কেন ঋতুকালীন পরিচ্ছন্নতা নিয়ে কথা বলা জরুরি?

Managing menstrual waste : ৩০ বছরেরও বেশি সময় ধরে, দক্ষিণ আন্দামানের ওয়ান্ডুর গ্রামের মহিলারা তাঁদের ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন মাটির নিচে পুঁতে দিতেন।

মহিলাদের অত্যন্ত স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া ঋতুস্রাব। কিশোরী থেকে মহিলা কেউই এখনও সেভাবে এই নিয়ে খোলামেলা কথা বলতে পারেন না। তাঁদের মনে নানা প্রশ্ন থাকলেও এই নিয়ে তেমন কথাই বলেন না তাঁরা। ঋতুকালীন পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সচেতন না হলে সংক্রমণের আশঙ্কা থেকে যায়।

২০২২ সালের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, 'স্যানিটারি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া : চ্যালেঞ্জেস অ্যান্ড এজেন্ডা' শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন বের করে। এই প্রতিবেদনে বলে হয়েছে, অ্যাডভোকেসি গ্রুপ মেনস্ট্রুয়াল হাইজিন অ্যালায়েন্স ইন্ডিয়া (MHAI)-এর তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর ১২.৩ বিলিয়নেরও বেশি মহিলা স্যানিটারি প্যাড ব্যবহার করেন। হিসেব করে দেখা গেছে, মাত্র ৩৬% ভারতীয় মহিলা স্যানিটারি প্যাড ব্যবহার করেন। তবে সচেতনতা বাড়িয়ে স্যানিটারি প্যাড-সহ প্রয়োজনীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যদিকে, স্যানিটারি প্যাডের অন্যান্য জটিলতার ঝুঁকিও বাড়ছে।

যেমন, কয়েক দশক আগেই আন্দামনের মহিলারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শুরু করেছেন। তবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার পরও কিছু সমস্যা থেকেই গেছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে, দক্ষিণ আন্দামানের ওয়ান্ডুর গ্রামের মহিলারা তাঁদের ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন মাটির নিচে পুঁতে দিতেন।

স্বচ্ছ ভারত অভিযানের নির্দেশিকায় বলা হয়েছে, স্যানিটারি প্যাডগুলিকে অন্যান্য বর্জ্য থেকে আলাদা করে ফেলা উচিত এবং তারপর তা পুড়িয়ে ফেলা উচিত। তবে, ঋতুস্রাবে সঙ্গে জড়িত সামাজিক বিধির কারণে মহিলারা আলাদা করে স্যানিটারি ন্যাপকিন ফেলেন না। এতে যেমন পরিবেশের ধূষণ বাড়ে, তেমনই সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

দক্ষিণ ফাউন্ডেশন স্থানীয় পঞ্চায়েতের সাথে মিলে একটি কর্মসূচির আয়োজন করে, যা ঋতুকালীন স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতনতা ছড়াতে সাহায্য করবে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয় "সি চেঞ্জ"। এই অনুষ্ঠান নানভাবে মহিলাদের সাহায্য করেছে।

'দক্ষিণ ইয়ুথ আম্বেসেডর'-এর প্রোগ্রামের মাধ্যমে, স্থানীয় গ্রামের মহিলারা নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে অন্যান্য মহিলাদেরও ঋতুকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পারছে। এর আগে অনেক মহিলাই ঋতুস্রাবের কাপড় ব্যবহার করতেন। তবে, পিরিয়ডসের সাথে সম্পর্কিত সামাজিক নিষেধাজ্ঞার কারণে, তাঁরা তাঁদের ঋতুকালীন সময়ে ব্যবহৃত কাপড়গুলি খোলাখুলিভাবে ধোয়া এবং শোকাতে দিতে পারেন না। এর ফলেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

তবে এইসব উদ্যোগগুলির মাধ্যমে মহিলারা এই নিয়ে শুধু কথা বলার সুযোগই পাচ্ছেন না, বরং তাঁরা বিকল্প সম্পর্কেও জানতে পারছেন।

More Articles