কী এমন ভয়? কেন তড়িঘড়ি লিংক করাবেন প্যান এবং আধার কার্ড?

Pan Aadhar link : আপাতত ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার, জানেন কেন এত তাড়াহুড়ো করেই করতে হচ্ছে প্যান আধার লিংক?

ছোটবেলায় যেমন ছিল জুজুর ভয়, বড়ো বেলায় তেমন ধাওয়া করে নিয়মের ভয়। একটার পর একটা সরকারি ফতোয়া। অমুক দিনের মধ্যে তমুক না করলে বড়ো বিপদের আশঙ্কা, যেন লেগেই রয়েছে এইসব। তার ওপর মার্চ মাস মানেই, অর্থনৈতিক লেনদেনের হিসেব মেলানোর সময়। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের আগামী অর্থ বর্ষের বাজেট। এর পরই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু কাজের ফিরিস্তি। বর্তমান সময়ে দাঁড়িয়ে লাইন এবং লিংকের ঠেলায় জীবন প্রায় বীতশ্রদ্ধ।

ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তার একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটাই মূল কাজ হতে দাঁড়িয়েছে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। গত বছরের শুরু থেকেই এমন একটি বিষয় নিয়ে চলছে জোর তরজা। মাঝে অবশ্য সময়সীমা বেড়ে যাওয়ায় বিষয়টি একটু থিতিয়ে পড়েছিল, তবে আবারও মাথাচাড়া দিয়েছে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের প্রসঙ্গ।

আরও পড়ুন - লাখ দুয়েক মানুষকে ছাড় সরকারের, প্যান আধার লিংক না করলেও জরিমানার ভয় নেই কাদের?

আর মাত্র দিন দশেক, চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই করাতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক। এটাই বাধ্যতামূলক করা হয়েছে। টুইট বার্তায় আয়কর দফতরের তরফে এই বিষয়ে নাগরিকদের বিস্তারিত জানানো হয়েছে। ফলে শিরে সংক্রান্তি। এখন রোজই এই একটা বিষয় নিয়ে চারিদিকে ব্যস্ততা তুঙ্গে। লিংক করানোর জন্য এখন অনলাইনেই আবেদন করা যাচ্ছে, মাথা পিছু খরচ হচ্ছে ১০০০ টাকা করে। এই টাকার অঙ্কটা গত বছর জুলাই মাসের আগে পর্যন্ত ছিল ৫০০ টাকা, তার পর থেকে বেড়ে হয়েছিল ১০০০। যদিও এই টাকার অঙ্ক নিয়েও বর্তমানে প্রতিবাদ তুঙ্গে। তবে এই সব কিছুর মধ্যেই চলছে লিংক করার কাজও। টাকা খোয়া যাওয়ার ভয় জিনিসটা এমনই যে মানুষও বাধ্য হচ্ছে নিয়ম মানতে। মাত্র লাখ দুয়েক মানুষ ছাড়া বাকি সবার ক্ষেত্রেই এক নিয়ম। ভারতীয় বাসিন্দা নন, অথবা প্রবীণ নাগরিক, এমন কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হল PAN কার্ড, তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি আধার কার্ডের সঙ্গে এটি লিংক করা না হিট সেক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড। এবং এর জেরে সমস্ত রকম ব্যাংকিং লেনদেনে সমস্যা হতে পারে। ৫০,০০০ টাকা বা তার বেশি পরিমাণ অর্থ লেনদেন করা হবে না সেক্ষেত্রে। এছাড়া জরিমানার ভয় তো আছেই। ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এক্ষেত্রে। এখন ঘরে বসেই করা যাবে এই কাজ। ইনকাম ট্যাক্স e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ফাইলও করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর পাঁচ থেকে সাত দিন সময় লাগছে লিংক পদ্ধতি সম্পন্ন হতে। এছাড়াও SMS এর মাধ্যমেও লিংক করা যাচ্ছে Pan-Aadhaar।

আয়কর আইন ১৯৬১-এর ধারা ১৩৯AA অনুযায়ী, আধার পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তি এবং যাদের PAN আছে তাদের অবশ্যই ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে তাদের আধার তাদের প্যানের সাথে লিঙ্ক করতে হবে, এমনটাই জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। কেউ তা করতে ব্যর্থ হলে, তাদের PAN অকার্যকর হয়ে যাবে। আর জানেন কি এই প্যান কার্ড অকার্যকর হয়ে গেলে কী হবে?

আরও পড়ুন - লম্বা লাইনের ঝক্কি ছাড়া কীভাবে ঘরে বসেই জানতে পারবেন প্যান-আধার লিংক আছে কিনা

১. যদি আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যায়, আপনি আর রিটার্ন ফাইল করতে এটি ব্যবহার করতে পারবেন না।

২. টিডিএস/টিসিএস কর্তন আপনার আয়ের ওপর উচ্চ হারে কর চাপিয়ে দেবে।

৩. টাকা জমা দেওয়ার বিষয়ে বা একটি স্থায়ী আমানত বুকিং-এর মতো ব্যাঙ্কিং পরিষেবাগুলি পেতে সক্ষম হবেন না৷

৪. ৫০,০০০ টাকা বা তার বেশি লেনদেন ব্যাহত হবে।

৫. নতুন ডেবিট অথবা ক্রেডিট কার্ড পাবেন না

৬. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে পারেন। এছাড়া কোনও বৈদেশিক মুদ্রা ক্রয় করতে পারবেন না।

আপনার PAN এবং আধার লিংক করা আছে কিনা তা জানার জন্য প্রথমে গুগলে গিয়ে কেন্দ্র সরকারের আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ যেতে হবে। তারপর সেখানে Quick links অপশনে ক্লিক করুন। একটি ড্রপ ডাউন তালিকা আসবে, সেখান থেকে ‘Link Aadhaar Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই অপশন থেকে হোম পেজ দেখাবে তাতে আপনার প্যান এবং আধার সম্পর্কিত তথ্য পূরণ করুন। এর পরে ‘View Link Aadhaar Status’ অপশনে ক্লিক করুন। এর পরে আপনার সামনে একটি পপ-আপ খুলবে। সেখানেই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিংক হয়েছে কিনা সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। যদি না থাকে তবে উপরিউক্ত নিয়ম মেনে শীঘ্রই লিংক করিয়ে নিন।

More Articles