আশঙ্কার মাঝেই স্বস্তির নিঃশ্বাস, ফের বেড়ে গেল সময়সীমা, কীভাবে করবেন আধার-ভোটার লিংক?

Aadhaar-voter link : ২০২১ সালের ডিসেম্বর লোকসভায় আধার ও ভোটার আইডি সংযুক্তিকরণের আইন পাশ হয়েছিল, কেন করতে হবে এই লিংক?

শেষ কয়েকদিনের বিরামহীন চিন্তার মাঝে স্বস্তির খবর, ফের সময়সীমা বেড়ে গেল আধার এবং ভোটার কার্ডের লিংক করানোর। গত বছর মার্চ মাসেই ছিল প্রথম ডেডলাইন, কিন্তু সময়সীমা শেষ গিয়ে যাওয়ার পরও সিংহভাগ নাগরিকের এই লিংক করার কাজ না হওয়ায় সরকার বাধ্য হয় সময়সীমা এক বছর বাড়িয়ে দিতে। দেখতে দেখতেই বছর ঘুরে যায় আবারও এগিয়ে আসে ডেডলাইন। চলতি মাসের শুরু থেকেই খবরের শিরোনামে বারবার উঠে আসছে এই লিংক করানোর প্রসঙ্গ। তার সঙ্গে যোগ দেয় আধার এবং প্যান কার্ড লিংক করানোর প্রসঙ্গও।

ঠিক কীভাবে লাইন না দিয়ে ঘরে বসেই করিয়ে নিতে পারবেন লিংক সেই নিয়ম থেকে শুরু করে, লিংক করা না থাকলে কোন কোন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি, তার সমস্ত খতিয়ান ইতিমধ্যেই সামনে এসেছে। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই প্রসঙ্গ। সাধারণ মানুষ ঠিক কী পরিমাণ আতঙ্কে ভুগছে, সেই তথ্য জানিয়ে ইতিমধ্যে মোদিকে চিঠি পর্যন্ত দেন অধীর চৌধুরী। বারবারই দাবি উঠেছে, এই সময়সীমা বাড়িয়ে দেওয়ার। এবার সেই দাবিতেই সাড়া মিলল, চরম আতঙ্কের মাঝেই স্বস্তির নিঃশ্বাস, ৩১ মার্চ ২০২৩ নয়, ৩১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হল ভোটার এবং আধার কার্ডের মধ্যে লিংক করানোর। তবে খেয়াল রাখতে হবে এখনও কোনও স্বস্তির খিবির মেলেনি প্যান এবং আধার কার্ড লিংক করানোর বিষয়ে।

আরও পড়ুন - কী এমন ভয়? কেন তড়িঘড়ি লিংক করাবেন প্যান এবং আধার কার্ড?

ছোটবেলায় যেমন ছিল জুজুর ভয়, বড়ো বেলায় তেমন ধাওয়া করে নিয়মের ভয়। একটার পর একটা সরকারি ফতোয়া। অমুক দিনের মধ্যে তমুক না করলে বড়ো বিপদের আশঙ্কা, যেন লেগেই রয়েছে এইসব। তার ওপর মার্চ মাস মানেই, অর্থনৈতিক লেনদেনের হিসেব মেলানোর সময়। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের আগামী অর্থ বর্ষের বাজেট। এর পরই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু কাজের ফিরিস্তি। বর্তমান সময়ে দাঁড়িয়ে লাইন এবং লিংকের ঠেলায় জীবন প্রায় বীতশ্রদ্ধ।

ব্যক্তি পরিচয়ের সঙ্গে সম্পর্কিত একাধিক কার্ড, আর তার একটার সঙ্গে অপরটার লিংক করানো, এটাই মূল কাজ হতে দাঁড়িয়েছে। ব্যাংকে লম্বা লাইন, সাইবার ক্যাফেগুলোয় উপচে পড়া ভিড়; যখন যেমন সরকারি ফতোয়া জারি হচ্ছে, তখন ঠিক তেমন করে নিজেদের লিংক করিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে আম আদমি। অন্যথায় সমূহ বিপদ। অমুক তারিখের মধ্যে না করলেই বাতিল হয়ে যাবে সব নথি, এমন জুজু তো আছেই। গত বছরের শুরু থেকেই এমন একটি বিষয় নিয়ে চলছে জোর তরজা। মাঝে অবশ্য সময়সীমা বেড়ে যাওয়ায় বিষয়টি একটু থিতিয়ে পড়েছিল, তবে আবারও মাথাচাড়া দিয়েছে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের প্রসঙ্গ। এবার আবারও বাড়ল ভোটার এবং আধার কার্ডের লিংক করানোর সময়সীমা, তবে কি ফের বাড়তে পারে প্যান আধার লিংকের সময়সীমাও? এই দাবীকে আরও জোরালো করে দিল কেন্দ্রের এই নয়া ফতোয়া।

আরও পড়ুন - শুধু জরিমানা নয়, বাধা পড়বে এই ২২ টি সরকারি কাজও, কেন তড়িঘড়ি লিংক করাবেন প্যান-আধার?

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর লোকসভায় আধার ও ভোটার আইডি সংযুক্তিকরণের আইন পাশ হয়েছিল। তারপর থেকেই দুটি কার্ড লিংক করতে বলা হচ্ছে। নির্বাচনী (সংশোধনী) আইন ২০২১ অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটারদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। এর জন্য কমিশনের তরফে একটি অভিযানও শুরু করা হয়েছে ইতিমিধ্যেই। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১২ ডিসেম্বর অবধি ৫৪.৩২ কোটি আধার নম্বর সংগ্রহ করেছে নির্বাচন কমিশন।

কীভাবে ভোটার কার্ড ও আধার কার্ড লিংক করবেন?

প্রথমে গুগল থেকে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। এরপর হোমপেজে “Search in Electoral Roll” বলে একটি অপশন দেখা যাবে, সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত বিবরণ এবং আধার নম্বর দিন। আধার নম্বর দেওয়ার পরই কার্ড হোল্ডারের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেলে ওটিপি পাবেন। যাচাইকরণের জন্য ওটিপি দিন সাইটে। তাহলেই আপনার আধার ও ভোটার আইডি কার্ড লিঙ্ক হয়ে যাবে।

More Articles