গতি বেড়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার! ঠিক কোথায় কোথায় তাণ্ডব চালাবে মোকা?

Cyclone Mocha : ঠিক কোথায় তাণ্ডব চালাবে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা? বাংলায় প্রভাব কতটা?

বঙ্গোপসাগরে মে মাস মানেই ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। যশ, ইয়াশের পর সাম্প্রতিক শিরোনামে মোকা। বেশ কিছুদিন যাবৎ সংবাদের শিরোনাম দখল করে রয়েছে এই ঝড়। আবহাওয়াবিদদের তরফে রোজই নতুন নতুন বার্তা দিতে সাবধানতা জারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রথমে বলা হয়েছিল গত সপ্তাহের শেষ থেকেই স্থলভাগে প্রভাব বিস্তার করতে শুরু করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। যদিও ক্রমে বদল হয়েছে এর গতি প্রকৃতি। প্রাথমিকভাবে বাংলার ওপর যে অশনি সংকেত জারি ছিল তাও কেটেছে ইতিমধ্যে। তবে ঘূর্ণিঝড় মোকাকে ঘিরে চিন্তা দূর হয়নি। এ রাজ্যে না হোক, প্রতিবেশী দেশের আছড়ে পড়ে তছনছ করে দিতে পারে বলে আশঙ্কা ঘনিয়েছে ক্রমশ। সাম্প্রতিক পাওয়া খবরে সেই আশঙ্কার মেঘই আরও ঘনীভূত হল। জানা গেল, আরও শক্তি বাড়িয়ে ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মোকা!

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আবহাওয়াবিদদের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ শনিবার ভোর পাঁচটা নাগাদ অতি প্রবল শক্তিশালী ঘুর্নিঝড়ের রূপ নিয়েছে মোকা। সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে আরও জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে মোকা এগিয়ে চলেছে। আরও প্রায় ৩০ ঘণ্টা এগোনোর পর আগামীকাল অর্থাৎ রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ এর ল্যান্ডফল হতে পারে বলেই ধারণা করা হয়েছে ইতিমধ্যে।

আরও পড়ুন - মোকার হানাদারি অন্যত্র? কী ভাবে বাঁচল বাংলা

ঠিক কোথায় আছড়ে পড়তে চলেছে এই প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়?

সম্ভাব্য ল্যান্ডফল লোকেশন মনে করা হচ্ছে, মায়ানমারের সিত্যে সমুদ্র বন্দর। বর্তমানে মোকার অবস্থান থেকে যার দূরত্ব প্রায় ৬৯০ কিলোমিটার। শুধু এই সমুদ্র বন্দরই নয়, পাশাপাশি মায়ানমারের দিকে যাওয়ার পথে এই ঝর চরম আঘাত হানতে হানতে যাবে বাংলাদেশের একাধিক অঞ্চলের ওপর দিয়ে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাম, মহেশখালিতে ব্যাপক প্রভাব বিস্তার করবে মোকা, এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। একইসঙ্গে মায়ানমারের সিত্যে বন্দরের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা থাকলেও কিয়াকপ্যু সহ একাধিক এলাকায় তা গভীর প্রভাব বিস্তার করতে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। বাংলাদেশে কক্সবাজার এবং চট্টগ্রামে দ্বীপ সহ পার্শ্ববতী স্থলভাগগুলিও মুক্তি পাবে না এই ঝড়ের প্রভাবের হাত থেকে। প্রায় ১০ ফুট সমান উচ্চতা বিশিষ্ট জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উপকূলের জেলাগুলিতেও রয়েছে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।

অন্যদিকে এ রাজ্যের ওপর তেমন কোনও প্রভাব ফেলবে না মোকা। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে কিছু জেলায়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

More Articles