একচেটিয়া শুল্ক আরোপ করলেন ট্রাম্প? কোন দেশের জন্য কী পরিমাণ শুল্ক?

Trade Deal: ট্রাম্প বলেছেন, পাকিস্তানের তৈলভান্ডারের উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে।

২ এপ্রিলকে 'লিবারেশন ডে' নামে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে বিভিন্ন দেশের উপর 'প্রতিশোধমূলকে' শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। তবে সেই শুল্কহার নিজেই কয়েকটি দেশের উপর একাধিকবার বদলও করেছেন। সব শেষে ১ অগাস্ট ৯০টিরও বেশি দেশের উপর নতুন শুল্কহার চাপালেন ট্রাম্প। এরপর বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, সর্বনিম্ন ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি।

ট্রাম্প বলেছিলেন, আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্কহার কমানো যেতে পারে। তবে যদি কেউ পাল্টা ব্যবস্থা নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ব্রিটেন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া-সহ শুধুমাত্র কিছু দেশের সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাম্পের নতুন শুল্কহার–

১০ শতাংশ– ব্রাজিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ব্রিটেন এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য সব দেশ

১৫ শতাংশ– আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ইকুয়েডর, নিরক্ষীয় গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউই, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউ গিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, ভানুয়াতু, ভেনিজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে

১৮ শতাংশ– নিকারাগুয়া

১৯ শতাংশ– কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন

২০ শতাংশ– বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনাম

২৫ শতাংশ– ব্রুনাই, ভারত, কাজাখস্তান, মলদোভা, তিউনিসিয়া

৩০ শতাংশ– আলজেরিয়া, বসনিয়া এবং হার্জেগোভিনা, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা

৩৫ শতাংশ– ইরাক, সার্বিয়া

৩৯ শতাংশ– সুইজারল্যান্ড

৪০ শতাংশ– লাওস, মিয়ানমার

৪১ শতাংশ– সিরিয়া।

আরও পড়ুন- দোস্তি বনি রহে

ভারত

ভারতের উপর ২৫ শতাংশ শুল্কহার আরোপ করেছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভাল হওয়ায় অসন্তুষ্ট তিনি।উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও তেল কেনে ভারত। এটিই ট্রাম্পের মাথাব্যথার কারণ। রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত জরিমানাও আরোপ করেছেন ট্রাম্প।  

পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।পাকিস্তানের উপর শুল্কের হার কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে লেখা হয়েছে, পাকিস্তানের রেডিমেড পোশাকের অন্যতম বড় বাজার আমেরিকা। এত দিন পাকিস্তানকে এ ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্দ্বিতা দিত ভারত এবং বাংলাদেশ। কিন্তু এবার পাকিস্তানের উপর কম শুল্ক আরোপ করায় প্রতিযোগিতায় পাকিস্তানই জিতবে। ৩১জুলাই আবার বিদেশি ডিজিটাল পরিষেবার উপর থেকে ৫ শতাংশ কর প্রত্যাহারের ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্লেষকদের একাংশের মত, ওয়াশিংটনকে বার্তা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পর দিনই ১ অগাস্ট পাকিস্তানের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউস।

ট্রাম্প বলেছেন, পাকিস্তানের তৈলভান্ডারের উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে কাজ করবে। শুধু তাই নয়, পাকিস্তান কোনো এক দিন ভারতকেও তেল বিক্রি করবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।

বাংলাদেশ

বাংলাদেশের উপর আরোপিত শুল্ক গত কয়েক মাসে অন্তত দু'বার বদলানো হয়েছে। এপ্রিলের শুরুর দিকে ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছিল। এরপর জুলাইতে তা কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। সব শেষ তা আরও কমিয়ে এখন ২০ শতাংশে এসে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আরও কিছুটা শুল্ক হ্রাস হতে পারে বলে ভেবেছিলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে ঢাকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানিয়েছেন । তবে গুরুত্বপূর্ণ হল, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের জন্য বাংলাদেশি পণ্যের উপর আগে থেকেই ১৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল, যা এবার বাড়বে।

আরও পড়ুন- দিতে হবে ২৫% শুল্ক! বন্ধুত্বের এই দাম দিলেন ট্রাম্প?

ব্রাজিল

একদিনের মধ্যেই ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে দেশটির শুল্কহার অনেক বেশি হারে বাড়তে চলেছে। জুলাইয়ের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন ব্রাজিলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল। ওয়াকিবহাল মহল বলছে, ট্রাম্প মিথ্যে দাবি করেছিলেন, তখন তাদের বহু মিলিয়ন ডলারের উদ্বৃত্ত ছিল। দাবি করা হচ্ছে, ট্রাম্প তাঁর মিত্র, সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারের প্রতিশোধ নিতে চড়া শুল্ক আরোপ করেছেন।

কানাডা

কানাডার উপরও বেশ কয়েকবার শুল্কহার বাড়া-কমার পর শেষে তা বাড়িয়েই দেওয়া হয়েছে।কানাডার উপর পাল্টা শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, সম্প্রতি কানাডা জানিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। বহুদিন ধরেই কানাডা আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, 'দ্বি-রাষ্ট্র সমাধান'-এ সম্মতি জানিয়ে আসছিল। তবে এবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, "এখন আর এই পন্থা কার্যকর নয়।" তাঁর কথায়, "একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের সম্ভাবনা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।" এই ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা "খুব কঠিন" হয়ে পড়বে।

চিন

চীনের উপর একাধিকবার শুল্ক বাড়ানোর পর, তা আবার কমানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাদের আলোচনা চলছে। আগামী ১২ অগাস্ট পর্যন্ত নতুন শুল্কনীতি নিয়ে আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রাম্পের নতুন শুল্কহার বাণিজ্যের থেকে বেশি রাজনৈতিক সিদ্ধান্ত। বিভিন্ন দেশের শুল্ক আরোপের জন্য নিজের দেশেই আইনি বাধার মুখে পরেছিলেন ট্রাম্প। রাজনৈতিক সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার বিশ্বের নানা দেশ থেকে পণ্য আমদানিকারক পাঁচটি ক্ষুদ্র ব্যবসায় মামলা দায়ের করেছিলো। মামলাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের 'লিবারেশন ডে' ট্যারিফের বিরুদ্ধে। মে মাসের শেষে যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয়, জরুরি আইনের কথা বলে হোয়াইট হাউজ সুবিধে মতো শুল্ক আরোপ করেছে। আরও বলা হয়েছিল, আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব কটি দেশের পণ্যে শুল্ক চাপানোর অধিকার দেয় না। তবে একদিন পরেই এই রায় বাতিল হয়ে যায়।

More Articles