'লাভ জিহাদ'-এর মুখে ছাই! বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা! পাত্র কে?
Sonakshi Sinha Zaheer Iqbal Wedding: ধনী পরিবারেই বেড়ে ওঠা জাহিরের। ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় কতখানি বিলাসবহুল জীবন কাটান তিনি।
প্রেম বেশ কয়েক বছরের। বাবার বিরোধী রাজনৈতিক পরিচয়ের কারণে নানাভাবেই প্রেম ঘটিত 'কু-কথা' শুনতে হয়েছে তাঁকে। শেষমেশ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী সিনহা। বন্ধু জাহির ইকবালকে বিয়ে করতে চলেছেন হিরামন্ডির ফরিদান। ২৩ জুন বিয়ের আগে মুম্বইয়ের বান্দ্রায় সোনাক্ষীর বাবা এবং প্রবীণ অভিনেতা ও তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে দেখা গেছে হবু বর জাহির ইকবালকে।
কিছুদিন আগেও শোনা যাচ্ছিল শত্রুঘ্ন সিনহা তাঁর 'অমতে' বিয়ে করায় মেয়ের বিয়েতে থাকবেন না। সেসব গুজব নস্যাৎ করে দিয়েছেন প্রবীণ অভিনেতা। বলেছেন, "আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর জীবনের সিদ্ধান্ত, আমার মেয়েকে নিয়ে আমি খুব গর্বিত, আমার মেয়েকে অত্যন্ত পছন্দ করি আমি। মেয়ে আমাকে ওর শক্তির স্তম্ভ বলে। আমি বিয়েতে তো থাকবই! কেনই বা না থাকার প্রশ্ন উঠছে?" রাজনীতিক শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী এবং জাহিরের আগামী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন। কিন্তু কে এই জাহির ইকবাল? কীভাবেই বা আলাপ সোনাক্ষীর সঙ্গে?
আরও পড়ুন- জওয়ানে দ্বৈত ভূমিকায় শাহরুখ! চেনেন ১৭ বছর ধরে বাদশার সঙ্গী এই বডি ডাবলকে?
সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের আলাপ দীর্ঘ হলেও, প্রেমের শুরু ২০২০ সালে। ২০২২ সালের চলচ্চিত্র ডাবল এক্সএল-এ সোনাক্ষীর সহ-অভিনেতা ছিলেন জাহির ইকবাল। জাহিরের জন্ম ১৯৮৮ সালের ১০ ডিসেম্বর। পরিবারের সঙ্গে অবশ্য সেলুলয়েডের কোনও সম্পর্ক নেই। বাবা ইকবাল রতনসী একজন গহনা ব্যবসায়ী। বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা জাহিরের, সেখানে অভিনেতা রণবীর কাপুর ছিলেন তাঁর সিনিয়র। মা গৃহবধূ, বোন সেলিব্রিটি স্টাইলিস্ট এবং ছোট ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার।
View this post on Instagram
ধনী পরিবারেই বেড়ে ওঠা জাহিরের। ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় কতখানি বিলাসবহুল জীবন কাটান তিনি। নেদারল্যান্ডস, ফিনল্যান্ডে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ডুকাটি স্ক্র্যাম্বলার, মার্সিডিজ বেঞ্জ এম-ক্লাসের মতো বিলাসবহুল গাড়ি চালানো সবটাই জাহিরের রোজের জীবন বলা চলে। তবে জাহিরের পরিবার সিনেমার সঙ্গে যুক্ত না হলেও তাঁর বাবার সঙ্গে সলমান খানের সম্পর্ক ছিল বেশ ভালো। বলিউডে জাহিরের পা রাখার নেপথ্যেও সলমানের সমর্থন ছিল। মনে করা হয়, সলমানের আয়োজিত একটি পার্টিতে সোনাক্ষীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল জাহিরের। জাহির আর সলমানের বোন অর্পিতা খান নাকি একই সঙ্গে পড়াশোনা করতেন।
View this post on Instagram
প্রাথমিকভাবে, জাহির পারিবারিক ব্যবসা চালিয়ে যাওয়া এবং জুয়েলার্স হওয়ারই সিদ্ধান্ত নেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা তাঁকে বলিউডে টেনে আনে। তবে অভিনয়ে আত্মপ্রকাশের আগে, জাহির পরিচালনার কাজও করেছেন। ২০১৪ সালের জয় হো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন জাহির। ২০১৯ সালে সলমান প্রযোজিত নোটবুক নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ তাঁর। এই ছবিতে প্রবীণ অভিনেত্রী নূতনের নাতনি প্রনুতন বহলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আরও পড়ুন- ঘাগরা পরা থেকে নগ্নতা, বলিউডের তৈরি পুরুষালি ইমেজ বারবার ভেঙেছেন রণবীর
View this post on Instagram
সোনাক্ষীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আরও দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জাহির। কিছুকাল অভিনেত্রী দীক্ষা শেঠের সঙ্গে ডেটিং করেন তিনি। এরপর কুছ কুছ হোতা হ্যায় অভিনেত্রী সানা সঈদের সঙ্গেও সম্পর্কে জড়ান। বাবা শত্রুঘ সিনহা সদ্য লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন আসানসোল কেন্দ্র থেকে। বিজেপি স্বাভাবিকভাবেই ভিনধর্মে বিয়েকে ঘিরে 'লাভ জিহাদ' বুলি আওড়াতে শুরু করেছে। তবে সেসবে থোড়াই কেয়ার! আপাতত সোনাক্ষী এবং জাহির ২৩ রেজিস্ট্রি বিয়ে করতে চলেছেন। পরে বন্ধু এবং সহকর্মীদের নিয়ে বিয়ের পার্টি হবে।
সোনাক্ষী সিনহাকে সম্প্রতি সঞ্জয় লীলা বনসালির হিরামান্ডিতে দেখা গেছে। গত বছর রীমা কাগতির দহাড় দিয়ে ওয়েবসিরিজে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। রাউডি রাঠোর, সন অফ সর্দার, দাবাং ২, লুটেরা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই দোবারার মতো চলচ্চিত্রের পর ওয়েব মাধ্যমেও নজরকাড়া কাজ করছেন সোনাক্ষী।