আবারও নাবালিকা ধর্ষণ! এবার সন্দেশখালি

Sandeshkhali Rape: ১৪ বছর বয়সি এক কিশোরীকে বেশ কয়েক সপ্তাহ ধরে মিজান শেখ নামে এক ব্যক্তি ধর্ষণ করে আসছে।

কলেজের মধ্যে ধর্ষণ, বর্বরতার ঘটনার উত্তেজনা এখনও কমেনি। অভয়াকাণ্ডের একবছরও ঘোরেনি, আবারও কসবায় ছাত্রীর ধর্ষণের ঘটনা রাজ্যের মহিলাদের নিরাপত্তার নগ্ন অবস্থাকেই তুলে ধরে। এবার ১৪ বছর বয়সি এক কিশোরীর ধর্ষণের অভিযোগ উঠল, এবার স্থান সন্দেশখালি! যে সন্দেশখালির মহিলাদের উপর তৃণমূল আশ্রিত নেতাদের নানা ধরনের অত্যাচারের ঘটনা লোকসভা নির্বাচনের আগে সারা দেশের ইস্যু হয়ে উঠেছিল।

ঘটনাটি সন্দেশখালি ০১ ব্লকের আগারহাটির, নজর থানার জিউলিতলা গ্রামের। অভিযোগ, ১৪ বছর বয়সি এক কিশোরীকে বেশ কয়েক সপ্তাহ ধরে মিজান শেখ নামে এক ব্যক্তি ধর্ষণ করে আসছে।

ঘটনাটি সম্পর্কে অবগত তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পাভিন। তিনি জানিয়েছেন, স্থানীয় পুলিশ সুপারের কাছে ঘটনাটি জানানো হয়েছে, নাজাত এবং এসডিপিও অবগত। অভিযুক্ত মিজান শেখ সম্ভবত একজন স্থানীয় ব্যবসায়ী। ভুক্তভোগী ওই কিশোরী লাগাতার এই যৌন অত্যাচারের কারণে এখন হাসপাতালে ভর্তি।

সিরিয়া পাভিন বলছেন, "এই বর্বরতাকে ধিক্কার জানাচ্ছি। এই অপরাধের ক্ষমা হয় না। অপরাধীর শাস্তি চাই। মেয়েটি নাবালিকা। মেয়েটির এবং তার পরিবারের পাশে আছি।" উল্লেখ্য, কসবার ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূলেরই ছাত্র পরিষদের নেতা। 

More Articles