নতুন উদ্যোগ রেলের, ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও কাটা যাবে রিজার্ভেশন টিকিট! কীভাবে?

IRCTC new rule : এবার থেকে শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করে রিজার্ভেশন টিকিট কাটতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে যাত্রীদের। রেলের তরফে দেওয়া হয়েছে একটি নতুন ডিভাইস।
দিনে দিনে উন্নত হচ্ছে পরিষেবা। আধুনিকতায় পাল্লা দিয়ে নানা দিক থেকে রেলপথে ভ্রমণকে ঢেলে সাজাচ্ছেন কর্তৃপক্ষ। প্রযুক্তিগত দিক থেকেও রোজই নতুন কোনও না কোনও পরিষেবা আসছে সামনে। একটা সময় ছিল যখন ট্রেনে ভ্রমণ করতে হলে কাউন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অবশেষে টিকিট কাটতে হতো। সময়ের সঙ্গে সেই অভ্যাসে খানিক আধুনিকতা এসেছে। আজকাল অনলাইনেই কাটা যায় টিকিট। এমনকী লোকাল ট্রেনের টিকিট কাটার জন্যও চালু হয়েছে নির্দিষ্ট অ্যাপ। কাউন্টারে কাউন্টারে রাখা হয়েছে পোর্টেবল টিকিট ভেন্ডিং মেশিন। এছাড়া টিকিট কাটার পর থেকে ভ্রমণের আগে অবধি নানা প্রয়োজনীয় পদক্ষেপ, এমনকী টিকিট বাতিল করা সংক্রান্ত বিষয়ে নানান নতুন ফিচার নিয়ে এসেছে রেল কর্তৃপক্ষ।
 
কিন্তু ধরা যাক আপনাকে দূরে কোথাও যেতে হবে, আগাম পরিকল্পনা ছিল না তাই টিকিট রিজার্ভেশন করাও নেই। সেই মুহূর্তে কাউন্টার থেকে বিনা রিজার্ভেশন টিকিট কেটে বাধ্য হয়ে ঝুলে ঝুলে পৌঁছতে হতো এতো দিন। বর্তমানে এই ক্ষেত্রেও বিশেষ সুবিধা চালু করেছে রেল। জানানো হয়েছে, এবার থেকে শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করে রিজার্ভেশন টিকিট কাটতে চাইলে সেই সুযোগ দেওয়া হবে যাত্রীদের। রেলের তরফে দেওয়া হয়েছে একটি নতুন ডিভাইস। সেটির মাধ্যমে এবার দূরে ভ্রমণের কয়েক মিনিট আগেও অনলাইনে সিট রিজার্ভ করা যাবে। অবশ্য খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে সিট ফাঁকা থাকলে তবেই সম্ভব। 
 
আরও পড়ুন - ফেরৎ পেতে পারেন তৎকাল টিকিটের টাকাও, IRCTC-এর যে নিয়ম অজানা অনেকেরই
 
অনেক সময় দেখা যায় আগে থেকে টিকিট কেটে অনেকেই ভ্রমণের আগে আগে সেই টিকিট বাতিল করেন। সেই ফাঁকা সিটগুলিতে তালিকা মেনে ওয়েটিং থেকে অনেকেই জায়গা পান। তবে এমন অনেক সময় হয় তবুও সিট ফাঁকা যায় কিছু ট্রেনে। অথচ শেষ মুহূর্তে আর রিজার্ভেশন করার অপশন থাকত না এতো দিন। এবার থেকে অনলাইনেই মিলবে সমস্ত নথি। ট্রেনের সিট খালি রয়েছে কিনা সেটাও বলে দেব এই ডিভাইস। সম্প্রতি ৪ টি জোনাল রেলে এই টিকিটিং সিস্টেম চালু করেছে রেল। এতে যে যাত্রীদের বিরাট সুবিধা হবে তা অবশ্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। চারটি জোন থেকে শুরু করে ক্রমেই সবকটি জোনেই এই পরিষেবা শুরু হতে চলেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
 
ওয়েস্টার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ের মতো চারটি জোন ছাড়াও নর্থ রেলওয়েতেও এই পরিষেবা চালু হতে চলেছে সম্প্রতি। অভিনব এই ডিভাইসটির নাম HHT অর্থাৎ Hand Held Terminal। আপনার মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে সহজেই এই নয়া পেজে গিয়ে নির্দিষ্ট ট্রেনে কখন কতগুলি সিট ফাঁকা আছে জানা যাবে। কোনও যাত্রী ট্রেনের টিকিট বাতিল করলে তাহলে আসনটি পেয়ে যেতে পারেন আপনি।
 
প্রসঙ্গত, এখনও পর্যন্ত মোট ৪২,৩০০টি ডিভাইস চালু করেছে রেল। TTE দের কাছে রয়েছে এই পরিষেবা। এটি সরাসরি রেলওয়ে সার্ভারের সঙ্গে যুক্ত থেকে কাজ করে বলেই জানা গিয়েছে। আপাতত ৪টি জোনে এরকম টিকিট দেওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে। তবে আগামী বছরের মধ্যে সেন্ট্রাল রেলওয়ে, নর্থ রেলওয়ের যাত্রীদের জন্যও চালু হবে পরিষেবা।

More Articles