জওয়ানে দ্বৈত ভূমিকায় শাহরুখ! চেনেন ১৭ বছর ধরে বাদশার সঙ্গী এই বডি ডাবলকে?

SRK's Body Double Prashant Walde in Jawan: কিং খানের বডি ডাবল প্রশান্ত দীর্ঘ ১৭ বছর ধরে সুপারস্টারের সঙ্গে এই কাজটি করে চলেছেন। জওয়ান সিনেমাতেও আছেন তিনি।

জওয়ান সিনেমার মূল কেন্দ্রে শাহরুখ খান। ট্রেলার দেখিয়েই ধারণা দিয়ে দেওয়া হয়েছে আস্ত মেট্রো হাইজ্যাক করেছেন তিনি। তিনি নায়ক কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু তিনি বলেছেন, “যব ম্যায় ভিলেন বনতা হুঁ না...”। নায়ক আর খলনায়কের মাঝে মুক্তির প্রথম দু' দিনেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে জওয়ান। পাঠানের রেকর্ডও ভাঙবে কিনা এখনই বলা যাচ্ছে না যদিও। ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এক সিনেমায় দুই দুইখানা শাহরুখ! দ্বৈত ভূমিকায় চরিত্রদের কীভাবে শ্যুট করা হয় এই নিয়ে বেশ কিছু কৌশল রয়েছে। তবে হিন্দি বা হলিউডি চলচ্চিত্রে, বিশেষ করে অ্যাকশন সিনেমায় বডি ডাবল ব্যবহার করা খুব প্রচলিত এক বিষয়। জওয়ান সিনেমাতেও শাহরুখের একজন বডি ডাবল রয়েছেন। শুধু জওয়ান সিনেমাতে নয়। শাহরুখের সঙ্গে এই বডি ডাবল কাজ করছেন দীর্ঘ ১৭ বছর ধরে! তিনি প্রশান্ত।

আসলে পর্দায় দুইখানা ভূমিকা পালন করা বেশ কঠিন। অভিনেতার প্রসঙ্গে যাচ্ছি না। দু'টি চরিত্র, সে বিপরীত চরিত্রই হোক বা সাধারণ, তাকে ফুটিয়ে তোলা, সময় বিশেষে একটি থেকে বেরিয়ে অন্য চরিত্রটিকে যাপন করা কঠিন। তবে পর্দায় সেই দুই চরিত্রকে একসঙ্গে আনার কিছু কৌশলগত সমস্যাও রয়েছে। ঠিক এই সমস্যাগুলিকেই এড়াতে বডি ডাবলের প্রয়োজন পড়ে। কিং খানের বডি ডাবল প্রশান্ত দীর্ঘ ১৭ বছর ধরে সুপারস্টারের সঙ্গে এই কাজটি করে চলেছেন। জওয়ান সিনেমাতেও আছেন তিনি। একটি দৃশ্যের শ্যুটিং সম্পর্কে কথা বলেছেন তিনি, যেখানে তিনি এবং শাহরুখ খানকে একটি ডবল ফ্রেমে স্ক্রিন স্পেস ভাগ করতে দেখা যায় বিক্রম রাঠোর এবং তার ছেলে আজাদ রাঠোরের চরিত্রে।

আরও পড়ুন- দর্শক মনে প্রাণে চেয়েছিল শাহরুখ মরুক! সাইকোপ্যাথ খুনিই ছিল বাজিগরের ‘হিরো’

শাহরুখ খান 'জওয়ান' সিনেমায় দু'টি ভিন্ন বয়সি চরিত্রে অভিনয় করছেন। তাঁর বডি ডবল প্রশান্ত জানাচ্ছেন, জওয়ান সিনেমাতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে শাহরুখ ঠিক তাঁরই মতো দেখতে বাবাকে জড়িয়ে ধরে আছেন। এই দৃশ্যের শ্যুটিং চলাকালীন একটি মজার ঘটনা ঘটে। শাহরুখ খান ছিলেন তরুণ চরিত্রটির ভূমিকায়, আর বৃদ্ধ শাহরুখের রূপে ছিলেন প্রশান্ত। যখন শাহরুখ বুড়োর চরিত্রে সাজলেন প্রশান্তকে হয়ে যেতে হলো তরুণ শাহরুখ! যাতে ক্যামেরা দিয়ে শুধুমাত্র তাঁর ক্লোজ আপ শট নেওয়া যায়, সে জন্যই এই বন্দোবস্ত। এই ছবিতে শাহরুখের লুক একেবারেই আলাদা, যার কারণে প্রতিদিন প্রস্তুতি নিতে হয়েছিল প্রশান্তকে। একদিনে মাত্র দু'টি দৃশ্যের শ্যুটিং করা হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashant Walde (@prashantwalde)

শাহরুখ খানের মতো দেখতে নন, তবে শাহরুখের চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে মিল থাকা প্রশান্ত ওয়াল্ডে নাগপুরের বাসিন্দা। প্রশান্ত ওম শান্তি ওম, ডন ২, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান এবং শাহরুখের আরও অনেক চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। শাহরুখ সেটে না এলে তাঁর অনুপস্থিতিতে পরিচালকদের 'কিউ' হিসেবে কাজ করেছেন প্রশান্ত। প্রশান্ত একজন কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেছিলেন, তারপরে তিনি হয়ে ওঠেন শাহরুখের 'লুক অ্যালাইক'। মিমিক্রি শিল্পী হওয়ার লক্ষ্যে দুবাইও গিয়েছিলেন তিনি। সেখানে একটি বলিউড থিম পার্কে 'এসআরকের মতো সেজে' কাজ করতেন তিনি। চাকরি চলে যায়। ফিরে আসেন ভারতে।

আরও পড়ুন- নক্ষত্রের অবসর নেই, খুচরো জনতার খড়কুটো আজীবন শাহরুখই

প্রশান্ত এখন একজন লেখক, প্রযোজক এবং অভিনেতাও। প্রেমাতুর নামে সিনেমাটি তৈরি করেছিলেন তিনি। 'শাহরুখ স্যারের মতো দেখতে' হয়ে ১৭ বছর ধরে কাজ করে যাচ্ছেন প্রশান্ত। তাঁর কোম্পানিতে থেকেই শিখতে পেরেছি কাজের দক্ষতা। তাই একজন লেখক, পরিচালক এবং অভিনেতা হিসেবে নিজের প্রথম সিনেমাটিও শাহরুখকেই উৎসর্গ করছিলেন প্রশান্ত।

জওয়ান হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অ্যাটলি পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়মণিকে দেখা গেছে। দীপিকা পাড়ুকোনকেও একটি ক্যামিওতে দেখা গেছে। পুণে, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান এবং ঔরঙ্গাবাদ জুড়ে ছবিটির শ্যুটিং হয়েছে। অনিরুদ্ধ রবিচন্দর এই সিনেমার সুর করেছেন। বলিউডে একক সুরকার হিসেবে জওয়ান দিয়েই আত্মপ্রকাশ তাঁর।

More Articles