জাপান রাশিয়া মার্কিন মুলুকে সুনামি সতর্কতা|| এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

Tsunami : মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে এটিকে রিখটার স্কেলে ৮.০ মাত্রার ভূমিকম্প হিসেবে রিপোর্ট করলেও পরে তা সংশোধন করে ভূমিকম্পের মাত্রা ৮.৮ বলে জানানো হয়।

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, তার পরেই সংলগ্ন বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষকে সরানোর নির্দেশ দেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে এটিকে রিখটার স্কেলে ৮.০ মাত্রার ভূমিকম্প হিসেবে রিপোর্ট করলেও পরে তা সংশোধন করে ভূমিকম্পের মাত্রা ৮.৮ বলে জানানো হয়।

ইতোমধ্যে কামচাটকার কিছু অংশে ৪ মিটার (প্রায় ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সের্গেই লেবেদেভ। তিনি উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার জন্য বাসিন্দাদের বার্তা দিয়েছেন।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আলাস্কার উপকূলীয় এলাকার জন্য সতর্কতা জারি করেছে, হাওয়াইতে সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, “সুনামি বারবার আঘাত হানবে। সতর্কতা না ওঠা পর্যন্ত উপকূলের কাছে যাবেন না।”

জাপানে উপকূলবর্তী এলাকা থেকে মানুষ সরানোর সময় বিশৃঙ্খলার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জাপান টাইমসের খবর অনুযায়ী, মিয়ে প্রিফেকচারের কুমানো শহরে আশ্রয়শিবিরে যাওয়ার পথে এক পঞ্চাশোর্ধ্ব নারীর গাড়ি খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

হাওয়াইতে সুনামি সতর্কতার মধ্যে বিমান ওঠানামা ব্যহত। হাওয়াইয়ের রাজধানী হনোলুলুগামী একাধিক উড়ান বিলম্বিত। কিছু উড়ান স্থানান্তরিত, কিছু বাতিল হয়েছে। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বললেন, ‘এখনও বড় ঢেউ দেখা যায়নি’ রাশিয়ার উপকূলে বিশাল ভূমিকম্পের পর হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে সুনামি আছড়ে পড়তে পারে।                                            

                                                                                      আরও পড়ুন-

 নেপালের তাণ্ডবলীলা থেকে সুমাত্রার বিধ্বংসী সুনামি, যে ভয়াবহ ভূমিকম্পগুলি কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে

ক্যালিফোর্নিয়ার অ্যারেনা কোভে ১.৬ ফুট ঢেউ, সুনামি উপকূলের দিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অ্যারেনা কোভে স্বাভাবিকের চেয়ে ১.৬ ফুট উঁচু ঢেউ লক্ষ্য করা গিয়েছে। এনডব্লিউএস-এর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, বুধবার, ৩০ জুলাই ভোর ১২:৩০-এর মধ্যে প্রথম ঢেউ বে এরিয়ার পশ্চিম উপকূলে পৌঁছতে পারে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, সুনামি-আক্রান্ত অঞ্চলের নাগরিকরা বুধবার সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবেন না। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, ওহাউ দ্বীপের হালেইওয়া বন্দরে সমুদ্রের জল ২০ থেকে ৩০ ফুট (৬ থেকে ৯ মিটার) পিছিয়ে গেছে, যা সুনামি আসার স্পষ্ট লক্ষণ। সিএনএন-এর একটি রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক সুনামি ঢেউ আলাস্কায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোও আগামী কয়েক ঘণ্টার মধ্যে সম্ভাব্য আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, “হাওয়াইয়ে এখন সুনামি ঢেউ আঘাত হানছে।” তারা সতর্ক করে বলেছে, “জীবন ও সম্পত্তি রক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত।”

রাশিয়ার সাখালিনে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত আরআইএ নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ভূমিকম্পের কারণে সাখালিনের স্থানীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে সুনামি ঢেউ বন্দর শহরে বন্যার সৃষ্টি করেছে।

এনডব্লিউএস-এর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার উপকূলে সুনামি ঢেউ বুধবার ভোর ১২:১৫ থেকে ১২:৩০-এর মধ্যে পৌঁছাতে পারে।

জাপানের হামানাকায় ৬০ সেমি ঢেউ জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, উত্তর হোক্কাইডোর হামানাকা শহরে এবং ইওয়াতের কুজি বন্দরে ৬০ সেন্টিমিটার (২ ফুট) উচ্চতার সুনামি পৌঁছেছে, যা আগের ৫০ সেন্টিমিটার ঢেউয়ের তুলনায় বৃদ্ধি।

‘উপকূল থেকে দূরে থাকুন, সুনামি একক ঢেউ নয়’ মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জনসাধারণকে সতর্ক করে বলেছে, “সুনামি একটি ঢেউ নয়, এটি বিপুল পরিমাণ জলের একটি ধারাবাহিক ঢেউ। উপকূলে ছবি তুলতে যাবেন না।”

বিভিন্ন দেশে সুনামি সতর্কতা, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্ছেদ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প—ইতিহাসের অন্যতম শক্তিশালী—রাশিয়ার উপকূলে আঘাত হানার পর জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সুনামি সতর্কতা ও উচ্ছেদের নির্দেশ জারি হয়েছে।

জাপানে ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার পর্যন্ত প্রাথমিক সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে তড়িঘড়ি লোক সরানোর নির্দেশ জারি হয়েছে। ২০১১ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ জনসাধারণকে সমুদ্র সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

চিনে সুনামি সতর্কতা, টাইফুনের সম্ভাবনা। চিনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সুনামি সতর্কতা কেন্দ্র সাংহাই ও ঝেজিয়াং প্রদেশ সহ পূর্ব উপকূলের কিছু অংশে ০.৩ থেকে ১ মিটার (১ থেকে ৩ ফুট) ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-

ঘুরতে ঘুরতে যদি একদিন উল্টে যায় পৃথিবী! জানেন, ঠিক কী কী ঘটবে আপনার সঙ্গে?

রাশিয়ার সেভেরো-কুরিলস্কে শক্তিশালী ঢেউ আছড়ে উড়ছে, বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত হযেছে। রাশিয়ার সেভেরো-কুরিলস্ক বন্দর শহরে তিনটি সুনামি ঢেউ আছড়ে পড়েছে। রাষ্ট্রীয় টাস নিউজ এজেন্সি জানিয়েছে, তৃতীয় ঢেউটি ছিল “শক্তিশালী”। এই ঢেউ বন্দরের ক্ষতি করেছে এবং বেশ কয়েকটি নোঙর করা জাহাজ ভাসিয়ে নিয়ে গেছে।

জাপানের ইশিনোমাকি বন্দরে ৫০ সেমি ঢেউ। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ১৬টি অন্যান্য স্থানে ৪০ সেন্টিমিটার পর্যন্ত উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে।

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৯ লাখের বেশি বাসিন্দাদের সরানো হয়েছে। জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি হোক্কাইডো থেকে ওকিনাওয়া পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ১৩৩টি পৌরসভায় ৯ লাখের বেশি বাসিন্দার জন্য উচ্ছেদের নির্দেশ জারি করেছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হাওয়াই জুড়ে সুনামি সাইরেন বাজাচ্ছে, যার ফলে শহরের মূল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রাশিয়ার সেভেরো-কুরিলস্কে সুনামি বন্যা রাশিয়ার সেভেরো-কুরিলস্ক বন্দর শহরের কিছু অংশে সুনামি ঢেউ বন্যার সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জল স্থলভাগে প্রবেশ করছে।

ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি। বুধবার বিকেলে ইন্দোনেশিয়ায় ০.৫ মিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে বলে খবর।

সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটের সুনামি পরামর্শ। সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, তারা রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর সুনামি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তারা ক্যালিফোর্নিয়া, মার্কিন পশ্চিম উপকূলের অন্যান্য রাজ্য এবং হাওয়াইয়ে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং উপকূলীয় এলাকা এড়িয়ে উঁচু স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওরেগন ও আলাস্কায় সুনামি সতর্কতা। ন্যাশনাল সুনামি সতর্কতা কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিম উপকূল, কানাডা এবং আলাস্কার কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে।

More Articles