ভারতের ম্যাপেই নাম রয়েছে এই স্টেশনের, অথচ যেতে গেলে লাগে পাসপোর্ট ভিসা! জানেন কোথায়?
Indian Railways : দেশের মধ্যেই স্টেশন, যেতে হলে লাগবে পাসপোর্ট ভিসা, জানেন কেন এমন আজব নিয়ম?
আধুনিকতার ছোঁয়া লেগে যতোই সড়কপথ এবং আকাশপথে যাতায়াত করার হিড়িক উঠুক না কেন এখনও কাছে পিঠে কোথাও যাওয়া অথবা দূরে ভ্রমণ সবেতেই ট্রেনের বিকল্প কিছুই নেই। কু ঝিক ঝিক শব্দটা যেন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। প্রথম কয়লার ইঞ্জিন, তারপর ডিজেল বর্তমানে ইলেকট্রিক ইঞ্জিন, এত দিনের দীর্ঘ সফরের ইতিহাসে কোটি কিছুই না রহস্য রয়েছে। যার বেশ কিছু আমাদের জানা, আমার এমন অনেক কিছুই আছে যা থেকে গিয়েছে লোকচক্ষুর আড়ালেই।
বিদেশ ভ্রমণ নয়, দেশের মধ্যে ভ্রমণ করতে হলেও লাগে পাসপোর্ট ভিসা! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, জানেন কি ভারতেই রয়েছে এমন আজব রেল স্টেশন। কেন এমন নিয়ম? বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এশিয়ার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে মাধ্যম হল ভারতীয় রেল।
আরও পড়ুন - ঘুমের ঘোরে পেরিয়ে গিয়েছে স্টেশন! যাত্রীর ঘুম ভাঙাতে যে অভিনব উদ্যোগ রেলের
আমাদের দেশে মোট ৮,৩৩৮ টি রেলস্টেশন রয়েছে। সেগুলির মধ্যেই এমন অনেক স্টেশন ঘিরেই রয়েছে রহস্য। কোনও স্টেশন শতাব্দী প্রাচীন, কথাই আবার ভূতের ভয়, কোথাও রয়েছে সাজানো বাগান, ইত্যাদি আরো কিছু। কিন্তু ভারতের স্টেশন অথচ যেতে ভিসা পাসপোর্ট বাধ্যতামূলক তা রয়েছে একটি জায়গায়। সেটি হল আটারি রেলওয়ে স্টেশন। নিয়ম এখানে মোটেই হালকা নয়, পাসপোর্ট ভিসা নিয়ে রীতিমতো কড়াকড়ি রয়েছে। ভিসা না থাকলে জেল পর্যন্ত হতে পারে যে কোনও ভারতীয় নাগরিকের। বর্তমানে এই স্টেশনটি আটারি শ্যাম সিং স্টেশন নামেও পরিচিত। এখানে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানি ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।
এখানেই শেষ নয়, নিয়ম বজায় রাখতে এখানে নিয়মিত টহলদারি চলে গোয়েন্দা এবং পুলিশ বিভাগের বড় কর্তাদের। যেহেতু একেবারেই পাকিস্তান বর্ডারে অবস্থিত এই স্টেশনটি তাই কোনও রকম বাড়তি অশান্তি এড়াতে এই ব্যবস্থা। ভিসা ছাড়া এখানে পৌঁছলে ১৪ ফরেন অ্যাক্ট ধারায় মামলা করা হয়, এমনকী এর জামিন পাওয়া খুবই কঠিন ব্যাপার। এই স্টেশনের উপর দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন ‘সমঝোতা এক্সপ্রেস’ যাতায়াত করত একসময়। যদিও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এখন সেই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

Whatsapp
