গুজরাটে ভেঙে পড়ল লন্ডনগামী বিমান! বহু মৃত্যুর আশঙ্কা

Air India Plane: বিমানটিতে অন্তত ২৪২ জন যাত্রী ছিলেন। উড়ানের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বড় বিমান দুর্ঘটনা গুজরাটে। আহমেদাবাদে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শাহিবাগের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে। বিমানটিতে অন্তত ২৪২ জন যাত্রী ছিলেন। এটি ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ যাত্রীবাহী বিমান। ৩০০ জন যাত্রী ধারণক্ষমতার এআই১৭১ বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাই যাত্রার জন্য প্রচুর জ্বালানি ছিল ওই বিমানে। উড়ানের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে। 

আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শাহিবাগের মেঘানিনগর এলাকায় লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। কানফাটা শব্দ পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

এখনও মৃত্যু বা আহতের সংখ্যা নির্দিষ্টভাবে না পাওয়া গেলেও বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার বিষয় উল্লেখ বলা হয়েছে যে, বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমান দুর্ঘটনাটি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। সমস্ত রকমের কেন্দ্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডু এক্স-এ পোস্ট করেছেন, “আমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক, মর্মাহত। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আমি নিজে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সমস্ত বিমান চলাচল ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে দ্রুত যৌথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দলগুলিকে মোতায়েন করা হয়েছে, এবং ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালানো হচ্ছে। বিমানে থাকা যাত্রী ও এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। উদ্ধারকাজ চলছে, তবে ধোঁয়া ও আগুনের কারণে কাজে বাধা পড়ছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন ইনস্ক্রিপ্টে। 

More Articles