সিগারেটের দাম বিপুল বাড়িয়ে দিলেন নির্মলা! কোন কোন জিনিস সস্তা হলো দেশে?

Union Budget 2023: এই বছরের বাজেটটি বেশিই গুরুত্বপূর্ণ কারণ দেশে ২০২৪ সালের এপ্রিল-মে নাগাদই পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনই এখন বিজেপির পাখির চোখ। তার আগে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বছরের বাজেটে মধ্যবিত্তদের করছাড়ের সীমা বাড়িয়ে দিয়ে নিজের মোক্ষম অস্ত্র প্রয়োগ করেই ফেলেছেন নির্মলা। সরকারের কোন খাতে কত কী বরাদ্দ হলো, সেই বিস্তারিত হিসেব নিকেশের পাশাপাশি সাধারণ জনগণের বরাবরই লক্ষ্য থাকে কোন জিনিসের দাম বাড়ল, কোনটাই বা সস্তা হলো, তার উপরেই। নির্মলা সীতারমণের এবারের বাজেট বক্তৃতায় কোন জিনিস সস্তা হচ্ছে এবং কোনগুলি ব্যয়বহুল, তার তালিকা মিলেছে। কোন পণ্যগুলি থাকছে সেই তালিকায়?

কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সিগারেটের উপর ১৬ শতাংশ করে ট্যাক্স বাড়ানোর কথা জানান। সোনার বাট থেকে তৈরি জিনিসপত্রের উপর মৌলিক শুল্ক বৃদ্ধিরও ঘোষণা করেন তিনি। রপ্তানি বাড়াতে সরকার চিংড়ির খাদ্যের উপর শুল্ক কমিয়ে দেবে বলে জানান নির্মলা।

মোবাইল ফোন উৎপাদনের জন্য কিছু আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা। এছাড়াও, টিভি প্যানেলের কিছু অংশের উপর শুল্ক ২.৫ শতাংশে কমানো হবে। অন্যদিকে রান্নাঘরের বৈদ্যুতিক চিমনিতে শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

কোন কোন জিনিসগুলির দাম বাড়ছে:

সোনার বাট থেকে তৈরি জিনিস
সিগারেট
ইমিটেশনের গয়না
রুপো
রান্নাঘরের বৈদ্যুতিক চিমনি
আমদানিকৃত সাইকেল এবং খেলনা
ইলেকট্রনিক গাড়ি

আরও পড়ুন- বিরাট ঘোষণা নির্মলার! এবার থেকে আর কোনও আয়কর দিতে হবে না মধ্যবিত্তদের!

যে জিনিসগুলি সস্তা হবে:

মোবাইল ফোনের যন্ত্রাংশ
ক্যামেরার লেন্স
টিভি প্যানেলের নানা অংশ
টেলিভিশন
লিথিয়াম আয়ন ব্যাটারির যন্ত্রপাতি
ইভি শিল্পের কাঁচামাল
বিমান, সোনা (প্ল্যাটিনাম দিয়ে প্রলেপ দেওয়া সোনাও), রুপোর আমদানি সস্তা হবে।

অর্থনীতিবিদ তথা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই বছরের বাজেটটি বেশিই গুরুত্বপূর্ণ কারণ দেশে ২০২৪ সালের এপ্রিল-মে নাগাদই পরবর্তী লোকসভা নির্বাচন হওয়ার কথা। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণ দিয়ে। তারপরে ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। অর্থনৈতিক সমীক্ষা বলছে, আগামী ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের জিডিপি ৬ থেকে ৬.৮ শতাংশের মধ্যে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই অর্থবর্ষে তা ছিল আনুমানিক ৭ শতাংশ এবং ২০২১-২২ সালে ছিল ৮.৭ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়েছে, কোভিড মহামারী থেকে ভারতের অর্থনীতি সম্পূর্ণ রূপেই ঘুরে দাঁড়িয়েছে।

 

More Articles