২০২৩-এ ঠিক কোন কোন দিন আপনার ছুটি? এখনই জেনে পরিকল্পনা সাজান

2023 Holiday Calendar: দেখতে দেখতে আরও একটি বছর শেষের মুখে। সামনের বছর ছুটির পরিকল্পনা কেমন হবে?

হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শেষ হয়ে যাবে আরও একটি বছর। ২০২২ পেরিয়ে চলে আসবে নতুন বছর ২০২৩। এখন থেকেই নানা জায়গায় নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ক্যালেন্ডার দেখার কাজটিও চলছে এক নাগাড়ে। কবে কবে ছুটি আছে, সেসবেরই হিসেব চলছে জোরকদমে। উইকএন্ডে একটু ফাঁকা পেলেই বাক্স-প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়া যাবে মনের মতো জায়গায়। প্রিয় মানুষগুলোর সঙ্গে পাহাড় কিংবা সমুদ্রে কী করে একটু বেশিক্ষণ সময় কাটানো যাবে, চলছে তারই পরিকল্পনা।

২০২৩-এর ক্যালেন্ডারে তাকালে বেশকিছু লম্বা উইকএন্ডের খোঁজ পাবেন উৎসাহীরা। বছরের প্রথম দিন থেকেই সেই মহরত শুরু হতে পারে। ১ জানুয়ারি, ২০২৩ পড়েছে রবিবার। ঠিক তার আগের দিন বর্ষশেষের মুহূর্ত। একটু কষ্ট করে শুক্রবার আর সোমবার ছুটি নিয়ে নিলেই কেল্লাফতে! বছরের শুরুর সময়টায় প্রিয়জনদের নিয়ে একটু ঘুরে এলেন বাইরে থেকে। শুরুটা ভালো হলে বাকি বছরটাও জমে যাবে!

জানুয়ারিতেই আরও দু’টো লম্বা উইকএন্ড অপেক্ষা করছে। ১৪ জানুয়ারি, শনিবার মকর সংক্রান্তি। পোঙ্গাল উপলক্ষ্যে তার পরের দিনটিও ছুটি। এখানেও শুক্র আর সোমবার ছুটি নিলে আপনার পোয়া বারো। তবে একসঙ্গে দু’টো ছুটি না নিলেও সমস্যা নেই। ২০২৩-এর ২৬ জানুয়ারি, ভারতের সাধারণতন্ত্র দিবসের দিনটি পড়েছে বৃহস্পতিবার। ঘটনাচক্রে, ওইদিন সরস্বতী পুজোও বটে। শনি-রবিবারের জোড়া ছুটি আরও ভালোভাবে কাজে লাগাতে কেবল ২৭ জানুয়ারি, শুক্রবার ছুটি নিতেই পারেন। আপনার অফিসের খাতা থেকে একটা ছুটিই কমবে, বদলে চারদিন একদম বহাল তবিয়তে কাছেপিঠে কোথাও ঘুরে এলেন।

আরও পড়ুন : বিষাক্ত হ্রদ, ভুতুড়ে বাংলো, উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা! দার্জিলিং নয়, এবার শীতে পাড়ি দিন এই পাহাড়ে

ফেব্রুয়ারি
১৮ ফেব্রুয়ারি, শিবরাত্রি পড়েছে শনিবার। সুযোগ থাকলে একটা শুক্রবার বা সোমবার ছুটি নিতেই পারেন।

মার্চ
মার্চ মানে ‘বসন্ত জাগ্রত দ্বারে’। দোল পূর্ণিমায় প্রিয় মানুষজনের সঙ্গে রঙের খেলায় মেতে উঠতে কার না ভালো লাগে! সেইসঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসবেও অনেকে চলে যান এই সময়। ২০২৩-এর ৮ মার্চ অর্থাৎ বুধবার হোলি উৎসবের দিন। লম্বা ছুটি নিয়ে কোথাও বেরোতে গেলে এটাই সময়। বৃহস্পতিবার আর শুক্রবার একটু ম্যানেজ করে ছুটি নিয়ে নিলে হাতে থাকছে পাঁচ-পাঁচটা ফাঁকা দিন। চলন্ত গাড়ির খোলা হাওয়ার তালে এবার বেরিয়ে পড়াই কেবল অপেক্ষার…

এপ্রিল
এপ্রিলে এর থেকেও লম্বা একটি ছুটির মুহূর্ত অপেক্ষা করছে। ৭ এপ্রিল, শুক্রবার গুড ফ্রাইডের মুহূর্ত। তার আগে ৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। শুধুমাত্র বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ছ’টি দিন হাতে চলে আসবে। এই সময় পাহাড় হোক বা সমুদ্র – দু’টো জগতই সাদরে অপেক্ষা করছে। মনোরম আবহাওয়ার মধ্যেই এক টুকরো খুশির আমেজ…

মে-জুন-জুলাই
শুরু হচ্ছে গ্রীষ্মকাল দিয়ে। এই তিনটে মাস শেষ হওয়ার পর বর্ষাকালও ঢুকে যাবে দেশে। ৫ মে, শুক্রবার বুদ্ধ পূর্ণিমার ছুটি যদি পান, তাহলে ছোট্ট একটা বিশ্রামের মুহূর্ত নিজেকে উপহার দিতেই পারেন। অন্যদিকে ২০ জুন, মঙ্গলবার রথযাত্রা। আর ২৯ জুন, বৃহস্পতিবার বকরি ঈদ বা ঈদ-উল-আধা। দু’টির মধ্যে যে কোনও একদিন ছুটি পেলে মাঝে কেবল একটি দিনই নিজে থেকে ছুটি নিতে হবে। তাহলে চারদিন টানা ছুটি সামনে চলে আসবে।

আরও পড়ুন : পৃথিবী ঘুরতে চান? পাহাড়-সমুদ্রে মোড়া এই পাঁচটি দেশে সফর সম্ভব অত্যন্ত কম খরচে

আগস্ট
২০২৩-এর ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনটি পড়েছে মঙ্গলবার। অন্যদিকে ২৯ আগস্ট, মঙ্গলবার ওনাম; তার পরের দিনই রাখিপূর্ণিমা। এখানেও দু’টি সুযোগ পাচ্ছেন লম্বা ছুটি উপভোগ করার। ১৪ আর ২৮ আগস্ট ছুটি নিলে লম্বা উইকএন্ড আপনার সামনে।

সেপ্টেম্বর-অক্টোবর
শরতের মরসুম একটু একটু করে চলে আসবে এবার। তার মানে কেবল বাংলা নয়, গোটা ভারতেই শুরু হবে উৎসবের মরসুম। এই তিন মাস জুড়ে প্রতিবছর অনেকেই ছুটির পরিকল্পনা নিয়ে থাকেন। মূল আকর্ষণ অক্টোবর মাস। ২ অক্টোবর, সোমবার গান্ধী জয়ন্তী। টানা তিনদিন ছুটির পর চলে আসবে দুর্গাপূজা। ২০২৩-এর ২০ অক্টোবর, শুক্রবার শুরু হচ্ছে মহাষষ্ঠী। মঙ্গলবার, ২৪ অক্টোবর বিজয়া দশমী। শুক্রবার আর বুধবার ম্যানেজ করে নিলে হাতে পাচ্ছেন ছ’দিনের লম্বা ছুটি। পাহাড় ডাকছে? রাজ্যের বাইরে যেতে চান? এটাই সুযোগ। বাক্স গুছিয়ে, টিকিট কেটে, ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন।

নভেম্বর-ডিসেম্বর
আরেকটা বছর শেষ হওয়ার মুখে। ঠাণ্ডাও পড়বে একটু একটু করে। দীপাবলি রবিবার পড়ায় সেই ছুটিটা হারাতে হবে আপনাকে। বদলে ২০২৩-র ২৫ ডিসেম্বর পড়ছে সোমবার। শেষ মুহূর্তে টানা তিনদিন ছুটি নিয়ে আরও একটি বছরকে হাসিমুখে বিদায় জানানোর সুযোগ। এবার কেবল বেরিয়ে পড়ার পালা!

More Articles