আজ বাজেয়াপ্ত, অনুব্রতর সম্পত্তির পরিমাণ কত?

Anubrata Mondal: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের সব সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

একসময় বীরভূমের সর্দার ছিলেন অনুব্রত, অঢেল সম্পত্তি! কোনওটা বউয়ের নামে, কোনওটা আবার মেয়ের নামে। বিপুল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন সে বিষয়টা অবশ্য আজ বেশ স্পষ্ট। ‘গরু চোর’ উপমা তো কবেই যোগ হয়ে গিয়েছে নামের আগে। এবার বাজেয়াপ্ত করা হল সেই বিপুল পরিমাণ সম্পত্তি। ইডির স্ক্যানারে এবার কেষ্টর যাবতীয় টাকা-সম্পত্তি। অনুব্রত, সুকন্যা ও ছবি মণ্ডলের নামে থাকা সমস্ত সম্পত্তি ও টাকা অ্যাটাচ করল ইডি। পরিমাণটা সব মিলিয়ে প্রায় ১১ কোটি! ইতোমধ্যেই প্রায় ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এছাড়া একাধিক রাইস মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এর আগেই অনুব্রতর ১৭ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছিল সিবিআই।

এই ভুখা দেশে যেখানে নিত্যদিন না খেতে পেয়ে মরতে হচ্ছে বহু মানুষকে, যেখানে যোগ্য চাকরিপ্রার্থীদের পাকাপাকি আস্তানা গাছের তলা, সেখানে কোটি কোটি টাকা নয়ছয় করছে একটা শ্রেণী। আর সেই তালিকায় নাম রয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডলের।

আরও পড়ুন - ধর্ষকের প্রেমে পড়েছেন কারাপাল, রয়েছে নিজস্ব ‘ব্র্যান্ড’! রহস্যের অন্য নাম তিহার জেল

এদিকে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, তদন্ত করতে নেমে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে খোঁজখবর নিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে, শুধু অনুব্রত মণ্ডলের নামে কোটি কোটি টাকার সম্পত্তিই নয় পাশাপাশি তাঁর আত্মীয়-স্বজনদের নামেও বীরভূমের এই তৃণমূল নেতা কোটি কোটি টাকার জমি, জায়গা থেকে শুরু করে রাইস মিল, বিভিন্ন অভিজাত গাড়ি এবং মোটা অংকের ব্যাংক ব্যালেন্স করে রেখেছিল। এই সবের মূল সূত্র হিসেবে গরু পাচারের ব্যবসার নামই উঠে এসেছে বারবার।

এর আগে সিবিআইও অনুব্রতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। এবার সেই পথে হাঁটল ইডি। ইডির বাজেয়াপ্ত তালিকায় আছে বিপুল পরিমাণ জমি। শিব-শম্ভু ও ভোলে ব্যোম রাইস মিল-সহ আরও অনেক সম্পত্তি। অনুব্রতের অস্থাবর সম্পত্তির দিকেও নজর ইডির। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আরও খবর, অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জেরা করে অনুব্রত মণ্ডলের আরও বিশাল অংকের সম্পত্তির হদিশ ইতোমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা। ভবিষ্যতেও সেই সম্পতির সঠিক হদিশ খুঁজে পেতেও আগ্রহ গোয়েন্দারা। তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই খবর। আরও কোনও লুকনো সম্পত্তির হদিশ মিললে সেটিও বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি জারি করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা৷

More Articles