কলকাতার দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ অষ্টধাতুর প্রতিমা! দৈর্ঘ্য থেকে ওজন, সবেতেই চমক

অষ্টধাতুর তৈরি 'হেভিওয়েট' প্রতিমা এবারের শারদীয়া কলকাতার বিশেষ আকর্ষণ।

'এত বড়, সত্যি?' বছরকয়েক আগে কলকাতা কাঁপিয়েছিল এই বিজ্ঞাপন। বড় দুর্গা, হাজার হাতের দুর্গা, পরপর নানা চমক দেখা গেছে কলকাতার দুর্গাপুজোয়। এবার চমক অষ্টধাতুর প্রতিমা।

অষ্টধাতুর তৈরি 'হেভিওয়েট' প্রতিমা এবারের শারদীয়া কলকাতার বিশেষ আকর্ষণ। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এই অষ্টধাতুর দুর্গা দেখা যাবে এবার। ক্রেনের সাহায্যে আনা হলো এই প্রতিমা।

দুর্গাপুজোয় বঙ্গজননী এবার বিশ্বজননী। ইউনেসকো-র ইনট‍্যানজিবল হেরিটেজ স্বীকৃতি এবার শারদোৎসবে বিশেষ পাওনা। আর সেই স্বীকৃতি উদযাপনেই অষ্টধাতুতে তৈরি হয়েছে ১২ ফুট দৈর্ঘ্যের এই দুর্গাপ্রতিমা। মহিষাদলে গত ছয় মাস ধরে তৈরি হয়েছে এই সুবিশাল দুর্গাপ্রতিমা। এক টন ওজনের অষ্টধাতুতে তৈরি হয়েছে তা। অষ্টধাতুতে তৈরি হওয়ার দরুন এই প্রতিমার বিসর্জন হবে না। সারা বছর নিয়ম-রীতি মেনে পুজো করবে ক্লাব কমিটি। 

এই প্রতিমাকে কেন্দ্র করে রাজকীয় যজ্ঞ হলো শোভাবাজার বেনিয়াটোলায়। ষোলো চাকার ট্রেলারে এই দুর্গাপ্রতিমা আনা হলো মণ্ডপে। জাহাজ কোম্পানি থেকে আনা ক্রেনের সাহায্যে এক টন ওজনের দুর্গামূর্তি লিফটিংয়ের অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা।

পুজোর আর একমাসও বাকি নেই। শহর সেজে উঠছে পুরোদমে। অতিমারীর স্তব্ধতা পেরিয়ে এবার আবার সচল হচ্ছে রাজ্য। ইউনেসকো-র স্বীকৃতি উদযাপন করতে শহরে যে মিছিল দেখা গেল ১ সেপ্টেম্বর, তাতে তো কার্নিভালের আভাস পাওয়া যাচ্ছেই, তার সঙ্গে উপরি পাওনা দশদিনের ছুটি। ফলে এবার পুজো জমজমাট। আর সেই আবহেই আরও অন্য মাত্রা যোগ করল এই অষ্টধাতুর প্রতিমা। বেনিয়াটোলা সার্বজনীন-এর পুজো এবার দর্শকের কাছে বিশেষ আকর্ষণ।

উল্লেখ্য, বাংলাদেশেও অষ্টধাতুর দুর্গাপুজোর চল রয়েছে। ঢাকার কাছে ধামরাই অঞ্চলে বণিক বাড়িতে কয়েক প্রজন্ম ধরে আট ফুটেরও বেশি উচ্চতার অষ্টধাতুর মূর্তি পুজো হয়ে আসছে। ৪০০ কেজির এই দূর্গামূর্তি দেখতে নানা জেলার মানুষ ছুটে আসেন। আজকের বাংলাদেশের বাজারমূল্য অনুযায়ী প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ এই দুর্গামূর্তি তৈরিতে।

More Articles