Discard Article

Do you really want to discard the article ?
Submit Article

Once you submit, the story will be produced to our
editor for review
বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী? কী ভাবে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা?
Gujarat Plane Crash : প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও এই বিমানে ছিলেন বলে জানাচ্ছে নেটওয়ার্ক এইট্টিন, যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এই প্রতিবেদন প্রকাশের মুহূর্ত পর্যন্ত।

বুধবার দুপুর ১:৩৮ মিনিট নাগাদ গুজরাটে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এই ফ্লাইটে আনুমানিক ২৩০ জন যাত্রী (২২৮ প্রাপ্তবয়স্ক এবং ২ শিশু) এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন ছিলেন। প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও এই বিমানে ছিলেন বলে জানাচ্ছে নেটওয়ার্ক এইট্টিন, যদিও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এই প্রতিবেদন প্রকাশের মুহূর্ত পর্যন্ত।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিমানটি আমেদাবাদের বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ক্রমে জানা যায় বিমানে বিজয় রূপানি ছিলেন। তিনি তাঁর স্ত্রী অঞ্জলি রূপানির সঙ্গে লন্ডনে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
তাঁর কার্যালয় জানিয়েছে যে তিনি গুরুতরভাবে আহত। যদিও এ বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এয়ার ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য তদন্ত শুরু হয়েছে। জরুরি পরিষেবা, যার মধ্যে ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স রয়েছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গ্রিন করিডর তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, কিছু সূত্রে দাবি করা হয়েছে যে বিজয় রূপানি বিমানে ছিলেন না, তবে যাত্রী তালিকা অনুসারে তিনি বিজনেস ক্লাসে (জেড ক্লাস) ১২ নম্বর যাত্রী হিসেবে বুকিং করেছিলেন।
এক্স প্ল্যাটফর্মে পোস্টগুলিতে এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কিছু পোস্টে প্রায় ১০০ জনের মৃত্যুর দাবি করা হয়েছে, যদিও এখনও কোনও আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার কারণও এখনও স্পষ্ট নয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) তদন্ত শুরু করেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানের সিগনাল ৬২৫ ফুট উচ্চতায় হারিয়ে যায়, ফলে উড়ানের কয়েক মিনিটের মধ্যে দ্রুত ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং উদ্ধারকার্য চলছে।
রূপানির উপস্থিতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে পরস্পরবিরোধী তথ্যই পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। এয়ার ইন্ডিয়া বা সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট এলে তা তুলে ধরা হবে।
কলকাতার তলপেট মস্তানির একাল সেকাল
ধোঁয়াটে ক্রিক রো-র ঝলমলে জলসা! কলকাতা কাঁপাত মস্তান ভানু বোসের কালীপুজো
"Awsome! Author inscript will view your appreciation"
Applause with Google Applause with Facebook Continue with General Login
Your purchase could not be completed
We received error when attempting to authorize your payment from razar pay. But don't worry our team will be in touch with you shortly

Congratulations!
You have unlocked “বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী? কী ভাবে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা?” just now. Read it anytime in next 30 days