নেলপালিশ আর লিপস্টিক ছাড়া অসম্পূর্ণ থেকে যাচ্ছে সাজ! জানেন এদের বাংলায় কী বলে?

Bengali term of Nailpolish and Lipstick : লিপস্টিক আর নেলপালিশের বাংলা কী? কজন মহিলা বলতে পারবেন এর সঠিক উত্তর?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন বেশ কিছু জিনিসই আছে যাদের ইংরেজি শব্দগুলি প্রচলিত। হঠাৎ করে এর বাংলা প্রতিশব্দ জিজ্ঞাসা করা হলে, রীতিমতো বিপদে পড়বেন বেশিরভাগ জনই। আধুনিকতায় যথাযথ পাল্লা দিতে বাঙালি সব থেকে বেশি করে আজ ভুলতে চলেছে বাংলাকেই! বিষয়টা কঠিন হলেও বাস্তব। বাংলায় বসবাস করা বাঙালি অভিভাবকরাও তাই বাংলার পরিবর্তে সন্তানদের ইংরেজি মাধ্যমে ভর্তি করার দিকেই বেশি ঝুঁকছেন। আর সেই সঙ্গে রোজকার অভ্যাস থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে অজস্র বাংলা শব্দ। এরকমই দুটি অতি পরিচিত শব্দ নিয়ে এই প্রতিবেদন।

নিমন্ত্রণ বাড়ি থেকে শুরু করে ঘরোয়া কোনও অনুষ্ঠান, মহিলাদের সাজ নিয়ে রয়েছে বিস্তর আয়োজন। একসময় বাংলার একটু জনপ্রিয় শাড়ির বিজ্ঞাপনে জনপ্রিয় একটি ট্যাগলাইন ছিল, “ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, আর ...”। মেয়েদের সাজ সরঞ্জামের লম্বা তালিকায় দীর্ঘদিন ধরেই পাকাপাকি জায়গা করে নিয়েছে এই লিপস্টিক। ঠোঁটের রং বদলে ফেলায় যার জুড়ি মেলা ভার। একটা পান খেয়ে ঠোঁট রাঙানোর রেওয়াজ ছিল এই দেশে। পরবর্তী কালে যুগের প্রয়োজনের সঙ্গে সাযুজ্য রেখেই বাজারে আসে লিপস্টিপ। প্রথম দিকে লাল, মেরুন এবং রানী রঙের লিপস্টিক পাওয়া যেত বাজারে পরবর্তীতে এসে আরও নানান রং। বাঙালি মধ্যবিত্ত সমাজের লিপস্টিকের চল শুরু হল সত্যজিতের দেখানো পথ ধরেই। মহানগর ছবিতে মাধবী মুখোপাধ্যায়ের হাতে তিনি ধরিয়েছিলেন এই প্রসাধনী।

আরও পড়ুন - পিৎজা, পাস্তার ভিড়ে আজও সমান জনপ্রিয় বাঙালির ফুচকা, জানেন ইংরেজিতে কী বলে একে?

শুধু ঠোঁটের রং বলেই নয়, পাশাপাশি নখের রং বদলেও জনপ্রিয় সাজের জিনিস হল নেলপালিশ। তবে এই দুটি শব্দের বাংলা প্রতিশব্দ কী সেই উত্তর জানতে চাইলে রীতিমতো বিপদে পড়বেন অনেকেই। আজকের আধুনিক সময়ে দাঁড়িয়ে বহু নামজাদা কোম্পানির লিপস্টিক এবং নেলপলিশের চল রয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক এদের বাংলায় ঠিক কী বলে।

লিপস্টিকের বাংলা হল ওষ্ঠরঞ্জনী৷ অর্থাৎ অধর ও ওষ্ঠকে রাঙিয়ে তোলে যে জিনিস৷ কিন্তু এ শব্দের ব্যবহার আলঙ্কারিক প্রয়োগ ছাড়া বিশেষ নেই৷ বহুল ব্যবহারে লিপস্টিক শব্দটাই ঢুকে পড়েছে বাংলা শব্দভাণ্ডারে৷ গ্রামের দিকে চলতি কথায় অনেকেই একে ঠোটে লাগানোর রং বলে অভিহিত করেন। অন্যদিকে, নেলপালিশ কে বাংলায় বলা হয় নখ পালিশ অথবা নখ রঞ্জনী। যদিও এক্ষেত্র বাংলা শব্দটির পরিবর্তে ইংরেজি শব্দটি বাংলা শব্দ ভান্ডারে পাকাপাকি জায়গা করে নিয়েছে। কিন্তু বাংলা অভিধান ঘাটলে আজও অস্তিত্ব মেলে এই দুই প্রতিশব্দের।

More Articles