মুঠো মুঠো চুল উঠছে শীতকালে, টাক পড়ে যাবে নাকি! ব্রেকফাস্টের এই খাবারেই সমস্যার সমাধান

Hair treatment : শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তেনর জন্যও শুষ্ক হয়ে যায় চুলের ধরন।

গ্রীষ্ম প্রধান হলেও এ শহরের শীতকাল নিয়ে চলে দারুন প্রস্তুতি। একদিকে ঠান্ডার দাপটে হাজার রোগের উৎপাত, অন্যদিকে শুষ্ক, রুক্ষ মরশুমে ত্বক থেকে শুরু করে চুল সব কিছুর বেহাল দশা। সামাল দিতে হিমশিম খেতে হয় সকলকে। তার পর পারদ একটু বেশি নামলেই স্নান করতে অনীহা, তাতে হয় আরও বিপদ, একদিনেই যেন জটা পাকিয়ে যায় চুলে। তারপর সেই জট ছাড়াতে গিয়ে মুঠো মুঠো চুল উঠে যায়। কেবলই মনে হয় এই বুঝি টাক পড়ে গেল! অথচ এই শীতকালেই রয়েছে হরেক উৎসব। বিয়েবাড়ি থেকে শুরু করে মেলা, পিকনিক কতো কিছু, সেখানেও রুক্ষ চুলে যাওয়া মোটেই চলবে না। তাহলে কীভাবে করবেন এর প্রতিকার?

আগে জেনে নেওয়া যাক যেন শীতকালেই আলাদা করে প্রতিকার প্রয়োজন হয় চুলের। আগেই বলা হয়েছে শীতকাল মানেই রুক্ষ সময়, এমনিতেই চুলের নিজস্ব যে রস তা শুকিয়ে আসে। তার ওপর টুপি জানিয়ে মাথার পোশাক পরলে চুলে ঘর্ষণ হয়,এতে ক্ষতি হয় চুলের। তাছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তেনর জন্যও শুষ্ক হয়ে যায় চুলের ধরন। তাই আলাদা করে যত্ন তো নিতেই হবে।

আরও পড়ুন - দেহের ৬ টি অঙ্গে গুরুত্বপূর্ণ বদল, যেভাবে বুঝবেন ডায়াবেটিসের শিকার আপনি

বাজার চলতি হরেক রকমের শ্যাম্পু, তেল, কন্ডিশনার সবই ব্যবহার করেছেন, তবুও কিছুতেই ফল পাচ্ছেন না? এদিকে জলের মতো বেরিয়ে হচ্ছে টাকা? দেখে নিন সস্তায় ঘরোয়া উপায়ে কীভাবে চটজলদি মুক্তি সম্ভব। ব্রেকফাস্টে যা খাচ্ছেন,সেই ডিম আর কলা দিয়েই বানিয়ে ফেলুন উপকারী প্যাক। একবার ব্যবহারেই ফল মিলবে হাতেনাতে। জেনে নিন, কীভাবে বানাবেন বিশেষ এই প্যাক -

প্রথমেই কলা ভালো করে চটকে মেখে নিন। তারপর তাতে ভেঙে নিন একটি ডিম। এবার এর মধ্যে একে একে মিশিয়ে নিন তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল। অবশেষে ভালো করে ফেটাতে থাকুন। খেয়াল রাখবেন সব উপকরণ যাতে খুব ভালো করে মিশে যায়। প্যাক তৈরি হয়ে গেলে মাথার স্ক্যাল্পে এবং চুলে ব্যবহার করুন এই হেয়ার মাস্ক। এরপর ঘন্টাখানেক ওই অবস্থায় শুকিয়ে যেতে দিতে হবে মিশ্রণটিকে। এরপর অল্প জল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে, ভালো করে ধুয়ে নিন চুল। ডিম থেকে একটা আঁশটে গন্ধ হতে পারে তাই চুল ধোয়ার সময় শ্যাম্পু ব্যয়ভার করতে পারেন। মাথা ধুয়ে ভালো করে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। চুল আরও শুকিয়ে একই দেখবেন জেল্লা কাকে বলে!

More Articles