কয়েক ঘণ্টায় জগন্নাথ ধাম! অবিশ্বাস্য কম সময়ের রেকর্ড গড়ল নয়া বন্দে ভারত ট্রেন

Howrah Puri Vande Bharat Express: হাওড়া-পুরী শতাব্দী ট্রেনের থেকে আরও ১ ঘণ্টা কম সময়ে বন্দে ভারত হাওড়া থেকে যাত্রীদের পৌঁছে দেবে পুরীতে।

সবচেয়ে তাড়াতাড়ি যদি পুরী ঘুরে আসতে চান, তাহলে আপনার সময় লাগবে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। তাও একটিই মাত্র ট্রেন আপনাকে এই এত কম সময়ে পৌঁছে দেবে শ্রীক্ষেত্রে। হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস এখনও পর্যন্ত পুরীগামী সবচেয়ে দ্রুত ট্রেন। তবে এই শিরোপা অতীত হতে চলেছে শিগগিরই। যদিও ১৫ মে উদ্বোধন হওয়ার কথা, তবে পিছিয়ে গিয়েছে পুরী-হাওড়া বন্দে ভারত ট্রেনের প্রথম সফর। হাওড়া থেকে ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি বন্দেভারত ট্রেন জনপ্রিয় হয়ে উঠেছে। এবার বাঙালির আরেক পছন্দের গন্তব্য পুরী অবধি যাতায়াত করবে বন্দে ভারত ট্রেন, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে। খড়গপুর রেল ডিভিশনের এটিই রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস।

দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন জানিয়েছিল আগামী ১৫ মে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হাওড়া বা খড়গপুর স্টেশন থেকে আপ ট্রেন নয়, পুরী স্টেশন থেকে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। ভার্চুয়াল মাধ্যমেনরেন্দ্র মোদির এই উদ্বোধন পিছিয়ে গিয়েছে আপাতত। কথা ছিল আগামী ১৬ মে থেকে সাধারণ মানুষ ওই ট্রেন যাতায়াত করতে পারবেন। এবার তারিখ পিছিয়ে যাওয়াতে আসন সংরক্ষণের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তাও প্রশ্নের মুখে।

আরও পড়ুন- মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

হাওড়া-পুরী শতাব্দী ট্রেনের থেকে আরও ১ ঘণ্টা কম সময়ে বন্দে ভারত হাওড়া থেকে যাত্রীদের পৌঁছে দেবে পুরীতে। হাওড়া থেকে ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে। হিসেবমতো দুপুর ১২.৩৫ নাগাদই পুরী স্টেশনে পৌঁছে যাবেন আপনি। ফিরতি ট্রেন দুপুর ১.৩০ টায় ছাড়বে। হাওড়া থেকে রওনা হওয়ার পর পুরীগামী বন্দে ভারত ট্রেনটি প্রথম থামবে খড়গপুর স্টেশনে। তারপর বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় দাঁড়াবে এই ট্রেনটি। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার, ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। কথা রয়েছে উদ্বোধনের একদিন আগেই খড়গপুর ডিভিশন থেকে পুরী স্টেশনে পাঠিয়ে দেওয়া হবে ওই ট্রেনটি।

কিছুকাল আগেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার একটি সাক্ষাৎকারে জানান, হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুটে নতুন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। অর্থাৎ পূর্ব রেল দিয়ে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলেও পরের তিনটি বন্দে ভারত পেতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। তবে এর মধ্যে হাওড়া-রাঁচি রুটের ট্রেনটির যাত্রাপথ নিয়ে এখনও আলোচনা চলছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন শালিমার স্টেশন থেকেও ছাড়তে পারে ট্রেনটি। এরই সঙ্গে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসটি নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেটি চলবে হাওড়া বারাণসী রুটে।

More Articles