মাদার টেরেসা: কতটা আলো আর কতটা কালো? উন্মোচিত সবটা
Truth of Mother Teresa: মাদারের মৃত্যুর পর, তাঁর ভ্যাটিকান সিটি ব্যাংকে রেখে যাওয়া টাকার পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ৭৫২ লক্ষ কোটি টাকা!
৮ নভেম্বর ১৯৯৪, ইংল্যান্ডের বিবিসি নেটওয়ার্কের চ্যানেল ফোরে প্রকাশিত হয় একটি তথ্যচিত্র, নাম Hell's Angel। ব্রিটেনের প্রখ্যাত লেখক-সাংবাদিক ক্রিস্টোফার হিচেন্সের উপস্থাপনায় ২৪ মিনিটের এই তথ্যচিত্র প্রদর্শনের পরেই বিশ্বের নানা প্রান্তে বিতর্কের ঝড় ওঠে। চোখ কপালে তুলে ফেলেন অনেকে! আর তুলবেন নাই বা কেন, অঙ্ক যে মিলছে না। এতদিন পর্যন্ত সংবাদ মাধ্যম যা দেখিয়ে এসেছে, পাঠ্য বই এবং পত্রিকায় যা পড়ানো হয়েছে, তার সমস্ত হিসাব-নিকেশ ওলটপালট করে দিয়েছিল এই একটি তথ্যচিত্র। এই বিশেষ তথ্যচিত্রে উঠে এসেছিল এমন এক মানুষের অন্ধকার দিক, যা হজম করা সেই সময় কষ্টকর ছিল তো বটেই, খানিক অবিশ্বাস্যও ছিল। আর্তের সেবায় যিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, সেই মাদার টেরেসার চরিত্রের অন্ধকার দিক নিয়েই তৈরি হয়েছিল এই তথ্যচিত্র যা প্রশ্ন তুলে দিয়েছিল, সারা বিশ্বের ক্যাথলিক চার্চের বিরুদ্ধে। খ্রিস্টান মিশনারির আড়ালে জঘন্যতম ব্যবসার হাঁড়ি বিশ্বের হাটে ভেঙে গিয়েছিল। কিন্তু কী এমন ছিল সেই ডকুমেন্টারিতে? তার থেকেও বড় প্রশ্ন, মিশনারিজ অব চ্যারিটির আড়ালে কী এমন ব্যবসা চালাতেন মাদার, যার জেরে শুরু হয়েছিল এই বিতর্ক? মাদার টেরেসার নাম শোনেননি এরকম মানুষ খুঁজে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
