বিদেশি ছাত্রভর্তিতে ট্রাম্পের বিধিনিষেধ! আদালতেই হাঁফ ছেড়ে বাঁচল হার্ভার্ড

Harvard: ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে উল্লেখিত তথ্য জমা দিতে পারলেই নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া সম্ভব।

T

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের ভর্তিতে বিধিনিষেধ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিয়ে বিতর্কের আবহে আদালতে মামলা করার কথা ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ৬ দফা শর্ত না মানলে পরবর্তী শিক্ষাবর্ষে দেশের বাইরের কোনো পড়ুয়া ভর্তি নিতে পারবেন না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। এও জানানো হয়েছিল যে, এখন যাঁরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাঁদেরকেও দ্রুত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যেতে হবে। আর তা না হলে তাঁদের ভিসা বাতিল করা হবে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে উল্লেখিত তথ্য জমা দিতে পারলেই নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নেওয়া সম্ভব। বৃহস্পতিবার ২২ মে, এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের ৬ দফা শর্ত -

৬ দফা শর্ত

১. গত পাঁচ বছরে আন্তর্জাতিক ছাত্রদের সাথে জড়িত যে কোনো অবৈধ কার্যকলাপের রেকর্ড,

২. এই ছাত্রদের সহিংস কার্যকলাপের তথ্য,

৩. তাঁদের দ্বারা প্রদত্ত যে কোনো হুমকির রেকর্ড,

৪. এমন যে কোনো প্রমাণ যেখানে তাঁরা অন্যদের অধিকার লঙ্ঘন করেছে,

৫. আন্তর্জাতিক শিক্ষার্থীদের সকল শৃঙ্খলা সংক্রান্ত রেকর্ড,

৬. ক্যাম্পাসে বিক্ষোভের ভিডিও বা অডিও রেকর্ডিং-এ দেখা গেলে

তবে এই শর্ত দেওয়ার পরেও আদতে বিদেশি পড়ুয়াদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করে ধাক্কাই খেতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। শুক্রবারে হার্ভার্ডের পরিচালনা সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার বলেন, সরকারের সিদ্ধান্ত 'বেআইনি ও অযৌক্তিক'। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা আদালতে আইনি পথে হাটছেন।  দেশের বাইরের পড়ুয়াদের ভর্তিতে বিধিনিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বস্টনের ফেডোরেল আদালত।

শুক্রবার ২৩ মে, ক্যালিফর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারপতি জেফ্রি হোয়াইট ট্রাম্প প্রশাসনের আরেক নির্দেশিকা স্থগিত করেছেন। সেটিও যুক্তরাষ্ট্রের বাইরের পড়ুয়াদের ভিসা বাতিল সংক্রান্ত মামলা। ওভাল অফিস জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের যাঁরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পড়েন তাঁদের দ্রুত অন্যত্র ভর্তি নিতে হবে। তা না করা হলে তাঁদের ভিসা বাতিল করা হবে।

উল্লেখ্য, ৩৮৯ বছরের পুরোনো এই বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৭,০০০ পড়ুয়ার মধ্যে এক-চতুর্থাংশ পড়ুয়াই বিদেশি। হোয়াইট হাউস অভিযোগ করেছিল, ইসরায়েল-হামাস সংঘর্ষের আবহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ট্রাম্প বনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লড়াই এখন কোন দিকে যায় তাই দেখার।

More Articles