সাংবাদিক কি সাহিত্যিক হতে পারে : সুমন চট্টোপাধ্যায়
Gour Kishore Ghosh & Santosh Kumar Ghosh: বাংলা সাংবাদিকতা ও গদ্য-সাহিত্যের দুই দিকপাল সন্তোষকুমার ঘোষ আর গৌরকিশোর ঘোষের জীবনালেখ্যর প্রেক্ষাপটে মরমী আলোচনা। তাঁদের একলব্যের কলমে।
সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমাতুর হয়ে লিখেছিলেন, ‘কেউ কথা রাখে না।’ তার সঙ্গে আমি যুক্ত করতে চাই, কেউ মনেও রাখে না। আজ থেকে ষোলো বছর আগে, ইজরায়েলের জেরুজালেমে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রশ্ন করেছিলাম, "ইতিহাস আপনাকে কীভাবে মনে রাখবে বলে মনে হয়।" চোখের পলক পড়ার আগেই তিনি উত্তর দিয়েছিলেন, "দূর ইতিহাস আবার কাউকে মনে রাখে নাকি! তুমি কি সম্রাট আকবরকে মনে রেখেছ?" সংক্ষেপে তার মানে আমরা নিত্যদিন কেবল একটি বহুশ্রুত ইংরেজি প্রবচনকেই প্রতি মুহূর্তে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করে চলেছি। আউট অব সাইট, আউট অব মাইন্ড। জানতে ইচ্ছে করে, আজ যারা হাতে বুম নিয়ে দিগ্বিদিকশূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা মোসাহেব সেজে টেলিভিশন ক্যামেরার সামনে বসে বসে রাজা-উজির মারছে, কিংবা খবরের কাগজের অফিসে বসে ঘাড় গুঁজে অন্যের লেখা মার্জনা করছে, তাদের মধ্যে কতজন এই দু’জন পথদ্রষ্টার নামটুকু পর্যন্ত জানেন। আমাদের বঙ্গসমাজের ইন্টারনেট শাসিত তরুণদল, আমাদেরই আত্মজ, তাদের আমি ঠিক চিনতে পারিনা, ওরা সত্যিই অকারণে চঞ্চল, কেবলই চলতি হাওয়ার পন্থী, মনে হয় অনেক দূরে এক প্রকাণ্ড পায়ে-বাবলে বন্দি। বাঙালি বাবু-বিবি, শিল্পী- কলাকুশলী, বিদ্বজ্জন সবাই যেন…
