গাড়ি থেকে সরাসরি ঢুকছে নাকে! আজীবনের জন্য স্মৃতিশক্তি খোয়াতে পারেন আপনি

Alzheimer's Cause: পরিবেশগত বিষাক্ত পদার্থ, বিশেষ করে বায়ু দূষণ, আলঝাইমার্স রোগের সূত্রপাত ঘটাতে পারে।

এই মুহূর্তের জিনিস পরমুহূর্তেই মনে থাকছে না? সারাদিন ভেবে ভেবেও মনে পড়ছে না ভীষণ গুরুত্বপূর্ণই তথ্য? আপনার ভুলো মনের স্বভাবের পিছনে রয়েছে গাড়ির দূষিত ধোঁয়া! অবিশ্বাস্য মনে হলেও এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণাতে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিনের একটি সমীক্ষা অনুসারে, ট্রাফিক-সম্পর্কিত বায়ু দূষণের সংস্পর্শে আসার ফলে স্মৃতিশক্তি হ্রাস, বুদ্ধির হ্রাস এবং অ্যালঝাইমার্স রোগের সূত্রপাত ঘটে। জনস্বাস্থ্যের ইউসিআই প্রোগ্রামের পরিবেশগত এবং পেশাগত স্বাস্থ্যের সহযোগী অধ্যাপক, গবেষক মাসাশি কিতাজাওয়া জানাচ্ছেন, বায়ু দূষণ এবং আলঝাইমার্স রোগের মধ্যে যোগসূত্র উদ্বেগজনক। বায়ুতে বিষাক্ত পদার্থের প্রসার বিশ্বব্যাপী কেবল বাড়ছেই না সরাসরি মানুষের মস্তিষ্কের কার্যকারিতার উপর এই দূষক কণা পদার্থের প্রভাব পড়ছে। গবেষণাটি টক্সিকোলজিক্যাল সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।

আলঝাইমার্স রোগ বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশেও এটি একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট। আলঝাইমার্স রোগের সমস্ত দিক নিয়ে ব্যাপক গবেষণা হওয়া সত্ত্বেও, এর সঠিক উত্স আজও অধরাই থেকে গেছে। জেনেটিক প্রবণতা এই রোগের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে, একথা সত্য। তবে বর্তমানে বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া প্রমাণ বলছে পরিবেশগত বিষাক্ত পদার্থ, বিশেষ করে বায়ু দূষণ, আলঝাইমার্স রোগের সূত্রপাত ঘটাতে পারে।

আরও পড়ুন- একটু একটু করে ভুলছেন সবই? অ্যালুমিনিয়াম ফয়েল আপনার বিপদ বাড়াচ্ছে অজান্তেই

কিতাজাওয়া এবং তাঁর দল দুই ধরনের বয়সের ইঁদুরদের উপর এই গবেষণা করেছেন। গবেষকরা ৩ মাস এবং ৯ মাস বয়সী ইঁদুরের দু'টি দলকে ১২ সপ্তাহের জন্য দূষিত বায়ুর মধ্যে রেখে দেন যাতে অতি সূক্ষ্ম দূষক কণা ছিল ভর্তি। দ্বিতীয় দলটিকে বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে রাখা হয়েছিল। জীবুনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দু'টি পর্যায়ে; বাড়ন্ত শিশু এবং যুবা বয়সে দূষক কণা পদার্থের মধ্যে থাকার ফলে স্বাস্থ্যে কী কী সম্ভাব্য প্রভাব পড়তে পারে তা নির্ধারণ করতেই বিভিন্ন বয়সের ইঁদুরদের ব্যবহার করা হয়েছিল।

গবেষকরা স্মৃতিশক্তির কাজ এবং বৌদ্ধিক কার্যকারিতা সম্পর্কিত পরীক্ষা করে দেখেন এই দুই ক্ষেত্রই দূষক কণা পদার্থের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গবেষকরা আবিষ্কার করেন যে, বিশ্লেষণের সময় ওই ইঁদুরগুলির বয়স ছিল ১২ মাস আর দূষকের মধ্যে থাকা ইঁদুরদের মস্তিষ্কে আলঝাইমার্স রোগের সূত্রপাতের সঙ্গে যুক্ত প্রদাহ বৃদ্ধি পেয়েছে।

বায়ু দূষণ আসলে আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত খুব কম পরিচিত একটি বিষয় যা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এক পরিবেশগত ঝুঁকি। আলঝাইমার্স রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে ব্যক্তিগত পর্যায়ে এবং পরিবেশ দিক থেকেও নিয়ন্ত্রক সংস্থাগুলিকে দূষক কণা পদার্থের মাত্রা কমানোর চেষ্টাকে বাড়াতেই হবে। যত বেশি মানুষ দূষক পদার্থের সরাসরি সংস্পর্শে আসতে শুরু করবে ততই বেশি মানুষের মস্তিষ্কে এর প্রভাব পড়বে। জীবনযাত্রা পরিবর্তনের বিষয়ে সচেতনতা বাড়ানো তো বটেই, আমাদের চারপাশের বায়ুর গুণমান উন্নত না করতে পারলে সমস্যা আরও ভয়াবহ দিকে যাবে।

 

More Articles