অর্জন নয়, অস্কারের 'ঘুষ' দেওয়া হচ্ছে ভারতকে?
Oscars 2023: এস এস রাজমৌলির পিতা, 'বাহুবলী'-র চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখছেন যার বিষয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস।
কিছুদিন আগে 'আর আর আর' নামে যে ছবিটি হলিউডের আকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে শ্রেষ্ঠ গানের জন্য- সেই প্রসঙ্গের সূত্র ধরে এই লেখা, কিন্তু সেই প্রসঙ্গে নয়। যথারীতি, 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-এর অস্কার জয়ও এই লেখায় প্রসঙ্গ হিসেবে আসবে না। 'আর আর আর' অস্কারযোগ্য ছবি নাকি, 'নাটু নাটু' অস্কারযোগ্য গান নাকি - এই নিয়ে তর্ক চলবে, মীমাংসা হবে না। সেই নিয়ে আমার মতামতও এই লেখার উপজীব্য নয়। 'আর আর আর' কি অস্কারযোগ্য ছবি? এই প্রশ্নের উত্তর দিতে গেলে ভাবতে হয় যে, অস্কারযোগ্য ছবি জিনিসটাই বা আদপে কী! 'নাটু নাটু'-র ক্ষেত্রেও তথৈবচ। বুঝতেই পারছেন- এই নিয়ে তর্ক করতে নামারই মানে হয় না। 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' এবং 'অল দ্যাট ব্রিদস'-এর সঙ্গে তুলনা টানা যায়, তর্ক করা যায়। কিন্তু 'আর আর আর'-এর পাশে যে অন্যান্য ‘ফরেন’ ছবিগুলি থাকতে পারত, তালিকা বের করে নিন, এর মধ্যে তুলনাটাই বা হয় কী করে? 'আর আর আর' শ্রেষ্ঠ 'ফরেন' ছবির মনোনয়ন পায়নি। পেয়েছে 'আর আর আর'-এর একটি সিকোয়েন্স। মোট কথা, এর মাধ্যমে যাকে স্বীকৃতি দেওয়া হলো, তা কোনও গানকে নয়,…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
