্যালেন্ডার নিয়ে বাঙালি দুর্গাপুজোর দিনগুলি মুখস্থ করে নেয়। বাঙালির সারা বছরে সবচেয়ে বড় পার্বণ দুর্গাপুজো। লক্ষ্মী কার্তিক, গণেশ সরস্বতীকে নিয়ে উমা কৈলাস থেকে মর্ত্যে বাপের বাড়ি আসেন। দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুরবাড়ি। নিজের বাড়ির মেয়েকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন বাঙালিরা। করোনাকালেও যার ব্যতিক্রম হয়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুর্গাপুজোর সঙ্গে আরও প্রাসঙ্গিক হয়েছে প্রযুক্তি ব্যবহার। প্রযুক্তি কীভাবে আমাদের দুর্গাপুজোর অভিজ্ঞতা বদলে দিচ্ছে?

ভার্চুয়াল রিয়েলিটি

২০২০ সালে দুর্গাপুজোর সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে লকডাউন থাকার কারণে বহু মানুষ ঘরবন্দি ছিলেন। এই পরিস্থিতিতে ঘরে বসে দুর্গাপুজো উপভোগ করতে বিভিন্ন  পুজো কমিটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পুজো দেখার ব্যবস্থা করেছিল। ইউরোপ ও মার্কিন মুলুকের বিভিন্ন পুজো কমিটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পুজো দেখার ব্যবস্থা করেছিল।

আরও পড়ুন- কলকাতার পুজোর ভিড় থেকে মুক্তি? মন ভালো করবে জয়নগরের বনেদি বাড়ির এই পুজোগুলি

তবে কলকাতার পুজোর ভার্চুয়াল ট্যুর নতুন কোনও বিষয় নয়। বিগত কয়েক বছর ধরেই https://thepuja.app/ এর মাধ্যমে কলকাতার বেশিরভাগ জনপ্রিয় পুজোর ভার্চুয়াল ট্যুর শুরু হয়েছে। করোনাকালে এই উদ্যোগের ফলে বাড়ি বসে ঠাকুর দেখে নিতে পেরেছেন অনেকেই। এই ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে ৯৫ পল্লী, কাশী বোস লেন, নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিং সহ উত্তর ও দক্ষিণ কলকাতার বহু জনপ্রিয় পুজো ঘরে বসে দেখে নেওয়া গিয়েছে।

ঠাকুর দেখা

তবে শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটি নয়, প্রযুক্তির ব্যবহারে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখাও আগের থেকে অনেক সহজ হয়েছে। এখন প্রায় সব গাড়িতেই রয়েছে অ্যানড্রয়েড অটো অথবা অ্যাপল কার প্লে-র মতো ফিচার। যা ব্যবহার করে খুব সহজেই গাড়ির মধ্যে সুরক্ষিত পরিবেশে বসেই ঠাকুর দেখে নেওয়া যাবে। গাড়ির ইনফোটেনমেন্ট স্ক্রিনেই দেখে নেওয়া যাবে কোন কোন রাস্তা কলকাতা পুলিশ বন্ধ করে রেখেছে। এছাড়াও কোথায় কোন পুজো রয়েছে তাও সহজেই জানা যাবে। এক ট্যাপে শুরু হবে নেভিগেশন। যা ঠাকুর দেখার অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলবে। পায়ে হেঁটে ঠাকুর দেখলেও মোবাইল ফোনের মাধ্যমে দেখে নেওয়া যাবে ন্যাভিগেশন। এছাড়াও শিলিগুড়ির প্যান্ডেল হপারদের জন্য বিশেষ অ্যাপ নিয়ে এসেছে স্থানীয় প্রশাসন।

থ্রি-ডি প্রিন্ট প্রতিমা

পুজোর কয়েক মাস আগে থেকেই কুমারটুলি ও রাজ্যের অন্যান্য প্রান্তে দুর্গা প্রতিমা তৈরি শুরু হয়ে যায়। তবে প্রতিমা তৈরিতেও সম্প্রতি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ২০১৪ সালে দুর্গাপুজোতে প্রথম থ্রিডি প্রিন্টের প্রতিমা তৈরি হয়েছিল। কম্পিউটারে অ্যাপলিকেশনের মাধ্যমে দুর্গা প্রতিমা ডিজাইন করে তা থ্রিডি প্রিন্ট করা হয়েছিল। এর আগে স্বাস্থ্য, শিল্প, স্থাপত্য ক্ষেত্রে থ্রিডি প্রিন্টের বহুল প্রচলন থাকলেও সেই বছর প্রথম দুর্গা প্রতিমা তৈরির জন্য এই প্রযুক্তির সাহায্য নিয়েছিল দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পুজো কমিটি। সেই বছর থ্রি-ডি প্রিন্টের মাধ্যমে তৈরি দুর্গা প্রতিমার দৈর্ঘ্য ছিল ১৪ ইঞ্চি ও উচ্চতা ৮.৫ ইঞ্চি।

আরও পড়ুন- নতুন টালা ব্রিজে মজে কলকাতা! উচ্ছেদ হওয়া শ্রমজীবী-বস্তিবাসীদের সুদিন আসছে কবে?

সুরক্ষা ব্যবস্থা

দুর্গাপুজোর সময় আঁটসাঁট সুরক্ষা ব্যবস্থার জন্য কলকাতা পুলিশের সুনাম ছড়িয়েছে গোটা দেশে। উৎসবের সময় বিপুল পরিমাণ মানুষের সুরক্ষা প্রতি বছর নিশ্চিত করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এই জন্য বিগত কয়েক বছর ধরেই প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ। দ্রোণের মাধ্যমে বড় পুজো প্যান্ডেলগুলিতে নজরদারি চলছে কয়েক বছর ধরেই। তবে সুরক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ নেই। চলতি বছর শিলিগুড়ি শহরেও দুর্গাপুজোর সময় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ।

বাড়ি বসে ঠাকুর দেখা

আগে বাড়ি বসে ঠাকুর দেখার জন্য ভরসা ছিল শুধুমাত্র টিভি চ্যানেলগুলি। সেখানে শুধুই নামকরা পুজোর ঠাকুর দেখার ব্যবস্থা করত খবরের চ্যানেলগুলি। তবে প্রযুক্তির ব্যবহারের কারণে এখন আরও বেশি ঠাকুর বাড়িতে বসেই দেখে নেওয়া সম্ভব হচ্ছে। বিগত কয়েক ভ্লগিং ও সোশ্যাল মিডিয়ার বিপুল জনপ্রিয়তার কারণে এখন বড় পুজোর সঙ্গেই অনেক ছোট ছোট পুজোর ঠাকুর মোবাইলে অথবা ল্যাপটপ থেকে সহজেই দেখে নেওয়া যাচ্ছে। শুধু কলকাতার ঠাকুর নয়, বাড়ি বসে দেখে নেওয়া যাচ্ছে জেলার পুজোগুলিও। সঙ্গে রয়েছে অনলাইন  ভার্চুয়াল ট্যুরের অ্যাপ।

 

তথ্যসূত্রঃ 

https://www.google.com/amp/s/www.livemint.com/news/world/london-set-for-first-virtual-reality-enabled-durga-puja-celebrations/amp-11603292950102.html

https://thepuja.app

https://www.google.com/amp/s/www.deccanherald.com/amp/national/west/durga-puja-civic-cops-drones-to-monitor-kolkata-766040.html

https://www.google.com/amp/s/www.telegraphindia.com/amp/west-bengal/app-drone-for-vigil-on-durga-puja-days-in-and-around-siliguri/cid/1831870

https://www.india.com/news/india/first-ever-3d-printed-durga-idol-to-debut-this-puja-143486/

More Articles