পাঁচটি বিলাসবহুল বাংলো থেকে ১১টি বহুমূল্য গাড়ি, চমকে দেবে বিগ বি-র সম্পত্তির খতিয়ান

Amitabh Bachhan: তাঁর আশি বছরের জন্মদিনে দেখে নেওয়া যাক বিগ বি-র সম্পত্তির খতিয়ান।

বলিউডে তিনি নিজেই একটি যুগ। আজ তাঁর জন্মদিন। ৮০ বছর বয়সে এসেও অমিতাভ বচ্চনের অ্যাক্টিভ লাইফস্টাইল প্রেরণা জোগায় তরুণদের। বর্তমানে যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন তাতে পাল্লা দিয়ে বাড়ছে তার রোজগার এবং সম্পত্তি।

জীবনের প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ টাকা। এখন তিনি মেগা সুপারস্টার। আজকাল আট অঙ্কের নিচের পারিশ্রমিকে তাঁকে আর দেখা যায় না। ভাগ্য এবং কর্ম মানুষকে বদলে দেয়। যেমন বদলে গিয়েছে অমিতাভ বচ্চনের জীবন। আজ তাঁর বিলাসবহুল জীবন দেখলে তাঁর অতীতের আন্দাজ কেউ পাবে না। আজ তাঁর জন্মদিনে আসুন দেখে নেওয়া যাক তাঁর সম্পত্তির খতিয়ান।

মুম্বইতেই অমিতাভ বচ্চনের নামে রয়েছে পাঁচটি বাংলো। সেগুলি হলো- ‘জলসা’, ‘জনক’, ‘প্রতীক্ষা’, ‘বৎস’। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তাঁদের পরিবারসমেত এই 'জলসা'-তেই থাকেন। অমিতাভ ও জয়ার সঙ্গেই থাকেন তাঁদের ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই ও নাতনি আরাধ্যা বচ্চন। ১০,০০০ স্কোয়্যারফিটের দোতলা বাসস্থান জলসা-র মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই বিলাসবহুল বাংলোর একটি অনন্য অংশ হলো আইকনিক দেওয়াল। এই দেওয়ালে বচ্চন পরিবারের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি ধরা রয়েছে।

আরও পড়ুন: লিভারের মাত্র ২৫ শতাংশ কার্যকর! কঠিন অসুখ সত্ত্বেও কীভাবে এত ফিট বিগ বি

পরবর্তী বাংলো ‘প্রতীক্ষা’-র মূল্য আনুমানিক ১৬০ কোটি টাকা। অভিনেতার এই বাংলো রয়েছে জুহু-তে। বাবা হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চনের সঙ্গে এই বাংলোতে থাকতেন তিনি। ১৯৭৬ সালে মুম্বইয়ে প্রতিষ্ঠিত প্রথম বাংলো কেনেন অমিতাভ বচ্চন। বিশ্বজুড়ে অমিতাভ বহু সম্পত্তি কিনলেও অমিতাভের মন পড়ে রয়েছে তাঁর প্রথম বাড়ি 'প্রতীক্ষা'-তেই। অমিতাভ বচ্চন বহুবারই জানিয়েছেন নিজের জীবনের অনেক বড় একটি সময় তিনি এই বাংলাতে কাটিয়েছেন। তাই ‘প্রতীক্ষা’ তাঁর মনের খুব কাছের। অমিতাভ প্রত্যেকদিন প্রাতঃভ্রমণের পর তাঁর পুরনো বাড়িতে ঘুরে আসেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই প্রতীক্ষাতেই অমিতাভের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের বিয়ে হয়েছিল ২০০৭ সালের ২০ এপ্রিল।

অমিতাভ বচ্চনের আরও একটি বাংলো হলো ‘জনক’, তাঁর 'জলসা' থেকে একেবারে হাঁটা পথের দূরত্ব। ‘জনক’-এ রয়েছে তাঁর অফিস। অমিতাভ বচ্চন জনক-এ তাঁর অধিকাংশ আলোচনা, কাজ-সংক্রান্ত বৈঠক সারেন। এছাড়াও অমিতাভ বচ্চনের আরও একটি বাংলো হল ‘বৎস’। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ৭৫০ স্কোয়্যারফুটের বাংলোটি এখন সিটি ব্যাঙ্ক-কে ভাড়ায় দিয়েছেন অমিতাভ বচ্চন। উত্তরপ্রদেশের এলাহাবাদে তাঁর পৈতৃক বাসভবনকে একটি শিক্ষামূলক ট্রাস্ট হিসেবে তৈরি করেছেন অমিতাভ। গত বছর ৩১ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন অমিতাভ বচ্চন। গত সেপ্টেম্বর মাসেই মুম্বইয়ের পশ এরিয়ায় একটি অ্যাপার্টমেন্টে প্রায় ১২,০০০ স্কোয়্যার ফিটের একটি গোটা ফ্লোর কিনে নিয়েছেন বিগ বি। মুম্বইয়ের অত্যন্ত দামি একটি অ্যাপার্টমেন্ট পার্থেননের ৩১তম ফ্লোরটি কিনেছেন তিনি।

২০১৩ সালে জলসার পিছন দিকে আরও একটি সম্পত্তি কিনেছেন অমিতাভ বচ্চন। প্রায় ৮০০০ স্কোয়্যারফিটের সেই সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকা। এছাড়াও অমিতাভের জুহুতে আরও দুটো অ্যাপার্টমেন্ট রয়েছে। একটার মূল্য প্রায় ৪০ কোটি টাকা এবং অপরটির মূল্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। মুম্বইয়ে তাঁর সম্পত্তি ছাড়াও ফ্রান্সের রাজধানী প্যারিসে তাঁর আরও একটি বাংলো রয়েছে। স্ত্রী তথা অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন তাঁকে উপহার হিসেবে দিয়েছেন সেই বাংলোটি। ২০১৬ সালে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন মিলে দুবাইতে একটি ভিলা কেনেন। সুবৃহৎ এই ভিলায় রয়েছে মিনি থিয়েটার, রয়্যাল পুল, জাকুজি-সহ একগুচ্ছ বিনোদনের ব্যবস্থা। এর থেকেই বোঝা যায় রিয়েল এস্টেটে কতটা বিনিয়োগ করতে পছন্দ করেন এই অভিনেতা!

একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের মোট সম্পত্তি বা নেট ওয়ার্থ হলো ৪১০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ৩,২০০ কোটি টাকা। সাধারণত সিনেমায় অভিনয় করার জন্য অমিতাভ বচ্চনের পারিশ্রমিক থাকে মোটামুটি ৬ কোটি টাকার আশেপাশে। ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য তিনি চার্জ করেন প্রায় ৫ কোটি টাকা। এছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালনা তো অমিতাভ বচ্চন করে আসছেন বহু বছর ধরে। সব মিলিয়ে অমিতাভ বচ্চনের বার্ষিক আয়ের প্রায় ৬০ কোটি টাকার কাছাকাছি। তবে রিয়েল এস্টেটের বাইরেও 'জাস্ট ডায়াল'-সহ মার্কিন টেকনোলজিভিত্তিক স্টার্ট আপগুলিতে অর্থ বিনিয়োগ করেছেন অমিতাভ।

তবে এসবের পাশাপাশি ছবি এবং অ্যান্টিকের অত্যন্ত অভিজাত একটি কালেকশন রয়েছে এই বর্ষীয়ান অভিনেতার বাড়িতে। অমিতাভ বচ্চনের বসার ঘরে টাঙানো রয়েছে অমিতাভ বচ্চনেরই একটি ফুলসাইজ পোর্ট্রেট, যার দাম প্রায় ৪ কোটি টাকা। পেইন্টিং ছাড়াও, বিগ বি-র গাড়ির সংগ্রহ চোখ ধাঁধিয়ে দেবে সবার। লেক্সাস, রোলস রয়েস ফ্যান্টম, বিএমডব্লিউ মার্সিডিজ-সহ মোট ১১টি বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর। ‘একলব্য’ ছবিতে অমিতাভের মনোমুগ্ধকর অভিনয়ের জন্য এই রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি অমিতাভ বচ্চনকে দিয়েছিলেন বিধুবিনোদ চোপড়া। এই গাড়িটি তাঁর গাড়িগুলির মধ্যে সবচেয়ে দামি গাড়ি। এর বর্তমান বাজার মূল্য ৯ থেকে ১১ কোটি টাকার মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখা ভালো, অমিতাভ বচ্চন ভারতের হাতে গোনা সেলিব্রিটিদের মধ্যে একজন, যাঁর কাছে নিজেদের প্রাইভেট জেট রয়েছে। এই প্রাইভেট জেটের মূল্য বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার আশেপাশে।

More Articles