জানেন ইন্টারনেট কানেকশন ছাড়াই কীভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ?

Use Google map in offline : ইন্টারনেট যেখানে দুর্বল সেখানেও চলতে পারে গুগল ম্যাপ ফিচার? সেখানেও আপনি সহজেই ফোন থেকে খোঁজ করতে পারবেন ঠিকানা, অফলাইনেই। জানেন কীভাবে?

সম্পূর্ণ অচেনা একটা শহর, তার থেকেও অচেনা অলিগলি। এই গোলকধাঁধায় পাক খাওয়ার দিন এখন শেষ, মুঠোফোনের মধ্যেই রয়েছে সমস্ত ঠিকানার হদিশ। শুধু ক্লিক করার অপেক্ষা, নিমেষের মধ্যে হাজির গন্তব্যের সমস্ত নথি। কিন্তু কীভাবে হয় এই অসাধ্য সাধন? উত্তর অবশ্য খুবই সহজ। ফোনের মধ্যে থাকা ‘গুগল ম্যাপ’ ফিচারটি সম্পর্কে এখন সকলেই পরিচিত। এখানেই নির্ধারিত গন্তব্যের খোঁজ মেলে পলকের মধ্যেই। তবে মোবাইলে এই সমস্ত কিছুর একমাত্র ভরসা ইন্টারনেট কানেকশন। সেটি একটু দূর্বল হলেই বিপদ, কখন কোন গলির মধ্যে অচিরেই আটকা পড়বেন, তা বলা মুশকিল!

এবার ধরা যাক, এমন কোনও একটি দুর্গম জায়গায় আপনি গিয়েছেন যে সেখানে ইন্টারনেট কানেকশন খুবই ক্ষীণ অথবা প্রাকৃতিক দোলাচলে ইন্টারনেটের হদিশ মিলছে না কিছুতেই, অথচ ঠিক যে জায়গাতে যেতে চাইছেন সেই ঠিকানার খোঁজও দিতে পারছে না কেউই, তাহলে কী করবেন? কিন্তু আপনি কি জানেন ইন্টারনেট যেখানে দুর্বল সেখানেও চলতে পারে গুগল ম্যাপ ফিচার? সেখানেও আপনি সহজেই ফোন থেকে খোঁজ করতে পারবেন ঠিকানা, অফলাইনেই। হ্যাঁ ঠিকই শুনেছেন, গুগল ম্যাপ এখন দিচ্ছে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করার সুবিধা। প্রসঙ্গত বলে রাখা দরকার, আজকের দিনে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি প্রথম পথ চল শুরু করেছিল এই বিশেষ ফিচারটি।

আরও পড়ুন - স্মার্টফোন দুনিয়াকে নতুন দিশা দেখাতে পারে গুগল-এর টেনসর চিপসেট

কীভাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন?

প্রথমেই বলে রাখা দরকার, অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের প্রাথমিক পর্যায় হল মুঠো ফোনে গুগল ম্যাপ ফিচারটি ডাউনলোড করা। অ্যানড্রয়েড এবং আইওএস, দু’ধরনের ডিভাইসেই গুগল ম্যাপ সাপোর্ট করে। তাই অফলাইনে ব্যবহারের সুবিধা পেতে ফোনে ম্যাপ ইনস্টল করে নিতে হবে। এরপর যখন ইন্টারনেট ছাড়া কোনও ঠিকানা খোঁজার প্রয়োজন পড়বে তখন প্রথমে সার্চ বারে গিয়ে নির্দিষ্ট লোকেশন টাইপ করে সার্চ করতে হবে। যদিও মনে রাখা দরকার এক্ষেত্রে কোনও বড় শহর বা এলাকা খুঁজতে হবে আপনাকে। বড় শহরের কোনও নির্দিষ্ট ছোট রোড অথবা গলির নাম লিখলে খুঁজে পাওয়া সম্ভব নয়। সার্চ বারে লোকেশনের নাম দিয়ে খুঁজলে মোবাইল স্ক্রিন জুড়ে ওই নির্দিষ্ট এলাকা এবং তার আশেপাশের অঞ্চল দেখাবে। এছাড়াও ডান দিকের কোণে উপরের দিকে তিনটি ডট লক্ষ করা যাবে সেখানে ট্যাপ করলে কিছু অতিরিক্ত অপশান সমেত একটি পপ আপ মেনু খুলে যাবে। সেখান থেকেই বেছে নিতে হবে অফলাইন ডাউনলোড ম্যাপ অপশনটি। বেছে নেওয়ার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে অফলাইনে ওই নির্দিষ্ট এলাকার ম্যাপটি ডাউনলোড করার অপশন দেবে সেখান থেকে ডাউনলোড বাটানে ট্যাপ করলেই মোবাইল স্ক্রিনে দেখা যাবে যে এলাকার খোঁজ আপনি করছেন সেই এলাকার ম্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষে উক্ত ম্যাপটি ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে, অফলাইন গুগল ম্যাপ ১৫ দিনের মধ্যে এক্সপায়ার করে যায়। তাই ১৫ দিনের পর আর ওই ম্যাপটি খোলা যাবে না। এছাড়াও কোনও এলাকার ম্যাপ ফোনে ডাউনলোড হলে চাপ পড়তে পারে ইন্টারনাল স্টোরেজের ওপরেও। তাই অফলাইনে গুগল ম্যাপ ডাউনলোডের পর এসডি কার্ডে সেটি স্থানান্তরিত করে দিতে পারেন।

More Articles