কেন দীপক ঘোষের বইয়ে নিষেধাজ্ঞা জারি করল আদালত?
Dipak Ghosh Book: তৃণমূলে থাকাকালীনই দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'যেমন দেখেছি'-শীর্ষক বইটি লিখেছিলেন। তৃণমূলের দাবি, সম্পূর্ণ ভুল ও মিথ্যে তথ্যের ভিত্তিতে বইটি লেখা হয়েছে। এর কারণে কালিমালিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী...
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বইটি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বারাসত আদালত৷ বইটিতে মানহানিকর তথ্য তুলে ধরা হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল আগেই। এবার বইয়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিল বারাসত আদালত। কেন দীপক ঘোষের বইয়ে নিষেধাজ্ঞা?
২২ জুলাই আদালত নির্দেশে দিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তাই বইটির প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনো অংশ সোশাল মিডিয়া বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বইয়ের উদ্ধৃতিগুলি ছড়িয়ে পড়েছে সেগুলোর প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের লেখা বইটি নিয়ে আগেও তুমুল বিতর্ক হয়েছে। অভিযোগ, বইটিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'মানহানিকর' তথ্য লেখা হয়েছে। সম্প্রতি এই অভিযোগ নিয়ে বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ নাগ বারাসত জেলা আদালতে মামলা করেছেন। সেই মামলার প্রেক্ষিতেই ২২ জুলাই বারাসত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের (ফাস্ট কোর্ট) বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দিয়েছেন।
তৃণমূলে থাকাকালীনই দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 'যেমন দেখেছি'-শীর্ষক বইটি লিখেছিলেন। প্রকাশনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বইটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। তবে আগেও বহুবার, বইয়ে মুখ্যমন্ত্রীর নামে ব্যক্তিগত কুৎসা রটানোর অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতারা।
তৃণমূলের দাবি, সম্পূর্ণ ভুল ও মিথ্যে তথ্যের ভিত্তিতে বইটি লেখা হয়েছে। এর কারণে কালিমালিপ্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা এই বইটিকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলছে।
বইটি প্রকাশিত হওয়ার আগেই বইয়ের উদ্ধৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই বিতর্কের সৃষ্টি। বারাসত আদালতের এই রায়ে সেই বিতর্কে আপাতত দাঁড়ি পড়লেও এখন দেখার বই নিয়ে পরবর্তী কী নির্দেশ দেয় আদালত।