শেয়ার-শেয়ালের ক্যাওড়ামি, কুচকাওয়াজের ফোক নাচনে কাঁপছে আম নাগরিক

Roddur Roy : অগুনতি শেয়ালের চিৎকারে দিগভ্রান্ত হয়ে পোঁদ উল্টে তোমার নগ্ন কোলের আশায় দৌড়তে থাকি অনেকগুলি দেশের বর্ডার বাঁচিয়ে।

আররে বাঁ... পিওর ভুলভাল এ আই কেস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লজেন্সের স্বাদ এই সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে গাঁড়ে গন্ধে প্রবিষ্ট। সেনাবাহিনীর নাক-চোখ কোঁচকান কুচকাওয়াজের সঙ্গে ফোক নৃত্যের ব্যাঙাচি-লাফ পারফর্মেন্সে বছর দশক কেটে যায় শান্তির আশায় নাগরিকের অধিকার খুঁজতে। কেউ কাঁসর ঘণ্টা, কেউ রামের নাম ও কল্পিত জীবন, কেউ কল্পিত কর্পোরেট ভুয়ো কোম্পানির চাষ করে দেশে দেশে মানুষের মগজে নকল বুদ্ধির কল্পিত জগত বানানোর আশায়। আদানি, কাঁচকলানির গণ ক্যালানির শিকার তোমার আমার রক্তকণা জীবনের খোঁজে পাড়ি দেয় মহাকাশ-দেশ-নদীনালা রোজকার কেনাকাটা সম্পর্কের বাল-বিচির ব্যালেরিনা… মৃত্যুর সঙ্গে রক্ত-ফেনা-বীর্য মাখা ক্যাম্প খাটে শুয়ে উজ্জ্বল নক্ষত্রের নীচে নিম্নাঙ্গের ধারা স্নানের পুণ্য জেবনের গনগনে আঁচে শীতলতা সয়ে যায়। শেয়ার বাজারের শেয়ালের সঙ্গে সেদিন দেখা। বিশাল ল্যাজে পাঁচ-সাতটা দেশ খেলাচ্ছে মালটা। লেজের গোড়ায় অণ্ডকোষে নানান পতাকার রঙের বীর্য। পৃথিবীর ভবিষ্যৎ নাগরিকের ভবিষ্যৎ নিয়ে হেঁটে চলে দেশে দেশে পৃথিবীর প্রথম সারির ধনী শেয়াল। যার নকল হুক্কা হুয়ার সঙ্গে ডেকে ওঠে আরও লোভী-ক্ষুধার্ত-হিংস্র-রুগ্ন শিয়াল হাজার শূকরীর প্রসব বেদনায় রক্তস্রাবে ভেসে যাওয়া মহাসাগরের বাল-বাণিজ্য ধরা পড়ে ডিজিটাল সেন-সেক্স অ্যা-পিলে…। হাগু পায় বাজারি…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles