অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী! মোহন ভাগবতের মন্তব্যে জল্পনা
Narendra Modi : সেখানে মোরোপন্তের জীবনের নান কথা প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, মোরোপন্ত একবার বলেছিলেন ৭৫-এর শাল গায়ে পড়লে, আপনার থেমে যাওয়া উচিৎ।
অবসর নিতে চলেছেন নরেন্দ্র মোদী? ফের জল্পনা উস্কে দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়ে অবসরের বয়স নিয়ে মন্তব্য করেছেন আরএসএস প্রধান। যদিও কারোর নাম নেননি তিনি, তবে বলেছেন ৭৫ বছর বয়সের পর সরে দাঁড়ানো উচিৎ। আর তাতেই শুরু হয়েছে জল্পনা। কারণ আগামী সেপ্টেম্বর মাসে ৭৫-এ পা দেবেন নরেন্দ্র মোদী।
ঠিক কী বলেছেন মোহন ভাগবত? বুধবার আরএসএস-এর প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনের উপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে মোরোপন্তের জীবনের নানা কথা প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, “মোরোপন্ত একবার বলেছিলেন ৭৫-এর শাল গায়ে পড়লে, আপনার থেমে যাওয়া উচিৎ। তার মানে আপনার বয়স হয়েছে। সরে যান। আমাদের কাজ করতে দিন।”
মোহন ভাগবতের এই মন্তব্যের পর বিরোধীদের কটাক্ষ, সঙ্ঘ আসলে মোদীকেই অবসরগ্রহণের বার্তা দিয়েছে। মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ভব ঠাকরে)-র সঞ্জয় রাউত অতীতের কথা টেনে বলেছেন, "৭৫ বছর বয়সের পর লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, যশবন্ত সিংহদের অবসর নিতে বাধ্য করেছিলেন মোদী। এখন দেখা যাক, উনি নিজে সেই পথ অবলম্বন করে কি না।"
আরও পড়ুন- WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও
গত মার্চেও সঞ্জয় দাবি করেছিলেন যে, নরেন্দ্র মোদী অবসর নিতে চলেছেন। সেই সময় নাগপুরে আরএসএস-এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সঞ্জয়ের দাবি ছিল, গত ১০-১১ বছরে মোদী সঙ্ঘের দফতরে আসেননি। তাই অবসর নেওয়ার বিষয়েই কথা বলতে গেছেন তিনি। কিন্তু তখন সেরকম কিছু ঘটেনি। বিজেপিও নরেন্দ্র মোদীর অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছে বারবারই। এমনকি গত লোকসভা নির্বাচনের সময়ও এই জল্পনা তৈরি হয়েছিল যে, এবার হয়তো মোদীকে মুখ করে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা হবে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, নরেন্দ্র মোদী ৭৫-এ অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই। এমনকি ২০২৯-এর নির্বাচনেও মোদীই দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছিলেন অমিত শাহ।
যদিও ২০১৯ সালের নির্বাচনী প্রচারের সময় দ্য উইককে অমিত শাহ জানিয়েছিলেন, “বিজেপি ৭৫ বছরের বেশি বয়সিদের প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের টিকিট দেওয়া হয়নি। এটি দলের সিদ্ধান্ত।” রাজনাথ সিং বিজেপি সভাপতি থাকাকালীন ৭৫ বছরের বেশি বয়সিদের টিকিট না দেওয়ার নিয়ম চালু হয় বলে রাজনৈতিক মহলে প্রচলিত। এই বিষয়ে রাজনাথ সিং সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে জল্পনার সময় বলেছিলেন, “এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি দলের সভাপতি ছিলাম এবং আমি জোর দিয়ে বলছি যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে তা দলীয় গঠনতন্ত্রে উল্লেখ করা হত।”
তাহলে কি লালকৃষ্ণ আডবাণী, মুরোলীমোহন-এর ক্ষেত্রে আলাদা নিয়ম আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আলাদা? নাকি তাঁদের পথই অনুসরণ করে অবসরগ্রহণ করবেন মোদী! সেই জল্পনায় উস্কে দিয়েছেন মোহন ভাগবত? যদি তাই হয়, মোদী যুগের অবসান ঘটিয়ে কার উত্থান হবে এবার পদ্মশিবিরে? এবার কি তবে যোগী যুগ শুরু হতে চলেছে!