লাখ দুয়েক মানুষকে ছাড় সরকারের, প্যান আধার লিংক না করলেও জরিমানার ভয় নেই কাদের?

Pan Aadhar link : আপাতত ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সরকার, জানেন প্যান-আধার লিঙ্ক করার হাত থেকে ছাড় পাবেন কারা?

লিংক এবং লাইন জীবনের গতিপথে এ যেন দস্তুর মতো হয়ে ঠেকেছে। এদিক থেকে ওদিক হলেই মোটা অঙ্কের জরিমানার ফতোয়া। এক অদ্ভুত ভয়েই ছুটছে মানুষ। একটার পর একটা নিয়মের বেড়াজালে ‘লিংক’ করিয়ে নিচ্ছে নিজেদের। ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তার একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটাই মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। গত বছরের শুরু থেকেই এমন একটি বিষয় নিয়ে চলছে জোর তরজা। মাঝে অবশ্য সময়সীমা বেড়ে যাওয়ায় বিষয়টি একটু থিতিয়ে পড়েছিল, তবে আবারও মাথাচাড়া দিয়েছে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের প্রসঙ্গ।

আর মাত্র দিন দশেক, চলতি বছরের ৩১ মার্চের মধ্যেই করাতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক। এটাই বাধ্যতামূলক করা হয়েছে। টুইট বার্তায় আয়কর দফতরের তরফে এই বিষয়ে নাগরিকদের বিস্তারিত জানানো হয়েছে। ফলে শিরে সংক্রান্তি। এখন রোজই এই একটা বিষয় নিয়ে চারিদিকে ব্যস্ততা তুঙ্গে। লিংক করানোর জন্য এখন অনলাইনেই আবেদন করা যাচ্ছে, মাথা পিছু খরচ হচ্ছে ১০০০ টাকা করে। এই টাকার অঙ্কটা গত বছর জুলাই মাসের আগে পর্যন্ত ছিল ৫০০ টাকা, তার পর থেকে বেড়ে হয়েছিল ১০০০। যদিও এই টাকার অঙ্ক নিয়েও বর্তমানে প্রতিবাদ তুঙ্গে। তবে এই সব কিছুর মধ্যেই চলছে লিংক করার কাজও। টাকা খোয়া যাওয়ার ভয় জিনিসটা এমনই যে মানুষও বাধ্য হচ্ছে নিয়ম মানতে।

আরও পড়ুন - লম্বা লাইনের ঝক্কি ছাড়া কীভাবে ঘরে বসেই জানতে পারবেন প্যান-আধার লিংক আছে কিনা

আর্থিক লেনদেন এবং কর ফাঁকি দেওয়া আটকাতে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে ভারতীয় নাগরিকদের উদ্দ্যেশে জারি করা হয়েছে এই নিয়ম। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করানো না হলে সেটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর জেরে জরিমানার ভয় তো আছেই, তার সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত কাজও ব্যাহত হয় যাবে বলে জানানো হয়েছে। এখন ঘরে বসেই কর যাবে এই কাজ। ইনকাম ট্যাক্স e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর পাঁচ থেকে সাত দিন সময় লাগছে লিংক পদ্ধতি সম্পন্ন হতে। এছাড়াও SMS এর মাধ্যমেও লিংক করা যাচ্ছে Pan-Aadhaar।

কিন্তু এই এতো হেপা থেকে ছাড়ও দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষ মানুষকে। সরকার থেকে সাফ জানানো হয় এদের ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক নয়। কিন্তু জানেন কি কোন নিয়মে ঠিক কারা কারা ছাড় পেলেন এই বিশেষ নিয়ম থেকে?

আরও পড়ুন - মোটা টাকা ট্যাক্স বাঁচাতে চান? ৩১ মার্চের মধ্যে এই কাজ সারতেই হবে

সরকারি বিজ্ঞপ্তিতে সরাসরি জানানো হয়েছে, অসম, মেঘালয় ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বাসিন্দাদের ক্ষেত্রে এই লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়৷ এছাড়াও ১৯৬১ সালের আয়কর নিয়ম অনুসারে, একজন অনাবাসীর জন্য এই নিয়ম কার্যকরী নয়। পাশাপাশি ভারতের পাকাপাকি বাসিন্দা নন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও জরুরি নয় এই লিংক পদ্ধতি। এছাড়াও ছাড় দেওয়া হয়েছে দেশের প্রবীণ নাগরিকদের। ২০২২ সালের হিসেবে যারা ইতিমধ্যেই ৮০ বছর বা তার বেশি বয়স্ক মানুষ জীবিত আছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম জরুরি নয় বলেই জানানো হয়েছে। এছাড়াও যাদের বয়সের নিরিখে এখনও প্যান কার্ড হয়নি তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। আর সব মিলিয়ে এই সংখ্যাটাও প্রায় লাখ দুয়েক। সুতরাং এই শ্রেণীর ব্যক্তিরা ছাড়া বাকিদের ক্ষেত্রে শীঘ্রই লিংক করানো জরুরি।

More Articles