লম্বা লাইনের ঝক্কি ছাড়া কীভাবে ঘরে বসেই জানতে পারবেন প্যান-আধার লিংক আছে কিনা

Pan Aadhar link : আবেদন তো করলেন, কিন্তু জানেন কি আদেও প্যান এবং আধার কার্ড লিংক হল কিনা তা জানবেন কী করে?

মার্চ মাস প্রায় শেষের পথে, ইতিমধ্যেই চলতি অর্থবছরের সব হিসেব গুটিয়ে নেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়ে গিয়েছে অন্যান্য কাজের হিসাব। বাড়তি কর বাঁচাতে এই মাসের মধ্যেই সেরে ফেলতে হবে প্রয়োজনীয় বেশ কিছু কাজ। কিছু সরকারি স্কিমে বিনিয়োগ থেকে শুরু করে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক, সবই সেরে ফেলতে হবে ৩১ মার্চের মধ্যে।

লাইন আর লিংক, বর্তমান সময়ে দাঁড়িয়ে জীবনের সঙ্গে অঙ্গাগিভাবে জড়িয়ে রয়েছে এই দুই শব্দ। ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তার একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটা যেন দস্তুর হতে পড়েছে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের কার্ডগুলিকে লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। গত বছরের শুরু থেকেই এমন একটি বিষয় নিয়ে চলছে জোর তরজা। মাঝে অবশ্য সময়সীমা বেড়ে যাওয়ায় বিষয়টি একটু থিতিয়ে পড়েছিল, তবে আবারও মাথাচাড়া দিয়েছে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের প্রসঙ্গ।

নির্দিষ্ট সময়ের মধ্যে লিংক করানো না হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে প্যান কার্ড, আর প্যান কার্ড ছাড়া কোনও ভাবেই আয়কর জমা করতে পারবেন না। এর জেরে আটকে যাবে আপনার আয়কর রিটার্নের রিফান্ডও। যে পরিমাণ আয়কর এতদিন দিতে হতো আপনাকে, তার চেয়ে কয়েকগুণ বেশি আয়করের অঙ্ক কাটা হতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে। এই লিংক করানোর জন্য গত বছরের জুলাই মাসের আগে পর্যন্ত ৫০০ টাকা করে লাগলেও, বর্তমানে তার পরিমাণ বেড়ে হয়েছে ব্যক্তি পিছু ১০০০ টাকা করে।

আরও পড়ুন - Pan Aadhar link: শেষ তারিখ ৩১ মার্চ, যে তথ্যগুলি আপনাকে জানতেই হবে

অনলাইনে বাড়িতে বসেই ইনকাম ট্যাক্স e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে করে নেওয়া যাবে এই লিঙ্ক সংক্রান্ত কাজ। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করা যাবে। আবেদন করার পর থেকে দিন সাতেকের মধ্যে লিংক করা সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে। কিন্তু জানেন কি আবেদন করার পর আদেও এই দুই কার্ড লিংক হল কিনা তা জানবেন কী করে? লম্বা লাইনের ঝক্কি ছাড়া এবার ঘরে বসেই জেনে নেওয়া যাবে সব তথ্য। আসুন দেখে নেওয়া যাক বিশেষ পদ্ধতি।

এই বিষয়টি জানার জন্য প্রথমে গুগলে গিয়ে কেন্দ্র সরকারের আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর সেখানে Quick links অপশনে ক্লিক করুন। একটি ড্রপ ডাউন তালিকা আসবে, সেখান থেকে ‘Link Aadhaar Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই অপশন থেকে হয়ে পেজ দেখাবে তাতে আপনার প্যান এবং আধার সম্পর্কিত তথ্য পূরণ করুন। এর পরে ‘View Link Aadhaar Status’ অপশনে ক্লিক করুন। এর পরে আপনার সামনে একটি পপ-আপ খুলবে। সেখানেই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিংক হয়েছে কিনা সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। সুতরাং আর হাতে বেশি সময় নেই, এখনই এই কাজটি করে ফেলুন।

More Articles