মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

Mumbai Goa Vande Bharat Train: এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে।

দেশ জুড়ে বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সংখ্যা। দ্রুতগামী এই ট্রেনের মাধ্যমে ভারতের বিভিন্ন দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার কাজ চলছে। প্রায় প্রতি মাসেই ১-২টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার চেষ্টা করা হচ্ছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িকে জোড়ার পরে এবার পরবর্তী বন্দে ভারত ট্রেন ফের শুরু হচ্ছে মহারাষ্ট্র থেকে। এই নয়া বন্দে ভারত এক্সপ্রেস যাবে ভারতের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় এক পর্যটন কেন্দ্রে। এই নতুন বন্দে ভারত ট্রেনটি চলবে মুম্বই থেকে গোয়া পর্যন্ত। অর্থাৎ এই প্রথম গোয়া পেতে চলেছে বন্দে ভারত ট্রেন। ঘুরতে যারা ভালোবাসেন, অনেকেই টাকা সাশ্রয় করতে মুম্বই গিয়ে তারপর গোয়া পাড়ি দেন। তবে সেখানে সময় লাগে বিস্তর। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে জানিয়েছেন, মহারাষ্ট্রে মোট ৪টি বন্দে ভারত ট্রেন রয়েছে, যার মধ্যে ২টি গত মাসে রাজ্যকে হস্তান্তর করা হয়েছে।

মহারাষ্ট্র বিধানসভার বিধায়কদের বন্দে ভারত সেমি-হাই স্পিড এক্সপ্রেস ট্রেন চালানোর কথা জানিয়েছেন রাওসাহেব দানভে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মুম্বই-শিরডি এবং মুম্বই-সোলাপুর রুটে শুরু হওয়া বন্দে ভারত ট্রেন এবার মুম্বই এবং গোয়ার মধ্যেও চালানো হবে। কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, মুম্বই-গোয়া রেললাইনে বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। পরিদর্শন শেষ হলেই এই যাত্রাপথে নতুন ট্রেনটি চালানো হবে। যার ফলে গোয়ার মতো পর্যটন কেন্দ্রে আরও বাড়বে পর্যটক সংখ্যা।

আরও পড়ুন- রাজধানীর থেকেও উন্নত নতুন বন্দে ভারত ট্রেন, জেনে নিন কী কী পরিষেবা পাওয়া যাবে

এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে। মুম্বই এবং গোয়ার মধ্যে সংক্ষিপ্ততম রেলপথের দৈর্ঘ্যই প্রায় ৪১২ কিলোমিটার। বন্দে ভারত এক্সপ্রেস যদি এই পথে চলে তাহলে একজন যাত্রী ৩-৪ ঘণ্টায় মুম্বই থেকে গোয়া পৌঁছে যাবেন।

তবে এই যাত্রাপটি কী হবে, অর্থাৎ কোন কোন স্টেশনের উপর দিয়ে যাবে ট্রেন, কোথায় কোথায় থামবে তা এখনও প্রকাশ করা হয়নি। সম্ভবত তেজস সুপারফাস্ট যাত্রাপথের মধ্যে দিয়েই গোয়ার দিকে রওনা হবে এই ট্রেন। তেজস ট্রেনটি এই যাত্রাপথ পাড়ি দেয় ৮ ঘণ্টায়। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে শুরু করে, এই রুটটি থানে, রত্নাগিরি এবং করমালি হয়ে মারগাঁও পৌঁছয়। তেজস ট্রেন সিএসটি এবং মাদগাঁওয়ের মধ্যে মোট ৬টি স্টেশনে থামে। বন্দে ভারত ট্রেনে অবশ্যই স্টপেজ সংখ্যা কমানো হবে।

আরও পড়ুন- ট্রেন তো নয়, নরক! ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন কোনগুলি?

বর্তমানে দেশজুড়ে, ১০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বিভিন্ন রুটে চলছে। এর মধ্যে রয়েছে- নয়াদিল্লি-বারাণসী, নয়াদিল্লি-শ্রী বৈষ্ণো দেবী মাতা কাটরা, গান্ধীনগর রাজধানী-আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, আম্ব আন্দাউরা-নয়াদিল্লি, মাইসুরু-পুরাচি থালাইভার ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল, নাগপুর-বিলাসপুর, হাওড়া-নিউ জলপাইগুড়ি, সেকেন্দ্রাবাদ–বিশাখাপত্তনম, মুম্বই–সাইনগর শিরডি এবং মুম্বই–সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

 

More Articles