একবারে কতগুলি ২০০০ টাকার নোট বদলানো যাবে?

Bank of demonetisation : আচমকাই বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নোট জমা বা বদল নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। জেনে নিন সেই সব প্রশ্নের উত্তর...

ফের একবার নোট বাতিল! বাজার থেকে পাট উঠতে চলেছে গোলাপি রঙের ২০০০ টাকার নোটের। এবার এই মর্মে সময়সীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তা ব্যাংকে জমা করার নির্দেশ জারি করা হয়েছে গতকালই। ব্যাংকগুলিকে অবিলম্বে ২০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে বলেছে আরবিআই। যদিও ২০১৬ সালের নোট বন্দির সঙ্গে এবারের নোট বন্দির বেশ কিছু তফাৎ প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এবার রাতারাতি নয়, বেশ খানিকটা সময় হাতে দিয়েই নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, পুরনো ৫০০ টাকার নোট এবং ১০০০ টাকার নোটের মতো ২০০০ টাকার নোটগুলি দুম করে বৈধতা হারাচ্ছে না। কাজেই, সাধারণ মানুষ এখনও লেনদেনের জন্য ২০০০ টাকার ব্যাংক নোট ব্যবহার করতে পারবেন। তবে, ৩০ সেপ্টেম্বর বা তার আগে এই ব্যাঙ্কনোটগুলি ব্যাঙ্কে জমা দিতে অথবা বদলে নিতে উৎসাহিত করছে আরবিআই।

ইতোমধ্যেই এই নোটগুলিজমা বা বদল করা নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। আরবিআই-এর পক্ষ থেকে সেই বিভ্রান্তিগুলি দূর করার জন্য বেশ কিছু নিয়ম জারি করাও হয়েছে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থেকে থাকে, তাহলে কীভাবে তা বদল করবেন পাশাপাশি জেনে নেওয়া যাক একসঙ্গে ঠিক কত পরিমাণ টাকা জমা করতে পারবেন ব্যাংকে।

১. এই ২০০০ টাকার নোট বদল অথবা জমা করার কাজটি শুরু হবে আগামী ২৩ মে তারিখ থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে তা ব্যাঙ্কে গিয়ে আপনার নিজের অ্যাকাউন্টে জমা দিতে পারেন অথবা ব্যাংকের যে কোনও শাখায় গিয়ে ২০০০ টাকার নোটগুলি দিয়ে পরিবর্তে অন্যান্য ব্যাংক নোট নিয়ে নিতে পারেন।

আরও পড়ুন - নোটবন্দির জুজু, কেন হঠাৎ দু’হাজারের নোট তুলে নিচ্ছে RBI?

২. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে যদি আপনার একাউন্টে সঠিক কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে ২ হাজার টাকা নোট জমা দেওয়ার ক্ষেত্রে কোন ঊর্ধ্বসীমা সাধারণভাবে রাখা হচ্ছে না। তবে ব্যাংকের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যাতে দৈনন্দিন ব্যাংকের কাজে চাপ না পড়ে তাই একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করা যাবে।

৩. অন্যদিকে বিজনেস করেসপন্ডেন্টদের মাধ্যমে প্রতিদিন ৪,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলানো যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

৪. এই ২ হাজার টাকার নোট বদলের ক্ষেত্রে যে ব্যাংক থেকে বদল করতে চাইছেন সেই ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকা ব্যর্থতামূলক নয় বলেই জানিয়েছে আরবিআই। কোনও নন-অ্যাকাউন্ট হোল্ডারও যে কোনও ব্যাংকের যে কোনও শাখায় একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২,০০০ টাকার ব্যাংক নোট বদল করতে পারবেন।

৫. পাশাপাশি প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের ক্ষেত্রে ব্যাংকের তরফে সুবিধা জারি করার কথা জানানো হয়েছে। আর বি আই বলেছে যতটা সম্ভব কম অসুবিধায় যাতে এদের পড়তে হয় সেই দিকে যেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মীরা নজর রাখেন।

৬. চার মাস যথেষ্ট সময় বলে মনে করেছে আরবিআই, এর মধ্যেই বদল করে নেওয়ার হুঁশিয়ারি জারি করা হয়েছে। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরনো ২০০০ টাকার নোট বদল করে অন্য নোট নিতে পারবেন না তাদের ক্ষেত্রে সেই নোটগুলি কি হবে এই নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৭. সর্বোপরি কোনও ব্যাংকের কোনও শাখা যদি ২০০০ টাকার নোট বদলে দিতে বা গ্রহণ করতে অস্বীকার করে তাহলে গ্রাহকরা রিজার্ভ ব্যাঙ্কের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে (cms.rbi.org.in) অভিযোগ জানাতে পারবেন।

যদিও বেশ কিছুদিন আগে থেকেই আজ করা যাচ্ছিল যে বাজার থেকে ক্রমেই হারাতে বসেছে দু হাজার টাকার নোট। এমনকী ব্যাংক অথবা ATM থেকে টাকা তুলতে গেলেও ২০০০ টাকার নোট বিশেষ হাতে পাচ্ছিলেন না গ্রাহকরা। বন্ধ হয়ে যেতে পারে, এই মর্মে বেশ কয়েকবার শিরোনামেও উঠে এসেছে এই নোটটি। অবশেষে ছুটির ঘণ্টা বেজেই গেল। এবার কেবল সময়ের অপেক্ষা। তারপরই পাকাপাকিভাবে গায়েব হবে ২০০০ টাকার সমস্ত নোট।

More Articles