ব্যাংকে না গিয়েও বদল করা যাবে ২০০০ টাকার নোট, কীভাবে?

2000 Note: ব্যাঙ্ককে না গিয়েও এবারে বদলাতে পারবেন ২০০০ টাকার নোট, জানুন আপনাকে কী করতে হবে

ছয় বছর পেরিয়ে সবে সাত বছরে পা দিয়েছিল নয়া ২০০০ টাকার নোট, আর এর মাঝে ছেদ পড়ল সফরে। ফের একবার নোট বন্দির পথেই এগলো কেন্দ্র। বেশ কিছুদিন যাবৎ এই বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার এই মর্মে সময়সীমা বেঁধে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তা ব্যাংকে জমা করার নির্দেশ জারি করা হয়েছে গতকালই। ব্যাংকগুলিকে অবিলম্বে ২০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে বলেছে আরবিআই। যদিও ২০১৬ সালের নোট বন্দির সঙ্গে এবারের নোট বন্দির বেশ কিছু তফাৎ প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এবার রাতারাতি নয়, বেশ খানিকটা সময় হাতে দিয়েই নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, পুরনো ৫০০ টাকার নোট এবং ১০০০ টাকার নোটের মতো ২০০০ টাকার নোটগুলি দুম করে বৈধতা হারাচ্ছে না। কাজেই, সাধারণ মানুষ এখনও লেনদেনের জন্য ২০০০ টাকার ব্যাংক নোট ব্যবহার করতে পারবেন। তবে, ৩০ সেপ্টেম্বর বা তার আগে এই ব্যাঙ্কনোটগুলি ব্যাঙ্কে জমা দিতে অথবা বদলে নিতে উৎসাহিত করছে আরবিআই।

হাতে খানিকটা সময় আছে ঠিকই তবে এরই মধ্যে এই ২০০০ টাকার নোট বাতিলকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে সাধারণ মানুষের মধ্যে। কোথায় কীভাবে বদল করা যাবে ২০০০ টাকার নোট, সেই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এই ক্ষেত্রে ব্যাংকের নাম সর্বাগ্রে আসে ঠিকই তবে, ব্যাংক মানেই লম্বা লাইনের একটা ভয় থেকেই যায়। একেই বিভিৎস গরমের দাপট, তার ওপর ব্যাংকে এমনিতেই থাকে দৈনিক লেনদেনের প্রবল চাপ, ফলে বাড়তি এই নোট বদলকে ঘিরে সমস্যা তৈরি হওয়াই স্বাভাবিক। এছাড়া এমন অনেক বয়স্ক মানুষই রয়েছেন যাঁদের পক্ষে লম্বা লাইনে দাঁড়িয়ে নোট বদল করা কার্যত অসম্ভব! তাহলে সেক্ষেত্রে কী করবেন তাঁরা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় রয়েছে সেই হদিশও। এবার চাইলে আপনিও ব্যাংকের লম্বা লাইনকে এড়িয়ে অন্যভাবে বদল করে নিতে পারেন ২০০০ টাকার। জেনে নিন কীভাবে...

আরও পড়ুন - একবারে কতগুলি ২০০০ টাকার নোট বদলানো যাবে?

সাম্প্রতিক একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, যে সমস্ত লোকের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তারা ২৩ মে থেকে এটি পরিবর্তন করতে পারবেন। আপনি একবারে ২০০০ টাকার মাত্র ১০টি নোট পরিবর্তন করতে পারবেন ব্যাংকে এসে। ব্যাংক ছাড়াও, আপনি বিজনেস করেসপন্ডেন্ট সেন্টারে নোট পরিবর্তন করতে পারবেন। তবে সেক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়মাবলী। ২০০৬ সাল থেকে আরবিআই বিজনেস করেসপন্ডেন্টদের অনুমোদন করা শুরু করেছিল, যারা নন-ব্যাংকিং মধ্যস্থতাকারীদের মতো কাজ করে। রাজ্যের প্রায় প্রতিটি এলাকাতেই রয়েছে এই বিশেষ কেন্দ্র। আপনি চাইলে সেখান থেকেও সহজেই নোট বদল করে নিতে পারেন, এক্ষেত্রে দীর্ঘ সময় লাইন দেওয়ার বাড়তি ঝামেলাও থাকছে না।

আর বি আই জানিয়েছে যে, একজন ব্যাংক অ্যাকাউন্টধারী ব্যবসায়িক করেসপনডেন্ট কেন্দ্রে গিয়ে একবারে ২০০০ টাকার ২টি নোট অর্থাৎ ৪০০০ টাকা পর্যন্ত নোট বদল করতে পারবেন। এই মধ্যস্থতাকারী কেন্দ্রের ঠিকানা যদি কেউ না জেনে থাকেন তাহলে গুগলে গিয়ে সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রের ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে নিতে পারেন সহজেই।

More Articles