এক টুকরো ফিটকিরি, তার কামাল জানলে চমকে যাবেন...

বাস্তু শাস্ত্র মতে আমাদের বাড়িতেই এমন অনেক ছোটখাটো জিনিস রয়েছে যার ব্যবহারে আপনার জীবনের একাধিক সমস্যা দূর হতে পারে। কিন্তু সেসব তথ্য অজানা থাকার কারণে আমরা অনেকেই এগুলি ব্যবহার করি না। তেমনই একটি জিনিস হল ফটকিরি। প্রায় সব বাড়িতেই এই জিনিসটি সহজলভ্য। এর কিছু গুণ আমাদের অনেকের জানা। কিন্তু এর বাস্তুগুণ আর প্রাত্যহিক প্রয়োগ খুব মনুষই জানেন। বাড়ির বাস্তু সমস্যা, আর্থিক সমৃদ্ধির স্থগিত হয়ে যাওয়ার মত সমস্যার সহজেই সমাধান করুন এই ফটকিরি ব্যবহার করে। চলুন জেনে নিই এর গুণগুলি--

১.আর্থিক অনটনে সমস্যায় পড়লে স্নান করার সময় জলে সামান্য ফিটকিরি মিশিয়ে স্নান করে নিন। ফটকিরি মেশানো জল দিয়ে ঘর মুছতে পারেন। ফলস্বরূপ আপনার অর্থ লাভের যোগ তৈরি হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

২.আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে  না, লাভ তো হচ্ছেই না বরং লোকসান বেড়েই চলেছে। এমন পরিস্থিতির মোকাবেলা করতে একটি কালো কাপড়ে ফটকিরি বেঁধে দোকান বা আপনার অফিসের মূল প্রবেশপথে বেঁধে রাখুন। শীঘ্রই আপনি এর উপকারিতা দেখতে পাবেন।

৩.আপনার বাড়িতে বা অফিসে কি কোনও বাস্তু ত্রুটি রয়েছে এবং সেকারণে আপনার এবং পরিবারের সদস্যদের উন্নতি হচ্ছে না! এমন অবস্থা তৈরি হলে ৫০ গ্রাম ফিটকিরি নিয়ে একটি পাত্রে রাখুন। ঘরের এমন কোণে রাখুন যেখানে কেউ দেখতে পাবে না। উপকার পাবেন।

৪.ঘরের জানালার কাছে ফটকিরি রাখলে তা ঘরের ভিতরে নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেয় না।ফলে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে ওঠে।

৫. যদি আপনি প্রায়ই রাতে ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখেন বা বাড়ির বাচ্চারা রাতে ভয় পায় তাহলে আপনার  বা বাচ্চার বিছানায় বালিশের নিচে কালো কাপড়ে ফটকিরি বেঁধে রাখুন। এটি করলে অজানা ভয় দূর হয়।

উল্লেখ্য বাস্তুসমস্যা যদি ছেড়েও দিই, বাড়িতে ফিটকিরি রাখা জরুরি স্বাস্থ্যের কারণেই। সোডিয়াম পটাশিয়ামের এই যৌগ লবণ গলা ব্যথায় কাজে লাগে। গরম জলে লবঙ্গ ফিটকিরি ফেলে গার্গল করলে স্বস্তি মেলে। মুখে ব্যকটেরিয়ার কারণে দুর্গন্ধ হলে, ফিটকিরি মেশানো জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া আটকাতে বহু কাল ধরেই ফিটকিরি ব্যবহার হয়ে আসছে।

More Articles