ধরার সুবিধের জন্য নয়, জানেন কি প্লাস্টিকের টুলে ছিদ্র থাকার পিছনেও রয়েছে বৈজ্ঞানিক যুক্তি

Plastic stool : প্লাস্টিকের টুলের ঠিক মাঝখানে একটা করে ছিদ্র থাকে, কেনার আগে জেনে নিন আসল কারণ

বাড়িতে যতোই বাহারি ধরনের চেয়ার থাকুক না কেন নিদেনপক্ষে একখানাও প্লাস্টিকের টুল নেই এমন বাড়ি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। নানা রঙের, নানা মাপের একাধিক টুল থাকে প্রতিটি বাড়িতেই। বসার খে তো বটেই এমনকী ছোট খাটো জিনিস রাখা অথবা হাতের নাগালের বাইরে থাকা কোনো জিনিস নিচে নামাতে খুবই উপযোগী টুল। কিন্তু টুল ব্যবহার করার সময় লক্ষ্য করেছেন কি প্রতিটি প্লাস্টিকের টুলেই মাঝখানে একটি নির্দিষ্ট মাপের ছিদ্র থাকে। ছোট বড় সব ধরনের টুলেই কেন এই ছিদ্রটি থাকে? আবার অদ্ভুত বিষয় হল কাঠের টুলে তো ছিদ্র থাকে না, আসুন জেনে নেওয়া যাক কেন এমন বৈপরীত্য।

মূলত বসার কাজে ব্যবহৃত হলেও একটা বড় অংশের মানুষ প্লাস্টিকের তুলে ওপর দাঁড়িয়ে কাজ করেন। তাই টুল যেমন মজবুত হওয়া প্রয়োজন তেমন প্রয়োজন বৈজ্ঞানিক ব্যাখ্যাও। যাতে কাজ করতে গিয়ে বিপদ না হয় সেই কারণেই রাখা হয় মাঝের ছিদ্রটি। অনেকেই মনে করেন, টুল ধরার সুবিধার জন্য ওই ছিদ্রটি রাখা হয় তবে ওটুকুই সব নয়। এটা ঠিকই যে টুলের মাঝখানে ছিদ্রটি থাকে বলে স্থানাতরিত করতে সুবিধা হয় তবে আসল কারণ অন্য।

আরও পড়ুন - স্রেফ বালি দিয়েই তৈরি বিরাট প্রাসাদ! বাংলার এই শিল্পীর সৃষ্টি দেখতেই হাজির কাতারে কাতারে লোক

দোকানে তাকালে দেখা যায়, একের পর এক টুল ওপর ওপর সাজিয়ে রাখা রয়েছে। এই সময় ওই ছিদ্রটি থাকে বলেই টুলগুলিকে বিচ্ছিন্ন করতে সমস্যা হয় না। মাঝের ছিদ্রটি দিয়ে বায়ু চলাচল করতে পারে ফলে অকারণ গায়ের জোরে টেনে হিঁচড়ে আলাদা করার প্রয়োজন পড়ে না টুলগুলিকে। এছাড়াও টুলের ওপর ওঠার সময়ও যতোই মজবুত হোক, একটা বাড়তি চাপ পড়ে। সেই সময়ও ওই ছিদ্রটি থেকে বায়ু চলাচল হয়, ফলে আকস্মিক বিপদের ঝুঁকি এড়ানো যায়। এছাড়াও অল্প পরিমাণে হলে প্লাস্টিক বাঁচে ওই ছিদ্রটির কারণে। যার থেকে মোট প্লাস্টিকের পরিমাণে হেরফের হয়।

প্লাস্টিকের টুলে কেন ছিদ্র থাকে এরকম একটা আজব প্রশ্নে হয়তো প্রাথমিক ভাবে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। কেউ কেউ আবার ভেবেই বসতে পারেন ওটাই ডিজাইন। কিন্তু যেকোনও প্রতিটির পিছনেই যে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, টুলও তার ব্যতিক্রম নয়। রোজকার জীবনে দেদার ব্যবহার করছেন যে টুলটিকে, তার পুঙ্খানুপু্খ হদিশও দিচ্ছে বিজ্ঞানই। তাই এবার থেকে কেনার সময় জেনেই কিনুন আসল কারণ।

More Articles