৩ নম্বর জায়গা থেকে সোজা ১০-এ! বিশ্বকাপের পর এত বড় শাস্তি পেলেন দি মারিয়ারা?

Di Maria Juventus Punishment : সোজা ১০ নম্বরে নেমে এলেন দি মারিয়ারা! কিন্তু কী এমন হল, যে এত বড় শাস্তির মুখে পড়তে হল?

মাত্র একমাস আগেই বিশ্বকাপ জিতে এসেছেন তিনি। কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে তাঁর চোখ ধাঁধাঁনো গোল, সেলিব্রেশনের পর কান্নায় ভেঙে পড়া, বিশ্বকাপ হাতে নিয়ে শিশুর মতো উচ্ছ্বাস – সবকিছুই দেখেছে বিশ্ব। আর্জেন্টিনা তো বটেই, বর্তমান ফুটবল দুনিয়ার আক্রমণ ভাগের অন্যতম সেরা ফুটবলার তিনি। কথা হচ্ছে অ্যাঞ্জেল দি মারিয়াকে নিয়ে। বিশ্বকাপ জেতার পর ক্লাব ফুটবলেও ফিরে গিয়েছেন তিনি। আর তারপরেই নেমে এল চরম দুঃসময়। ফুটবল আদালতের শাস্তির কোপ নেমে এল দি মারিয়াদের ওপর। আর তার জেরেই তিন নম্বর স্থান থেকে সোজা ১০ নম্বরে নেমে এলেন দি মারিয়ারা! কিন্তু কী এমন হল, যে এত বড় শাস্তির মুখে পড়তে হল?

আরও পড়ুন : আঠা দিয়ে ফাটা জুতো মেরামত করে ফুটবল খেলা, দি মারিয়ার গল্প হার মানাবে রূপকথাকেও

এমনিতে ফাইনালের দিন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। তার জেরে এখন থেকেই দুশ্চিন্তার মেঘ। এসবের মধ্যেই নতুন করে চাপে পড়লেন দি মারিয়ারা। তবে এবার আন্তর্জাতিক ফুটবল নয়; ক্লাব ফুটবল। ইতালির শীর্ষস্থানীয় দল জুভেন্তাসে খেলছেন দি মারিয়া। একটা সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও এই দলে খেলে গিয়েছেন। একের পর এক রেকর্ড তৈরি করেছে ইতালির সিরি এ-র এই দলটি। তবে সেটিই এখন আদালতের কোপের মুখে। কারণ? আর্থিক বেনিয়ম। সেজন্য ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে জুভেন্তাসের খাতা থেকে।

ইতালির আদালতে জুভেন্তাসের বিরুদ্ধে এই বেনিয়মের মামলা দায়ের করা হয়েছিল। সেখানে বলা হয়, ক্লাবের খেলোয়াড়দের দাম ও বেতনের যাবতীয় হিসেবে গরমিল দেখা গিয়েছে। ট্রান্সফার উইন্ডোতে অন্যান্য ক্লাবের মতো খেলোয়াড় কেনার জন্য নেমেছিল জুভেন্তাস। সেখানে যে ট্রান্সফার ফি দেওয়া হয়েছে, হিসেবে তার থেকে কম দেখানো হয়েছে। সেইসঙ্গে ক্লাবের বেশকিছু খেলোয়াড়দের বেতনেও এমন গরমিল উঠে এসেছে। যারা নতুন, কিংবা সেরকম পরিচিত মুখ নন, তাঁদের ক্ষেত্রেই এটা বেশি করেছে জুভেন্তাস।

তারপরই আদালত পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালায়। সেখানে দেখা যায়, এই অভিযোগ পুরোপুরি সত্যি। শুধু তাই নয়, ইতালির ক্লাবগুলির আর্থিক গরমিলের হিসেবে ৬২টি ট্রান্সফার উঠে এসেছে। তার মধ্যে ৪২টিই জুভেন্তাসের! এরপরই কোপের মুখে পড়ে সিরি এ-র ক্লাবটি। ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের থেকে। উল্লেখ্য, এই মুহূর্তে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল জুভেন্তাস। ১৫ পয়েন্ট কেটে যাওয়ায় ক্লাবটি দশম স্থানে নেমে গিয়েছে।

আরও পড়ুন : বিশ্বকাপ জিতেও স্বস্তিতে নেই মেসিরা, ফিফার ভয়ংকর শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা?

এর ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়া তো দূর অস্ত, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে কিনা জুভেন্তাস, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়। নিয়ম অনুযায়ী, সিরি এ-র প্রথম চারটি ক্লাব সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। বাকি ম্যাচ খেলে কি ফের সেরা চারে উঠে আসতে পারবে জুভেন্তাস? পারবেন কি দি মারিয়ারা? প্রশ্ন দেখা দিয়েছে।

এমনিতেই গত নভেম্বরে আর্থিক বেনিয়মের দায় নিয়ে পদত্যাগ করেছেন জুভেন্তাস বোর্ডের সমস্ত সদস্য। তার আগে, ২০০৬ সালেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুভেন্তাসকে শাস্তির মুখে পড়তে হয়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারির লিগে নেমে যায় দলটি। তারপর ফের এই শাস্তি।

More Articles