Meta: কেন ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করল মেটা?

Meta : যাঁরা ক্রেডিট ছাড়া অন্যদের কনটেন্টে নিজের নামে চালান তাঁদের ফেসবুকে থেকে অর্থ উপার্জন করার পথ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সংস্থাটি।

চলতি বছরে ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। একটি ব্লগ পোস্ট করে সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে। কেন ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করেছে মেটা?

কনটেন্ট নির্মাতাদের মৌলিক পোস্টের গুরুত্ব বাড়াতে নতুন নীতি চালু করছে তারা। সংস্থাটির লক্ষ্য- স্প্যামিং এবং কপি করা কনটেন্ট বন্ধ করা। মেটা ঘোষণা করেছে, অন্যদের পোস্ট করা ভিডিও, ছবি এবং লেখা ক্রেডিট না দিয়ে পুনরায় পোস্ট করে নিজের নামে চালালে কঠোর পদক্ষেপ নেওয়ার হবে। যেসব অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, ফেসবুককে আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত মৌলিক কনটেন্টেগুলিকেই আরও গুরুত্বপূর্ণ জায়গা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। তারা আরও জানায়, কপি করা কনটেন্টে শনাক্ত করতে এই নতুন ব্যবস্থা এনেছে সংস্থাটি।

সংস্থাটির কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র মৌলিক কনটেন্টেকেই গুরুত্ব দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হল, অন্য কনটেন্ট ক্রিয়েটরদের কনটেন্টে যেন ক্রেডিট না দিয়ে আর ব্যবহার করা না যায়। ক্রেডিট দিয়ে পুনরায় শেয়ার করাকে সমর্থন করলেও, অন্য কনটেন্ট ক্রিয়েটারদের অনুমতি ছাড়া, ক্রেডিট ছাড়া সরাসরি পোস্ট করা মেনে নিচ্ছে না মেটা কর্তৃপক্ষ।

আরও পড়ুন- কেন ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এলন মাস্কের মাথাব্যথা?

যাঁরা ক্রেডিট ছাড়া অন্যদের কনটেন্টে নিজের নামে চালান তাঁদের ফেসবুকে থেকে অর্থ উপার্জন করার পথ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সংস্থাটি। এমনকি পোস্টের ব্যাপ্তিও কমানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মেটা। সংস্থাটি যদি কারো ফেসবুকে কপি করা ভিডিও শনাক্ত করতে পারে, তাহলে মূল কনটেন্টের গুরুত্ব বাড়াতে, কপি করা ভিডিও, লেখা, ছবির রিচ কমিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মূল কনটেন্টের লিঙ্ক নকল করা কনটেন্টের সঙ্গে মিলিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে মেটা।

মৌলিক কনটেন্ট আপলোড করার সময় সঠিক শিরোনাম এবং হ্যাশট্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়েছে মেটা। মৌলিক কনটেন্টের গুরুত্ব বাড়াতে  সম্প্রতি ইউটিউবও নতুন নীতির ঘোষণা করেছে। ইউটিউব কর্তৃপক্ষও তাদের নতুন অর্থ উপার্জন নীতিতে জানিয়েছে, কপি করা কনটেন্ট থেকে অর্থ উপার্জন করা যাবে না।

আশা করা হচ্ছে এটি চালু হলে সোস্যাল মিডিয়ায় নকল করা কনটেন্ট কমবে। উল্লেখ্য, স্প্যাম ও নকল কনটেন্টের বিরুদ্ধে মেটার এই ঘোষণা এমন সময়ে এল যখন সংস্থাটি এআইতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে।

More Articles