ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাইছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ! ধুন্ধুমার কাণ্ড বিসিসিআই-তে

BCCI Cricket Coach: ভারতীয় ক্রিকেট দলকে তৈরি করতে চেয়ে আবেদন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের ক্রিকেট টিমের কোচ দরকার। তাই আবেদন চাওয়া হয়েছে নিয়মমাফিক। আর ভারতীয় ক্রিকেট দলকে তৈরি করতে চেয়ে আবেদন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! শুধু রাজনৈতিক এই দুই ব্যক্তিত্ব নন ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হতে চেয়েছেন স্বয়ং বলিউডের বাদশা শাহরুখ খান! শুনতে মহাশ্চর্যের মনে হলেও দেশের ক্রিকেট দলের প্রধান কোচের পদের জন্য বিসিসিআই এমনই প্রায় ৩৪০০টি আবেদন পেয়েছে, সবক'টিই ভুয়ো! গত ২৭ মে ছিল প্রধান কোচের চাকরির জন্য আবেদন করার শেষ দিন। সেই আবেদন তালিকা বাছাই করতে গিয়ে বিসিসিআইয়ের মাথায় হাত!

বিসিসিআই দেখে নরেন্দ্র মোদি, অমিত শাহ, বীরেন্দ্র শেহবাগ, শাহরুখ খান, শচিন তেন্ডুলকার, এমএস ধোনি এবং আরও এমন বিখ্যাত অনেক ব্যক্তিত্বই আবেদন করেছেন। পরে দেখা যায়সমস্ত আবেদনই জাল। বিসিসিআই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের পদের জন্য আবেদন চেয়েছিল। তবে এমন চমকে যাওয়া আবেদন বিসিসিআইয়ের কাছে নতুন কিছু নয়। গতবারও বিসিসিআই বেশ কয়েকটি ভুয়ো আবেদনপত্র পেয়েছিল।

আরও পড়ুন- শংসাপত্র দিয়ে কেবল মুসলিমদেরই ওবিসি করা হয়েছে? শেষ দফার আগে যে তাস খেলছেন মোদি

বিসিসিআইয়ের সূত্র বলছে, প্রতিবার এই উটকো সমস্যা এড়াতে এবার অন্য পদ্ধতিতেই হাঁটবে তারা। আসলে আবেদনের প্রক্রিয়াটি সকলের জন্যই উন্মুক্ত। ফলে আবেদনের ফর্মটি সহজেই যে কেউ ভরতে পারেন। বিসিসিআই-এর ওয়েবসাইটে গেলেই তা পাওয়া যায়। এই হয়রানি থেকে বাঁচতে এবার অন্য পন্থা নিতে চলেছে কর্তৃপক্ষ।

২০২২ সালে যখন বিসিসিআই প্রধান কোচের পদের জন্য আবেদন চেয়েছিল, তখন ভুয়ো আবেদন পাওয়া গেছিল প্রায় ৫০০০! সকলেই সেলিব্রিটিদের নাম ব্যবহার করে আবেদন করেছিল কোচের পদের জন্য। বিসিসিআই তখন আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মেল করতে বলেছিল, এবার বিসিসিআই গুগল ফর্ম ব্যবহার করেছে।

এবার যিনি কোচ নির্বাচিত হবেন, তিনি দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালের ৫০-ওভারের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চলেছেন।

কে হবেন ভারতীয় ক্রিকেট দলের আগামী কোচ? শোনা যাচ্ছে, কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার তালিকায় অন্যতম পছন্দের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ কেকেআর দলের পরামর্শদাতা ছিলেন গম্ভীর।

More Articles