মাত্র পনেরো মিনিটেই হুহু করে ঠান্ডা হবে ঘর, আসলে কী এই সস্তার এয়ার কুলার?

Mini Air Cooler : অবিশ্বাস্য কম দামে আপনিও নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন একটি AC, কীভাবে?

সবে ফাল্গুন মাস, তাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরমের দাপটে ইতিমধ্যেই নাভিশ্বাস! এখনও টানা মাস চারেক চলবে এই দাপুটে গরম। ঘরে ঘরে এসি মেসির এখন তাই নতুন কিছু নয়। তবে মধ্যবিত্তের পকেটের সঙ্গে এসির বিশেষ বন্ধুত্ব যে নেই তা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু গরম তো আর গরীব ধনী মানে না! ফলে এই অবস্থায় চাহিদা বাড়ছে সস্তায় কাজ চালানো গোছের কিছু যন্ত্রের। প্রযুক্তির উন্নতি অবশ্য সেই আশা পূরণ করতে বেশি সময় নেয় না। বাজারে এসেছে পোর্টেবল এয়ার কুলার। মাত্র পনেরো মিনিটেই ঘর হবে ঠান্ডা। দাম শুনলে চমকে যাবেন আপনিও!

মাত্র একটা নোটেই কাজ হাশিল, ঠান্ডা ঘরে থাকার স্বপ্ন পূরণ করবে মিনি এয়ার কুলার। পকেট ফ্রেন্ডলি ছোট্ট এই এয়ার কন্ডিশনার কিনতে খরচ হবে ১৯৪৯ টাকা। শুনতে হয়তো খানিক অবাক লাগছে যে, এত কম দামে কীভাবে পাইয়া যেতে পারে এয়ার কন্ডিশনার? আসল কথা হল, সম্প্রতি বিক্রি বাড়ানোর জন্য প্রায় ৪৫ শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি। তাই সাধ্যের মধ্যে সাধ পূরণের এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না আম আদমি। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নয়া মডেলটি।

আরও পড়ুন - নিজেকে নিজেই বিয়ে, ২৪ ঘণ্টা পর নিজেকেই ডিভোর্স! কেন মহিলাদের মধ্যে বাড়ছে ‘সোলোগ্যামি’?

শুধু যে ঘরে রাখতে পারবেন, এমন নিয়ে চাইলে সর্বক্ষণ নিজের সঙ্গে নিয়েও ঘুরতে পারেন একে। মোবাইলের মতোই দেখতে একটি স্টাইলিশ ডিভাইস। USB ডিভাইসের মাধ্যমে Portable Air Conditioner এর এই ডিভাইসে বিদ্যুৎ পৌঁছবে। ওয়াল চার্জার অথবা ল্যাপটপের USB পোর্টের মাধ্যমেও চার্জ দেওয়া যাবে। দেখতে ছোট হলেও কাজের দিক থেকে যথেষ্ট প্রয়োজনীয় এই ডিভাইসটি। এছাড়া এতে বাইরে থেকে জল বা বিরিফ জাতীয় কিছু দেওয়ার প্রয়োজন নেই।

ডিভাইসটির নাম Wooboo Mini Cooli। এটি একটি পোর্টেবল USB রিচার্জবেল কুলার ফ্যান। পাওয়ারের জন্য এতে রয়েছে ব্যাটারি। সেই ব্যাটারি আপনি চার্জ করিয়ে নিতে পারবেন USB কেবেল দিয়ে। এই ব্যাটারি পাওয়ার্ড এই ডিভাইসে একটি স্টেইনলেস স্টিলের স্ট্যান্ড রয়েছে, যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে যন্ত্রটি। ভেতরে রয়েছে ওয়াটার কুলড স্পঞ্জ, সেখান থেকেই মূলত ঠান্ডা হাওয়া আসে। ইচ্ছা মতো এই স্ট্যান্ডটি খুলেও রাখা যায়। এমনকী পরিষ্কার করার জন্য এগুলি খুলে নেওয়াও যায়। ডিভাইসটির ভিতরে রয়েছে প্লাস্টিকের ব্লেড। এই Mini Cooli পোর্টেবল এয়ার কন্ডিশনারটি ব্যবহার করাও খুবই সহজ। ডিভাইসে থাকা সুইচটি টিপলেই ঠান্ডা হাওয়া বের হতে শুরু করে। চার্জ দেওয়া শেষ হয়ে গেলে ইঙ্গিত পাওয়া যায়, সেই সময় প্লাগ থেকে খুলে নিতে হয়। তবে এই পার্সোনাল এসি থেকে যথাযথ ঠান্ডা হাওয়া পেতে আপনাকে প্রতিনিয়ত এর স্পঞ্জ পরিষ্কার করতে হবে। অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই অভিনব ডিভাইসটি। চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন এখনই।

More Articles