টেক্সাসে ভয়াবহ বন্যায় নিখোঁজ ২৭! কেন এত বড় বিপর্যয়?

Texas flood : ক্ল্যাম্পটি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকেই প্রায় ২৩-২৫ জন মেয়ে নিখোঁজ।

বন্যায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস। ১৫ জন শিশু-সহ অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে বেশির ভাগই তরুণী। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার ভোরে বন্যার কেন্দ্রস্থল কের কাউন্টিতে আচমকা হরপা বানের জেরে এই পরিস্থিতি তৈরি হয়। কাউন্টি আসন কেরভিলের সিটি ম্যানেজার ডাল্টন রাইসও সাংবাদিকদের বলেন, গুয়াদালুপে নদীর জল দ্রুত বিপদসীমার উপরে উঠে গিয়েছিল।

৩ জুলাই রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। টেক্সাসের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার সময় সেখানকার গুয়াডালুপে নদীর জল ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়। তখন প্রায় অনেকেই ঘুমাচ্ছিলেন।
৪ জুলাই ছুটি উপলক্ষে ক্যাম্পে ভিড়ও ছিল প্রচুর। তাদের মধ্যে অনেকেই নিখোঁজ। ক্যাম্পে প্রায় সাড়ে সাতশ জন ছিলেন। হেলিকপ্টার, হাই প্রোফাইল ট্যাকটিক্যালর সাহায্য নিয়ে উদ্ধার কাজ চালানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কের কাউন্টি থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শেরিফের কার্যালয় জানিয়েছিল।

আরও পড়ুন- Trump Big beautiful bill: ট্রাম্পের নতুন বিগ বিউটিফুল বিল কী?

ক্যাম্প মিস্টিক একটি প্রাইভেট ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প। ১৯২৬ সালে কেরভিলের ১৮ মাইল উত্তরপশ্চিমে এই ক্ল্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়েছিলো। ক্ল্যাম্পটি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকেই প্রায় ২৩-২৫ জন মেয়ে নিখোঁজ। বন্যায় ওই অঞ্চলের টেলিযোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ফলে লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে।

টেক্সাস লেফটেন্যান্ট গভর্নর ডান প্যাট্টিক বিবিসি রেডিও ফোরের অনুষ্ঠানে বলেছেন, ২৭ জন এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১২ বছরের কম। ক্যাম্পের যেসব ছবি সামনে এসেছে, তাতে বন্যার ভয়াবহতা বোঝা যাচ্ছে। কম্বল, ম্যাট্টেস, টেডি বিয়ার-সহ অন্যান্য সব কিছুই জলে ভেসে গিয়েছে।

অভিভাবকরা সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাঁদের শিশুদের মৃত্যুর কথা জানিয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিবিসি-কে জানান, উদ্ধারকাজে সহযোগিতার জন্য ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আরও পড়ুন-India-US trade: ট্রাম্পের বাণিজ্য চুক্তি! কেন সমস্যায় ভারত?

টেক্সাসবাসী লোরেনা গিলেনের বাড়ি ও রেস্তোরার অস্থিত্ব প্রায় নেই। তিনি জানান, একটি পরিবারের পাঁচজন ভেসে গিয়েছেন। বাঁচার জন্য গাছ আঁকড়ে ধরেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি। উদ্ধারকারীরাও তাঁদের কাছে পৌঁছতে পারেননি।

টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে, নদী তীরবর্তী এলাকায় বিপদের সম্ভাবনা রয়েছে।

More Articles