করণি সেনার প্রধানকে খুন করে ফেসবুকে পোস্ট! কে এই 'গ্যাংস্টার' রোহিত গোদারা?
Rajasthan Karni Sena Chief Murder : রোহিত গোদারা করণি সেনার নেতার বাড়িতে হামলার কয়েক ঘণ্টা পরই এক দীর্ঘ ফেসবুক পোস্ট লেখেন।
করণি সেনা নিয়ে বিতর্ক বললেই পদ্মাবৎ সিনেমাটির কথা মনে আসে। রানি পদ্মাবতীকে নিয়ে তৈরি হওয়া সিনেমা ঘিরে ব্যাপক তুলকালাম চালিয়েছিল রাজস্থানের করণি সেনা। রাজস্থানে বিধানসভা ভোটের উত্তাপ কমতে না কমতেই এক খুন! জয়পুরে রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রথমে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর কথা সামনে এলেও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য, রোহিত গোদারা এই হত্যার দায় স্বীকার করে।
ঘটনার ভিডিও ফুটেজ বলে দিচ্ছে, হঠাৎ করেই দুই ব্যক্তি জয়পুরে সুখদেব সিং গোগামেডির বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনাস্থলেই সুখদেবের মৃত্যু হয়। বন্দুকধারীরা গোগামেডির কাছে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিকেও গুলি করে হত্যা করে।
ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ছেন সুখদেব সিং গোগামেডি। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর করণি সেনা প্রধানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। কিন্তু কেন হঠাৎ খুন করা হলো করণি সেনার এই নেতাকে? কে-ই বা এই গ্যাংস্টার রোহিত?

গ্যাংস্টার রোহিত গোদারা কে?
রাজস্থানের একজন কুখ্যাত অপরাধী রোহিত গোদারা এখন পলাতক। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) রোহিতকে গ্রেফতারের ব্যবস্থা শুরু করেছে। রোহিতের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও দায়ের করেছে।
রোহিত গোদারা করণি সেনার নেতার বাড়িতে হামলার কয়েক ঘণ্টা পরই এক দীর্ঘ ফেসবুক পোস্ট লেখেন। সেই পোস্টে করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে হত্যার দায় স্বীকার করেন তিনি।
রোহিত গোদারা আসলে বিকানেরের বাসিন্দা। রোহিত গোদারার বিরুদ্ধে কুখ্যাত অপরাধের সমস্ত রেকর্ডই রয়েছে। ২০১০ সাল থেকে রোহিতের বিরুদ্ধে ৩২ টিরও বেশি গুরুতর মামলা দায়ের করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকা রোহিত গোদারা রাজস্থানের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটি থেকে ১৭ কোটি টাকা পর্যন্ত তোলা তুলেছেন বলেও অভিযোগ রয়েছে।

রোহিত গোদারার বিরুদ্ধে হত্যার আরও এক অভিযোগ রয়েছে। গত বছর সিকারে গ্যাংস্টার রাজু থেথকে হত্যার পরিকল্পনা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। মজার বিষয় হলো, সমস্ত হত্যা, অপকর্মের কথা, দায় গ্রহণ করা এসবের জন্য রোহিত সোশ্যাল মিডিয়াকেই বেছে নেন। গর্বিতভাবে ফেসবুকে নিজের কীর্তির ঘোষণাও করেন। নিজের ফেসবুক পোস্টে রোহিত গোদারা ঘোষণা করেছিলেন, গ্যাংস্টার আনন্দপাল সিং এবং বলভীর বানুদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন তিনি। পরে সিধু মুসেওয়ালা হত্যা মামলাতেও গোদারার নাম উঠে এসেছে।
লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গ্যাংয়ের হয়ে কাজ করেন রোহিত গোদারা। ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে দিল্লি থেকে ২০২২ সালের জুন মাসে দুবাইতে পালিয়ে যান রোহিত। রোহিতের বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিশও জারি করা হয়েছে। পুলিশের ধারণা এই মুহূর্তে কানাডায় রয়েছেন রোহিত।

Whatsapp
