বিদ্যুৎগতিতে পারদ চড়ছে সেনসেক্সের, কোথায় বিনিয়োগ করলেই লাখপতি? জেনে নিন

আজ ভারতীয় শেয়ার সূচকের ঊর্ধ্বমুখী গতি সরাসরি প্রভাব ফেলল ভারতের শেয়ার মার্কেটের একাধিক কোম্পানির শেয়ারের দামের ওপর।

প্রায় দেড়মাসের দীর্ঘ মন্দা এবং স্থির অবস্থা কাটিয়ে আবারও‌ চাঙ্গা শেয়ার বাজার। জুলাই মাসের শেষদিক থেকে ধীরে ধীরে সবুজের দিকে আসতে শুরু করেছিল ভারতীয় শেয়ার সূচকগুলি। আর আজ সকালে বিগত এপ্রিল মাসের রেকর্ড ভেঙে দিল ভারতীয় ইকুইটি শেয়ার সূচক সেনসেক্স। আজ মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই চাঙ্গা হতে শুরু করেছিল ভারতের সমস্ত মার্কেট সূচকগুলি। বিশ্বব্যাপী শেয়ার সংকেত খুব একটা ভালো দিকে না থাকলেও, বহির্বিশ্বে খনিজ তেলের দাম কমার প্রত্যক্ষ প্রভাব পড়ল ভারতীয় শেয়ার মার্কেটের ওপর। বিগত ৫ এপ্রিলের রেকর্ড ভেঙে ৩০০ পয়েন্ট ওপরে উঠে পৌঁছে গেল ৬০,০০০-এর অঙ্কে। খুব একটা পিছনের দিকে নেই ভারতের দ্বিতীয় শেয়ার সূচক নিফটিও। মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই ৫০ পয়েন্ট ওপরে উঠে Nifty50 শুরু করল ১৭,৯০০ পয়েন্ট নিয়ে।

কোম্পানিগুলি কোথায় দাঁড়িয়ে?
আজ ভারতীয় শেয়ার সূচকের ঊর্ধ্বমুখী গতি সরাসরি প্রভাব ফেলল ভারতের শেয়ার মার্কেটের একাধিক কোম্পানির শেয়ারের দামের ওপর। এনটিপিসি, গ্রাসিম ইন্ডাস্ট্রি, বিপিসিএল, হিরো মোটোকর্প, ইচার মোটরস আজ রইল সব থেকে বেশি লাভবান কোম্পানির তালিকার শীর্ষে। এই তালিকা বিচার হয় মূলত নিফটির নিরিখে। পাশাপাশি, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকায় রইল এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংক লিমিটেড, ইনফোসিস, টিসিএস এবং এইচসিএল টেকনোলজিস।

বিস্তৃত মার্কেটেও একইরকম ফলাফল দেখা গেল আজ সকাল থেকে। Nifty Midcap 100 এবং Nifty Smallcap 100; ০.৫% শতাংশ উর্ধ্বমুখী হলো বাজার খোলার সঙ্গে সঙ্গেই। সেক্টরের দিক থেকে দেখতে গেলে, Nifty Bank, Nifty FMCG, রইল বিজেতার তালিকায়। তবে, সবথেকে খারাপ অবস্থায় রইল Nifty IT।

আরও পড়ুন: শেয়ার বাজারে তাঁর ভবিষ্যৎবাণী ছিল অব্যর্থ, যে পথ দেখিয়ে গেলেন দালাল স্ট্রিটের বিগ বুল

স্বতন্ত্র মার্কেট স্টকের দিক থেকে দেখতে গেলে মহানগর গ্যাসের স্টক ভ্যালু ক্ষতিগ্রস্ত হলো ৩ শতাংশ। তাদের পিএনজি এবং সিএনজি গ্যাসের দাম হ্রাস করার পরেই ৩% কমল তাদের শেয়ারের দাম। এনটিপিসি শেয়ারের দাম বৃদ্ধি পেল ২%-এর কাছাকাছি। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি আর্থিক সংস্থাগুলির থেকে ৫ হাজার কোটি টাকার টার্ম লোন তুলতে সক্ষম হয়েছে NTPC, এবং তারই প্রভাবে শেয়ার মার্কেটে ২% গ্রোথ পেল এই সরকারি সংস্থাটি।

ভারতীয় শেয়ার সূচকের উত্থানকে বিশেষজ্ঞরা বিভিন্নভাবে বিচার করছেন। কেউ কেউ মনে করছেন এটি হতে চলেছে একটি বিয়ার মার্কেট র‍্যালি। আবার অনেকের ধারণা, এই শেয়ার সূচকের উত্থান বুল মার্কেটের সূচনামাত্র। তবে এই মার্কেটের উত্থান হয়তো কখনওই বিয়ার মার্কেটের আকার ধারণ করতে পারবে না। যেভাবে নিফটি এগোচ্ছে, তাতে এই গ্রোথকে বিয়ার মার্কেটের সঙ্গে তুলনা করা যায় না। S&P 500 এবং Nasdaq-ও বাড়ছে ভারতীয় শেয়ার সূচকগুলির সঙ্গে তাল মিলিয়ে। যেখানে নিফটি ৪.৩% বৃদ্ধি পেয়েছে, সেখানেই S&P 500 ও Nasdaq তাদের জুনের মন্দা কাটিয়ে উঠে বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১৮ ও ২৪ শতাংশ করে।

পাশাপাশি, ওপরে উঠতে শুরু করেছে বিশ্ব বাজারও। বিশ্বের শেয়ার সূচকের প্রধান নিয়ামক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক অগাস্ট মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী। মার্কিন যুক্তরাষ্ট্রে কমছে মন্দা। মার্কিন ডলার ফিরে পাচ্ছে মূল্য, ফেডারেশনেরও প্রয়োজন পড়ছে না আক্রমণাত্মকভাবে রেট বৃদ্ধির, সঙ্গে মার্কিন অর্থনীতির সফট ল্যান্ডিং, সবকিছুই সাহায্য করছে ভারতীয় মার্কেটের উত্থানকে। জিনিসপত্রের দাম কমছে ভারতে, অর্থনৈতিক মোমেন্টাম পেতে শুরু করেছে ভারতীয় শেয়ার মার্কেট, ভ্যালুয়েশন ওপরের দিকে থাকলেও, শেয়ার মার্কেটে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। পুরনো অবস্থায় আবারও ফিরতে শুরু করেছে ভারতীয় শেয়ার বাজার।

কোথায় বিনিয়োগ লাভজনক?
ভারতীয় বাজারে এই মুহূর্তে সবথেকে ভালো বিনিয়োগযোগ্য সেক্টর হয়ে উঠেছে অটোমোবাইল এবং FMCG মার্কেট। আইটি সেক্টর খুব একটা ভালোভাবে কাজ করছে না। তেল এবং গ্যাসের মার্কেট খুব একটা ভালো কাজ না করলেও চলছে সবুজে। এই অবস্থায়, আইটি মার্কেটের ওপর বিনিয়োগ না করাটাই সবথেকে শ্রেয়। ইনফোসিস থেকে শুরু করে টিসিএস, এইচসিএল টেকনোলজিস-সহ ভারতের সবথেকে বড় আইটি কোম্পানিগুলি বর্তমানে নিম্নমুখী।

ভালো কাজ করতে শুরু করেছে এনার্জি সেক্টরও। মার্কেট প্রাইস অনুযায়ী ধনাত্মক দিকে এগোতে শুরু করেছে এনটিপিসি। এফএমসিজি সেক্টর ভালো কাজ করতে শুরু করেছে। গ্রাসিম ইন্ডাস্ট্রি, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি- এই কোম্পানিগুলির শেয়ার সূচক এগোচ্ছে ধনাত্মক দিকে। পুজোর মরশুম শুরু হওয়ার কারণে FMCG অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর আগামী বেশ কয়েক মাস ভালোভাবেই কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এইসব সেক্টর ছাড়াও এগোচ্ছে অটোমোবাইল সেক্টর এবং পেট্রোলিয়াম সেক্টরও। ব্যাঙ্কিং সেক্টরের  মধ্যে কয়েকটি ব্যাংক রয়েছে ভালো অবস্থায়, আর কয়েকটি ব্যাংক চলছে খারাপ দিকে। তাই যদি এই মুহূর্তে আপনি বিনিয়োগে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই পাখির চোখ করুন FMCG সেক্টরটিকে। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রাখুন এনার্জি সেক্টর এবং অটোমোবাইল সেক্টরকে।

More Articles