নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান? কী কী খেয়াল রাখবেন জেনে নিন

সব মানুষেরই স্বপ্ন থাকে একটা মনের মত মাথা গোঁজার আস্তানা তৈরি করা। নিজের পরিবার পরিজনদের সাথে বসে সেখানে কিছু সময় কাটানো। তাই জীবনে প্রতিষ্ঠিত হয়ে প্রথমেই খোঁজ করেন মন মতো বাড়ি বা ফ্ল্যাটের।তবে বাস্তু সঠিক না হলে জীবনে সমস্যার শেষ থাকে না।আসলে বাস্তু বাড়ির গৃহকর্তা তথা সদস্যদের স্বাস্হ্য,চাকরি, শান্তি সর্বোপরি জীবনের সাথে সরাসরি যুক্ত। তাই নতুন বাড়ি বা ফ্ল্যাট নির্বাচনের সময়ে অবশ্যই বাস্তু বিচার করা প্রয়োজন। অনেকই মনে করেন ফ্ল্যাট নির্বাচনের ক্ষেত্রে বাস্তু বিচার্য নয়, কিন্তু এ ধারণা সঠিক নয়। তাই নতুন বাড়ি হোক বা ফ্ল্যাট কেনার সময় বাস্তু সংক্রান্ত কী কী বিষয় মাথায় রাখবেন? জেনে নেওয়া যাক- 

দিকনির্দেশ 

দক্ষিণ-পশ্চিমমুখী বাড়ি বা ফ্ল্যাট ভুলেও কিনতে যাবেন না। এক্ষেত্রে বাড়িতে বাস্তু দোষ তৈরি হয়। নতুন বাড়ি বা ফ্ল্যাটের অভিমুখ উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে হলেই সবচেয়ে ভালো।

আকার 

বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় অবশ্যই খেয়াল রাখুন সেটির আকৃতির ওপর।যেকোনো ধরনের অদ্ভূত আকৃতি এড়িয়ে চলুন এক্ষেত্রে। আয়তাকার বা চতুর্ভুজাকৃতি হলে সব থেকে ভালো হয়। 

জলের উৎস

জল বাস্তু শাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ উপাদান। তাই বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় জলের উৎস সম্পর্কে সচেতন হোন। বাড়ি বা ফ্ল্যাটের দক্ষিণ- পশ্চিম কোণে বা দক্ষিণ কিংবা পশ্চিম দিকে জলের উৎস রয়েছে এমন বাড়িতে না থাকাই ভালো। 

প্রবেশদ্বার

আপনার বাড়ি বা ফ্ল্যাটের প্রবেশপথ শুভ দিকে হওয়া প্রয়োজন কারণ এই পথই হল বাড়ির যে কোনো শক্তির উৎস। বাস্তুমতে,বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ, সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য মূল প্রবেশ দ্বারটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত। আরও খেয়াল রাখবেন  বাড়িতে প্রবেশ পথের দরজাটি যেন সর্বদাই ঘড়ির কাঁটার দিক করেই খোলে। বাড়িতে বা ফ্ল্যাটে ঢোকার মুখে সুন্দর নেমপ্লেটে লাগাতে লাগাতে যা সমৃদ্ধিকে নির্দেশ করে। প্রবেশ পথের দরজা যেন ফ্যাকাশে রঙের না হয়।

আরও পড়ুন-তৃতীয় জয়ের এক বছরেই নড়বড়ে তৃণমূল? দল কি ভাঙছে আড়াআড়ি?

রান্নাঘরের অবস্থান 

বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘর সরাসরি আমাদের স্বাস্হ্য ও সম্পর্কের সাথে জড়িত।তাই রান্নাঘরের সাজসজ্জা এবং অবস্থান সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।আদর্শ বাড়ি বা ফ্ল্যাটের রান্নাঘর সর্বদাই দক্ষিণ-পূর্বমুখী হয়ে থাকে। আগুন হল রান্নাঘরের প্রধান শক্তির উৎস। বাস্তু অনুযায়ী, বাড়ির দক্ষিণ পূর্ব দিক হল অগ্নির স্থান।ভুল করেও উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক করে রান্নাঘর থাকলে সেই  বাড়ি কিনবেন না। এইদিকে রান্নাঘরের অবস্থান পরিবারের সদস্যদের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি করে। 

বেডরুমের অবস্থান 

পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে বেডরুমের উপস্থিতি উদ্বেগ এবং দ্বন্দ্বের কারণ হতে পারে। বাস্তু মতে,বাড়ির প্রধান বেডরুমের জন্য দক্ষিণ-পশ্চিম সবথেকে ভালো।খেয়াল রাখবেন বেডরুমে লাগানো আয়নাতে যেন বিছানার প্রতিবিম্ব তৈরি না হয়।এতে দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে।  শিশুদের উত্তর - পশ্চিমমুখী কোনো ঘর বেছে নিতে পারেন ।

বাথরুমের অবস্থান

বাস্তুশাস্ত্র অনুসারে, যেসব বাড়ি বা ফ্ল্যাটের উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাথরুম রয়েছে এমন বাড়ি না কেনাই ভালো, কারণ এটি একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

বাড়ির রঙ

সকলের পছন্দ সমান নয়।অনেকেই বাড়ির দেয়ালে বিভিন্ন রঙ করাতে পছন্দ করলেও বাস্তু মতে দেওয়ালের রঙ হালকা হওয়াই ভালো। তাই ঘরের দেওয়ালের জন্য হালকা সবুজ, হলুদ বা আকাশী রঙ যেকোনো হালকা রঙ বেছে নিন। অতিরিক্ত গাঢ় বা কালো এমন রঙ না করাই ভালো। 

পর্যাপ্ত আলো - বাতাস

বাস্তু মতে বাড়িতে সঠিক প্রাকৃতিক আলো এবং বায়ুচলাচল অত্যন্ত জরুরি তাই খেয়াল রাখবেন বাড়িতে যেন পর্যাপ্ত সূর্যালোক ঢোকে। পূর্ব ও দক্ষিণ, এই দুই দিকের যেকোনো মুখে জানালা এবং বারান্দা সহ উত্তর বা পূর্বমুখী বাড়িকে আদর্শ বলে মনে করা হয়। সকালের সূর্যালোক ইতিবাচক শক্তি বয়ে  আনে।আবার বিকেলের সূর্যরশ্মি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই যদি কোনও জানালা দক্ষিণ বা পশ্চিমে থাকে তবে তা বাস্তু দোষের কারণ হতে পারে। এমন বাড়ি কেনা থেকে বিরত থাকুন।

কেনার দিন 

বাস্তুমতে নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে অবশ্যই কোনো শুভ দিন বেছে নিন। সপ্তাহের শনি বা মঙ্গলবার কোনোভাবেই বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাবেন না। 

 

More Articles