বাড়ির লকার রুম আপনার ভাগ্য বদলের চাবিকাঠি! বলছেন বাস্তুবিদরা

লকার রুম বা সিন্দুক হল বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। বাস্তু শাস্ত্র মতেও বাড়ির লকার রুমের অবস্থানের যথেষ্ট তাৎপর্য রয়েছে। বাস্তুবিদরা বলেন,   লকারের অবস্থান বাড়ির সমৃদ্ধি  নিয়ন্ত্রণ ও নির্ধারণ করেন। তাই বাড়িতে লকার রুমের রং, আকৃতি ও দিক নির্বাচনের সময় সচেতন থাকুন। অন্যথায় বাড়িতে অর্থ খরচ বেড়ে যায়। অনেক অর্থ উপার্জন করেও তা ধরে  রাখা যায় না। জেনে নিন বাড়ির লকার রুমের বাস্তু টিপস্-

লকার ঘরের  দিক

১. বাড়ির পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম দিক করে লকার রাখলে তাতে রাখা অর্থ- সম্পদ সারা জীবন আপনার কাছে থাকবে। বাস্তু মতে এই দিক হল অর্থ সঞ্চয়ের স্থান।তাই মূল্যবান গয়না, সম্পত্তির দলিল, লকার রাখুন এই দিকে। 
২.  বাড়ির উত্তর দিকে লকার রুমের অবস্থান শুভ বলে মনে করা হয়। অথবা লকার এমন স্থানে রাখুন যেন তার দরজা উত্তরমুখী অবস্থানে খোলা যায়।  হিন্দু শাস্ত্র মতে, এই দিক ধনদেবতা কুবেরের স্থান।
৩. বাড়ির উত্তর পূর্ব দিকে সিন্দুক বা লকার রুম না রাখাই শ্রেয়, এর ফলে সবসময় আপনার মনে অযথা চিন্তা তৈরী হবে সিন্দুক নিয়ে।
৪. দক্ষিণ পশ্চিমে দিকে ভুলেও লকার রাখবেন না এতে আপনার অর্থ ও সম্পদহানির সম্ভাবনা বেড়ে যায়। 
৫ উত্তর পশ্চিম দিকে লকারের অবস্থান আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে।

আরও পড়ুন-সে রান্না মানুষকে নিয়ে গিয়েছে জন্মান্তরের পারে…

 

ঘরের রঙ

যে ঘরে লকার থাকে বা লকার রুমের দেয়ালের রঙ হলুদ হওয়া বাঞ্ছনীয় , এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। তাঁদের মতে, লকারের রঙ বা আলমারির রঙ হলুদ ঘেঁষা হলে, তা পরিবারের পক্ষে মঙ্গলজনক হয়।
ঘরের আকার
আয়তাকার বা বর্গাকার আকৃতির ঘরই সবথেকে উপযুক্ত লকার রুমের জন্য। আজকাল জায়গার অভাবে অনেক সময়ই ফ্ল্যাটে ত্রিভুজ বা অন্য কোনো অদ্ভুত আকৃতির ঘর তৈরি করে দেন প্রোমোটারেরা । ভুলেও এমন আকৃতির ঘরে সিন্দুক রাখবেন না।

দরজা এবং জানালা
বাস্তু মতে, লকার রুমে দুটি শাটার সহ একটি মাত্র দরজা থাকা উচিত। লকার রুমের দরজা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ দিকে দরজা থাকা উচিত নয়।

করণীয়
১. লকার রুম পরিষ্কার ও অবর্জনা মুক্ত রাখুন।
২. লকারের বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরী হয় এমন স্থানে আয়না রাখতে পারেন । বাস্তুবিদদের মতে, এর ফলে আপনার সম্পদের পরিমাণ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 
৩. লকার রুমে ঝরনা রাখতে পারেন। বাস্তু মতে, ঝরনায় জলের প্রবাহ বাড়ির অর্থ প্রবাহ বাড়িয়ে তোলে। মৃদু শব্দযুক্ত  ঝরনা বাড়িতে ইতিবাচক শক্তির পরিমাণও দ্বিগুণ বাড়িয়ে তোলে। 
৪। পাখিদের আকৃষ্ট করার জন্য বাড়ির উঠোনে পাখির স্নানের জন্য জল বা ফিডার রাখতে পারেন। ফলস্বরূপ আপনার বাড়ির চারপাশে ইতিবাচক শক্তির পরিমাণ বাড়বে এবং একই সঙ্গে জীবনে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। 
৫. ভুলেও ঘরের কোনো কোণে লকার রাখবেন না ।

More Articles