আজকের নয়, ইতিহাস রয়েছে ভাইব্রেটারেরও
History of Vibrator Premium : মেয়েরাও সেই যৌনতৃপ্তি নিজের মধ্যেই খুঁজে বেড়ায়। অত্যন্ত স্বাভাবিক সেই প্রবৃত্তির অস্ত্র? ভাইব্রেটর!
মানুষের জীবনে কাঁপুনির নানা প্রকারভেদ, আর তার সঙ্গে জুড়ে আছে ভয়। জ্বর এলে কাঁপুনি, পরীক্ষার আগে কিংবা পরে, নম্বর কম পেলে আরেক কাঁপুনি। কিংবা ধরুন, ঘুরঘুট্টি অন্ধকার ঘরে, একদম একা বসে থাকতে থাকতে ‘তেনাদের’ ভয়ে থরহরি কম্প। একপ্রকার ‘কম্পনের’ পৃথিবীতেই বসবাস করছি আমরা। কিন্তু সব কম্পনের অনুভূতি যে ভয়ের হবে, তা নয়। মানুষের জীবনে যৌনতার অনুভূতি একেবারে স্বচ্ছ, স্বাভাবিক একটা বিষয়। যৌনতৃপ্তিতে উদ্ভাসিত হতে কে না চায়! সবসময় যে সঙ্গীর প্রয়োজন, তাও নয়। বয়ঃসন্ধির পর শরীর ও মনের অজস্র পরিবর্তন আসে। সেই ‘অজানা’কে জানার স্পৃহা প্রত্যেক মানুষের মধ্যেই হয়। সেখান থেকেই আসে নিজেকে নিজে তৃপ্তি দেওয়া। চরম সুখের অনুভূতি নিজের মধ্যেই খোঁজার চেষ্টা; আর সেখান থেকেই আসে হস্তমৈথুনের প্রসঙ্গ। স্বমেহনের এই ধারা আজ থেকে নয়, তার কথা জানতে গেলে অনেক পেছনে ফিরে যেতে হয়। কেবল ছেলেরা নয়, মেয়েরাও সেই যৌনতৃপ্তি নিজের মধ্যেই খুঁজে বেড়ায়। অত্যন্ত স্বাভাবিক সেই প্রবৃত্তির অস্ত্র? ভাইব্রেটর! ভাইব্রেটর – অর্থাৎ যা কিনা একটা যন্ত্র। অত্যন্ত সামান্য এই যন্ত্রই তৈরি করে কম্পন, আর সেই কাঁপুনি রন্ধ্রে রন্ধ্রে অনুভব…
