রঙ খেলতে গিয়ে মোবাইলে ঢুকেছে জল, আবির! বাড়িতে সহজেই যেভাবে সারাবেন স্মার্টফোন...
Holi Mobile Damage: জল ঝেড়ে ফেলতে স্মার্টফোনটি ঝাঁকাবেন না। ফোন শুকোতে হেয়ার ড্রায়ারও ব্যবহার করবেন না।
রং খেলছেন চুটিয়ে! আবিরের গুঁড়োয় চারদিক রঙিন। পিচকিরি ভরে ধেয়ে আসছে রঙ গোলা জল। তাতে ভিজে স্নান করে একাকার দশা। শুধু রঙ খেললেই তো হবে না। ফোনে সেই রং মাখা মুখের ছবি, সদলবলে পাগলামির স্মৃতিও তো ছবি হিসেবে তুলে রাখতে হবে। আর এই করতে গিয়ে ফোন রঙের বালতিতে সোজা ঝপাং! অনেক নতুন-জেনারেশন স্মার্টফোনের জল প্রতিরোধের জন্য IP রেটিং আছে ঠিকই, কিন্তু বাঁদুরে রং, আবির এসব ঠেকানোর মতো প্রযুক্তি কি আবিষ্কৃত হয়েছে? এমন রঙিন দুর্ঘটনার জন্য কেই বা প্রস্তুত থাকে? দোল খেলবেন, ফোন ভিজবে না তাই কখনও হয়! রং খেলার সময় ফোন কাছে না রাখাই ভালো। কিন্তু সবসময় তা সম্ভব হয় না। ফোন এখন প্রয়োজনও। যদি বাইরে বেরোতেই হয়, ক্যাব বুক করতে হয় বা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হয় তবে ফোন ছাড়া তো সম্ভব নয়৷ স্মার্টফোনকে জল থেকে বাঁচানোর কিছু সহজ সমাধান রয়েছে। যদি স্মার্টফোন ভিজেও যায়, তাও সেটিকে রক্ষা করার কিছু উপায় রয়েছে।
তবে হ্যাঁ, কোনও পদ্ধতিই যে নিশ্চিত গ্যারান্টি দিয়ে ফোনকে জাগিয়ে তুলবেই এমন প্রত্যাশা না রাখা ভালো। দরকারে পরে পেশাদার কাউকে দেখিয়ে সারানোই ভালো। দুঃখের বিষয় হলো, স্মার্টফোনের ওয়ারেন্টি থাকলেও বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডই জলে পড়ে ফোনে ক্ষতি হওয়াতে কোনও সাহায্যই করে না। কিছু ব্র্যান্ড, যেমন Apple লিকুইড কনট্যাক্ট ইন্ডিকেটর (LCI) দিয়ে দেখে যে স্মার্টফোনটি জলের সংস্পর্শে এসেছে নাকি জলযুক্ত কোনও তরল। সাধারণত, আইফোনের এলসিআই সিম কার্ড স্লটের ভিতরে থাকে। ফোনটি জলে পড়ে ক্ষতিগ্রস্ত হলে, সিম স্লটের ভিতরে একটি ছোট সাদা প্যাচ সম্পূর্ণ লাল হয়ে যাবে।
আরও পড়ুন- পেট্রল পাম্পে কেন মোবাইল ব্যবহার নিষিদ্ধ? যে কারণ জানেন তা আদৌ সঠিক তো?
আপনার ফোন জলের সংস্পর্শে এলে কী করবেন?
প্রথমেই অবিলম্বে ফোন বন্ধ করে দিতে হবে। জলের ক্ষেত্রে ফোন যত বেশিক্ষণ চালু থাকবে, তার সেরে ওঠার সম্ভাবনা তত কম। যদি পুরনো কীপ্যাড ফোন ভিজে যায় সেক্ষেত্রে ব্যাক প্যানেলটি খোলার পরে অবশ্যই ব্যাটারিটি খুলে ফেলুন।
দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জল ঝেড়ে ফেলতে স্মার্টফোনটি ঝাঁকাবেন না। এতে জল আরও ভেতরের অংশ ঢুকে পড়তে পারে। একইভাবে, ফোন শুকোতে হেয়ার ড্রায়ারও ব্যবহার করবেন না। এতে ফোনের ভিতরেও জল ঢুকতে পারে। তাছাড়া কোনও একটি অংশে অতিরিক্ত তাপ দিলে অন্যান্য অভ্যন্তরীণ অংশগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফোনের উপরে অংশ থেকে জল আলতো করে মুছে নিন। সারাদিন স্মার্টফোনটি ব্যবহার না করাই ভালো। জল অনেকটা নিজেই শুকিয়ে যায়। কমপক্ষে ছয় ঘণ্টা চালের মধ্যে ফোনটি রেখে দিলেও ফোনের জল অনেকটা শুষে নেয় চাল।
ফোনটি নিষ্ক্রিয় থাকা অবস্থায় ভুলেও ফোন চার্জ দেবেন না। ফোন থেকে সিম কার্ড এবং ট্রে সরিয়ে নিতে পারেন৷
বন্ধুদের সঙ্গে রঙ খেলার সময় ওয়াটারপ্রুফ কোনও প্লাস্টিক ব্যাগে স্মার্টফোনটি ভরে নিতে পারেন। বৃষ্টির দিনে Zomato/Swiggy-ডেলিভারি কর্মীরা অনেকেই ওয়াটারপ্রুফ পাউচে ফোন ভরে রাখেন। খুব সামান্য টাকার বিনিময়েই এই পাউচগুলি কিনে রং আর জল দুই থেকেই স্মার্টফোন বাঁচাতে পারেন৷

Whatsapp
